Weather Update: বাংলা জুড়ে জমিয়ে শীত, তবে অন্য ইঙ্গিতের কথা বলছে হাওয়া অফিস
Weather Update: দ্রুত হাওয়া বদলের ইঙ্গিত দিয়েছে আলিপুর। আর বোধ হয় ধরে রাখা যাবে না, এবার উধাও হবে শীত। এর মধ্যে আবার বৃষ্টির পূর্বাভাসও রয়েছে দক্ষিণবঙ্গে। সরস্বতী পুজোর দিন বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। ঘূর্ণাবর্তের জেরে বেশ কয়েকটি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে।
কলকাতা: শীত চলে গেল… শীতটা তো এবার ভাল করে পড়লই না! এই সব ভেবে যাঁরা কষ্ট পাচ্ছিলেন, শুক্রের সকালে স্বস্তি পেলেন তাঁরা। ভোরের হিমেল হাওয়াই জানান দিয়ে দিল, শীত এখনও আছে। মাঘের ভোরে তাই আবার কেঁপে উঠলেন বাংলার মানুষ। বাংলা জুড়েই তাপমাত্রার পারদ অনেকটা কমেছে বলে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর। একধাক্কায় ২ থেকে ৫ ডিগ্রি কমে গিয়েছে তাপমাত্রা। ফলে ভোরের দিকে ভালই ঠাণ্ডা অনুভব করা গিয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদ উঠলেও হিমেল হাওয়া কিন্তু বেশ বোঝা যাচ্ছে। তবে এমন আবহাওয়া বেশি দিন থাকবে না বলেও জানা যাচ্ছে।
দ্রুত হাওয়া বদলের ইঙ্গিত দিয়েছে আলিপুর। আর বোধ হয় ধরে রাখা যাবে না, এবার উধাও হবে শীত। এর মধ্যে আবার বৃষ্টির পূর্বাভাসও রয়েছে দক্ষিণবঙ্গে। সরস্বতী পুজোর দিন বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। ঘূর্ণাবর্তের জেরে বেশ কয়েকটি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে।
তবে ঠান্ডা আর থাকবে না। ‘গরম’ বাড়বে বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। আগামী সপ্তাহে বুধবার সরস্বতী পুজো। তার মধ্যেই আবহাওয়া বদলে যাবে কার্যত। রাত তো বটেই, দিনেও বেড়ে যাবে তাপমাত্রা। সরস্বতী পুজো ২০ ডিগ্রিতে পৌঁছতে পারে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৮-২৯ ডিগ্রির আশপাশে। আজ শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.২ ডিগ্রি।