Weather Update: বানভাসি দক্ষিণ, পুজোর আগে আবহাওয়ার উন্নতি না অবনতি? মিলল আভাস

Weather Update: ঝাড়খণ্ড এবং বিহারের উপর নিম্নচাপ রয়েছে। যে কারণে আজ, শুক্রবার থেকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

Weather Update: বানভাসি দক্ষিণ, পুজোর আগে আবহাওয়ার উন্নতি না অবনতি? মিলল আভাস
কত দিন চলবে টানা বৃষ্টি? (ছবি-টুইটার)
Follow Us:
| Edited By: | Updated on: Oct 01, 2021 | 8:30 AM

কলকাতা: আজ, শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়ার উন্নতি হবে (Weather Update)। কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে। দক্ষিণবঙ্গের কোথাও কোথাও বজ্রবিদ্যুত্- সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

ঝাড়খণ্ড এবং বিহারের উপর নিম্নচাপ রয়েছে। যে কারণে আজ, শুক্রবার থেকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ভারী বৃষ্টি হবে উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। অতি ভারী বৃষ্টি হবে কোচবিহার, আলিপুরদুয়ারে। বৃষ্টির ফলে বাড়ছে জলজন্ত্রণা।

কোথায় কোথায় বৃষ্টি হতে পারে, তার তালিকা প্রকাশ করেছে আলিপুর আবহাওয়া দফতর…

নিম্নচাপের এক টানা বৃষ্টি, দোসর ব্যারাজের জল ছাড়া। পুজোর মুখেই বন্যার আশঙ্কা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, নিম্নচাপ এখন ঝাড়খণ্ড ও বিহারের উপরে রয়েছে। এর ফলে দক্ষিণবঙ্গে পশ্চিমের জেলাগুলোর কিছু কিছু জায়গায় বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছে।

আবহাওয়াবিদদের আশ্বাস, শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়ার উন্নতি হবে। কিন্তু কাল থেকেই বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। ভারী বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পঙ, জলপাইগুড়ি, মালদা ও দুই দিনাজপুরে। এই জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আগামী কয়েকদিন টানা উত্তরবঙ্গে বৃষ্টি চলবে। বৃষ্টি কিছুটা ধরেছে তবে তবে চিন্তা বাড়াচ্ছে নদীর জলস্তর। আর ডিভিসি। বৃহস্পতিবার সকালেই দুর্গাপুর ব্যারেজ থেকে ছাড়া হয়েছে ১,৮৬,১০০ কিউসেক জল। বেলায় দুর্গাপুর ব্যারাজ থেকে জল ছাড়ার পরিমাণ আরও বাড়ানো হয় । বৃহস্পতিবার সন্ধ্যায় দুর্গাপুর ব্যারাজ থেকে ছাড়া হচ্ছে ২,৩১,২৪৮ কিউসেক জল।

এক টানা বৃষ্টি ও বারাজের জল ছাড়ায় দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। হাওড়ার উদয়নারায়ণপুরের পরিস্থিতি খারাপ। ইতিমধ্যেই বন্যা পরিস্থিতি নিয়ে প্রশাসনিক বৈঠক হয়েছে। গোঘাটের ভাদুরে দারকেশ্বর নদীর বাঁধ ভেঙেছে ইতিমধ্যেই। খানাকুলের বন্দিপুরে দারকেশ্বরের নবনির্মিত বাঁধ ভেঙে এলাকায় হু হু করে জল ঢুকতে শুরু করে।

চন্দ্রকোনায় শিলাবতী নদীর জলে প্লাবিত ১ ও ২ নম্বর ব্লকের একাধিক গ্রাম। চন্দ্রকোনার খামার বেড়া গ্রামে শিলাবতী নদীর বাঁধ ভেঙ্গে নতুন করে প্লাবিত ১০ টি গ্রাম। ঘাটালের পরিস্থিতিও সঙ্কটজনক। ঘাটাল মহকুমার বিস্তীর্ণ এলাকা। বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও আবার জল বাড়তে শুরু করে। অজয় নদীর বাঁধ ভাঙার ফলে জলের তলায় নানুরের বাসপাড়া এলাকা। বোলপুর – নতুনহাট রাজ্য সরকের উপর উঠে পড়েছে জল।

আরও পড়ুন: Shootout at South Dinajpur: ‘খেলা হবে’ বলেই ব্যবসায়ীর চিবুকে বন্দুক ঠেকিয়ে চেপে দেওয়া হল ট্রিগার! অতঃপর…