Weather Updates: শীতসুখ বঙ্গে! একধাক্কায় ৩ ডিগ্রি পারদ পতন, সরস্বতী পুজোয় বিশেষ সতর্কতা…জানাল হাওয়া অফিস

TV9 Bangla Digital | Edited By: tista roychowdhury

Jan 30, 2022 | 7:57 AM

Kolkata: পশ্চিমী ঝঞ্ঝার ও তামিলনাড়ুতে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের জোড়া ফলায় গাঙ্গেয় বঙ্গে প্রচুর জ্বলীয় বাষ্প প্রবেশ করবে। তার জেরেই আগামী ৪ ও  ৫ ফেব্রুয়ারি ফের বৃষ্টিপাত হতে পারে।

Weather Updates: শীতসুখ বঙ্গে! একধাক্কায় ৩ ডিগ্রি পারদ পতন, সরস্বতী পুজোয় বিশেষ সতর্কতা...জানাল হাওয়া অফিস
রাজ্যবাসীর মন ভরাতে পারবে শীত? ছবি:PTI

Follow Us

কলকাতা: জানুয়ারির শেষ সপ্তাহে বঙ্গ জুড়ে অনুভূত হচ্ছে শীত (winter)। ক্রমেই নামছে পারদ। শেষ ২৪ ঘণ্টায় এক ধাক্কায় তিন ডিগ্রি নেমেছে পারদ। ঝঞ্ঝার বাধা নেই। ফাঁকা ময়দান পেয়ে ঝোড়ো ব্যাটিং উত্তুরে হাওয়ার। তবে, আবহাওয়া দফতর বলছে, খুব বেশিদিন স্থায়ী হবে না শীত। সরস্বতী পুুজোয় রাজ্যজুড়ে ফের রয়েছে বৃষ্টির আশঙ্কা।

আবহাওয়া অফিস জানিয়েছে, আপাতত বঙ্গ থেকে বিদায় নিয়েছে পশ্চিমী ঝঞ্ঝা। দেখা মিলেছে রোদেলা শীতের। বইছে উত্তুরে হাওয়াও। কলকাতার আকাশে ভোরের দিকে কুয়াশা থাকলেও বেলায় তা কেটে যাচ্ছে। কিন্তু, শীতের এই সুখ বেশিদিন স্থায়ী হবে না বলেই জানিয়েছে হাওয়া অফিস।

পশ্চিমী ঝঞ্ঝার ও তামিলনাড়ুতে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের জোড়া ফলায় গাঙ্গেয় বঙ্গে প্রচুর জ্বলীয় বাষ্প প্রবেশ করবে। তার জেরেই আগামী ৪ ও  ৫ ফেব্রুয়ারি ফের বৃষ্টিপাত হতে পারে। জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এদিকে ৫ তারিখই সরস্বতী পুজো। তাই ছাতা ছাড়া পুজোর ঘোরাফেরা মাটি হতে পারে বলেই জানিয়েছেন আবহবিদরা।

এদিকে, পূর্বাভাস সত্যি করে বঙ্গে থিতু শীত। একধাক্কায় পারদ নেমেছে তিন ডিগ্রি। শনিবারের সর্বোচ্চ তাপমাত্রা ২২.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি কম। আর সর্বনিম্ন তাপমাত্রা ১১.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। শনিবার, সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.১ ডিগ্রি সেলসিয়াস। যেটা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। কার্যত রবিবারও তার ব্যতিক্রম হচ্ছে না, অন্তত এমনটাই বলছে আলিপুর হাওয়া অফিস।  শুধু কলকাতা নয়, জেলাগুলিতেই তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি কমতে পারে।

বারবার পশ্চিমী ঝঞ্ঝার কোপে পিছু হটেছে শীত। আবহবিদরা বলছেন, যেভাবে ক্রমেই ঘন ঘন বদলাচ্ছে বঙ্গের আবহাওয়া তাতে সামগ্রিকভাবে ক্ষতিগ্রস্ত জলবায়ু। যার প্রভাব পড়বে চাষে। ফলস্বরূপ বাজারেও পড়বে টান। এতগুলি পশ্চিমী ঝঞ্ঝার অসময়ে বঙ্গে আগমন ও গমন কোনওভাবেই এ রাজ্যের জন্য ভাল নয় বলেই জানিয়েছেন পরিবেশবিদরা। আশঙ্কা, আবহাওয়ার এমন খামখেয়ালিপনার জন্য বিপদের বঙ্গের জলবায়ু। নতুন বছরে লেগেই থাকতে পারে, অতিবৃষ্টি, খরা, বন্যা। ইতিমধ্যেই কেন্দ্রীয় আবহাওয়া বিভাগের ‘হ্যাজার্ড অ্যাটলাস’ সে সংক্রান্ত একটি তালিকা প্রকাশ করেছে। তাতে স্পষ্ট উল্লেখ রয়েছে, গোটা রাজ্যেই অতিবৃষ্টির আশঙ্কা রয়েছে। দুই পরগনা ও পূর্ব মেদিনীপুরে জলোচ্ছ্বাস ও বন্যার আশঙ্কা রয়েছে। খরার বিপদ দেখা দিতে পারে বীরভূম ও নদিয়ায়।

আরও পড়ুন: Bengal BJP: শান্তনুর বাড়িতে ফের বৈঠকে রীতেশ-জয়প্রকাশ, রবিবারই দিল্লি যাত্রা কেন্দ্রীয় মন্ত্রীর

Next Article