করোনায় মৃত্যু বাড়ছে উত্তরবঙ্গে, বেশ কয়েকটি জেলায় কমছে সংক্রমণের হার
প্রথম ঢেউয়ের তুলনায় অনেক বেশি ভয়ঙ্কর পরিস্থিতি। সংক্রমণের সঙ্গে মরণ-গ্রাফও ভাবাচ্ছে।
কলকাতা: লাগামছাড়া করোনার (COVID-19) দ্বিতীয় ঢেউয়ে নাজেহাল বাংলা। প্রথম ঢেউয়ের তুলনায় অনেক বেশি ভয়ঙ্কর পরিস্থিতি। সংক্রমণের সঙ্গে মরণ-গ্রাফও ভাবাচ্ছে। শহর পেরিয়ে গ্রামবাংলার অলিন্দেও হানা দিয়েছে এই অদৃশ্য শত্রু। করোনার করাল প্রভাব প্রত্যেকটি জেলায় যে কমবেশি পড়েছে, তা স্বাস্থ্য দফতরের দৈনিক করোনা বুলেটিন থেকেই স্পষ্ট। সংক্রমণের সামগ্রিক ছবিটা প্রত্যেকদিন ধরা পড়লেও জেলায় জেলায় ঠিক কেমন, তা অনেক সময় আড়ালেই থেকে যায়।
দেখে নিন আপনার জেলায় করোনা সংক্রমণের ছবিটা ঠিক কেমন…
আলিপুরদুয়ার- গতকাল আক্রান্ত হয়েছিলেন ৭৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৬৪ জন। সুস্থ হয়েছেন ১৪৮ জন। সোমবার কোনও মৃত্যু না হলেও গত ২৪ ঘণ্টায় করোনায় ১ জনের মৃত্যু হয়েছে এই জেলায়।
কোচবিহার- গতকাল আক্রান্ত হয়েছিলেন ২৭৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৮১ জন। সুস্থ হয়েছেন ২৪২ জন। সোমবার কোনও মৃত্যু না হলেও গত ২৪ ঘণ্টায় করোনায় ১ জনের মৃত্যু হয়েছে এই জেলায়।
দার্জিলিং- গতকাল আক্রান্ত হয়েছিলেন ৫৫৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬৮৯ জন। সুস্থ হয়েছেন ৬৩১ জন। সোমবার ২ জনের মৃত্যু হয়েছিল, গত ২৪ ঘণ্টায় করোনায় ৬ জনের মৃত্যু হয়েছে এই জেলায়।
কালিম্পং- গতকাল আক্রান্ত হয়েছিলেন ৯৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮৪ জন। সুস্থ হয়েছেন ৭২ জন। সোমবার কোনও মৃত্যু না হলেও গত ২৪ ঘণ্টায় করোনায় ১ জনের মৃত্যু হয়েছে এই জেলায়।
জলপাইগুড়ি- গতকাল আক্রান্ত হয়েছিলেন ৫৯২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭৭৫ জন। সুস্থ হয়েছেন ৪৩৭ জন। সোমবার ১০ জনের মৃত্যু হয়েছিল, গত ২৪ ঘণ্টায় করোনায় ১৪ জনের মৃত্যু হয়েছে এই জেলায়।
উত্তর দিনাজপুর- গতকাল আক্রান্ত হয়েছিলেন ২৫২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৮১ জন। সুস্থ হয়েছেন ২২৬ জন। সোমবার ৬ জনের মৃত্যু হয়েছিল, গত ২৪ ঘণ্টায় করোনায় ২ জনের মৃত্যু হয়েছে এই জেলায়।
দক্ষিণ দিনাজপুর- গতকাল আক্রান্ত হয়েছিলেন ১০৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৪৮ জন। সুস্থ হয়েছেন ১৬৭ জন। সোমবার ৩ জনের মৃত্যু হয়েছিল, গত ২৪ ঘণ্টায় করোনায় ১ জনের মৃত্যু হয়েছে এই জেলায়।
মালদহ- গতকাল আক্রান্ত হয়েছিলেন ২৭১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৭২ জন। সুস্থ হয়েছেন ২৩১ জন। সোমবার ও মঙ্গলবার করোনায় কোনও মৃত্যু হয়নি এই জেলায়।
মুর্শিদাবাদ- গতকাল আক্রান্ত হয়েছিলেন ২৭৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৮৪ জন। সুস্থ হয়েছেন ৩৯৪ জন। সোমবার ৮ জনের মৃত্যু হয়েছিল, গত ২৪ ঘণ্টায় করোনায় ২ জনের মৃত্যু হয়েছে এই জেলায়।
নদিয়া- গতকাল আক্রান্ত হয়েছিলেন ১০৯৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮৮৮ জন। সুস্থ হয়েছেন ১,০১১ জন। সোমবার ৭ জনের মৃত্যু হয়েছিল, গত ২৪ ঘণ্টায় করোনায় ২ জনের মৃত্যু হয়েছে এই জেলায়।
বীরভূম- গতকাল আক্রান্ত হয়েছিলেন ৪২৭ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৭৬ জন। সুস্থ হয়েছেন ৪৫৯ জন। সোমবার ৪ জনের মৃত্যু হয়েছিল, গত ২৪ ঘণ্টায় করোনায় ৫ জনের মৃত্যু হয়েছে এই জেলায়।
পুরুলিয়া- গতকাল আক্রান্ত হয়েছিলেন ৮৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১০৬ জন। সুস্থ হয়েছেন ১৪৬ জন। সোমবার ২ জনের মৃত্যু হয়েছিল, গত ২৪ ঘণ্টায় করোনায় করোনায় কোনও মৃত্যু হয়নি এই জেলায়।
বাঁকুড়া- গতকাল আক্রান্ত হয়েছিলেন ৫৮৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৪৬ জন। সুস্থ হয়েছেন ৫৮৮ জন। সোমবার ১ জনের মৃত্যু হয়েছিল, গত ২৪ ঘণ্টায় করোনায় ১০ জনের মৃত্যু হয়েছে এই জেলায়।
ঝাড়গ্রাম- গতকাল আক্রান্ত হয়েছিলেন ১৯২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৭৭ জন। সুস্থ হয়েছেন ১৩০ জন। গত দু’দিনে কোনও মৃত্যু হয়নি এই জেলায়।
আরও পড়ুন: আশা জাগিয়ে সংক্রমণের হার নিম্নমুখী বাংলায়, বাগে আনা যাচ্ছে না মৃত্যু
পশ্চিম মেদিনীপুর- গতকাল আক্রান্ত হয়েছিলেন ৫৬৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬৪৩ জন। সুস্থ হয়েছেন ৭০৫ জন। সোমবার ৩ জনের মৃত্যু হয়েছিল, গত ২৪ ঘণ্টায় করোনায় ৫ জনের মৃত্যু হয়েছে এই জেলায়।
পূর্ব মেদিনীপুর- গতকাল আক্রান্ত হয়েছিলেন ৫২৭ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮৯৩ জন। সুস্থ হয়েছেন ৮১৪ জন। সোমবার ১ জনের মৃত্যু হয়েছিল, গত ২৪ ঘণ্টায় করোনায় কোনও মৃত্যু হয়নি এই জেলায়।
পূর্ব বর্ধমান- গতকাল আক্রান্ত হয়েছিলেন ৫২৭ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪২২ জন। সুস্থ হয়েছেন ৬২৭ জন। গত দু’দিনে কোনও মৃত্যু হয়নি এই জেলায়।
পশ্চিম বর্ধমান- গতকাল আক্রান্ত হয়েছিলেন ৭২৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭১৮ জন। সুস্থ হয়েছেন ৭২৭ জন। সোমবার ৪ জনের মৃত্যু হয়েছিল, গত ২৪ ঘণ্টায় করোনায় ৬ জনের মৃত্যু হয়েছে এই জেলায়।
হাওড়া- গতকাল আক্রান্ত হয়েছিলেন ১,১৯৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১,১৬৪ জন। সুস্থ হয়েছেন ১,১৬১ জন। সোমবার ৫ জনের মৃত্যু হয়েছিল, গত ২৪ ঘণ্টায় করোনায় ৮ জনের মৃত্যু হয়েছে এই জেলায়।
হুগলি- গতকাল আক্রান্ত হয়েছিলেন ১,১৬৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬৬১ জন। সুস্থ হয়েছেন ১,২০২ জন। সোমবার ৭ জনের মৃত্যু হয়েছিল, গত ২৪ ঘণ্টায় করোনায় ৪ জনের মৃত্যু হয়েছে এই জেলায়।
উত্তর ২৪ পরগনা- গতকাল আক্রান্ত হয়েছিলেন ৩,৭৯৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩,৪৫২ জন। সুস্থ হয়েছেন ৪,০৬২ জন। সোমবার ৪৭ জনের মৃত্যু হয়েছিল, গত ২৪ ঘণ্টায় করোনায় ৪৬ জনের মৃত্যু হয়েছে এই জেলায়।
দক্ষিণ ২৪ পরগনা- গতকাল আক্রান্ত হয়েছিলেন ১,২০৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১,২০২ জন। সুস্থ হয়েছেন ১,২৩৬ জন। সোমবার ৮ জনের মৃত্যু হয়েছিল, গত ২৪ ঘণ্টায় করোনায় ১০ জনের মৃত্যু হয়েছে এই জেলায়।
কলকাতা- গতকাল আক্রান্ত হয়েছিলেন ৩,১২১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৯৭৯ জন। সুস্থ হয়েছেন ৩,৬৪১ জন। সোমবার ৩৫ জনের মৃত্যু হয়েছিল, গত ২৪ ঘণ্টায় করোনায় ৩৩ জনের মৃত্যু হয়েছে শহরে।
অন্যদিকে, সোমবার নতুন করে রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ০৫ জন। মৃত্যু হয়েছে ১৫৭ জনের। একই সময়ের মধ্যে করোনা মুক্ত হয়েছেন ১৯ হাজার ৫৭ জন। সুস্থতার হার ৮৯.১৭ শতাংশ। এখনও পর্যন্ত পশ্চিমবাংলায় মোট করোনায় আক্রান্ত হয়েছেন ১২,৮৪,৯৭৩ জন।
আরও পড়ুন: জামিনের জুজু দেখাতেই সুপ্রিম কোর্ট থেকে নারদ মামলা প্রত্যাহার করল সিবিআই