কলকাতা: রাজ্যপালকে নিয়ে ফের বিস্ফোরক বিধানসভার অধ্যক্ষ। সোমবার বিধানসভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee) বলেন, রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar) এক্তিয়ার লঙ্ঘন করছেন। রাজনৈতিক উদ্দেশে বিধানসভাকে ব্যবহার করছেন তিনি। রাজ্যপালের খেয়াল রাখা উচিৎ সীমারেখা কতটা। তাঁর সংবিধান মেনে চলা উচিৎ বলেও মন্তব্য করেন অধ্যক্ষ। সম্প্রতি আম্বেদকরের জন্মদিনে বিধানসভায় শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। সেখানে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গেলে অধ্যক্ষ থামিয়ে দেন। বিমান বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য ছিল, বিধানসভা সাংবাদিক সম্মেলনের জায়গা নয়। এই নিয়েই একটা নরম-গরম পরিস্থিতি তৈরি হয়। সোমবার ডিরোজিওর জন্মদিনে বিধানসভার এক অনুষ্ঠানে যোগ দিয়ে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, “রাজ্যপালের বোঝা উচিৎ আমাদের সংবিধান কী বলে। উনি সবসময়ই বিধানসভাকেও একটা রাজনৈতিক প্রেক্ষাপটের মতো ব্যবহার করতে চেয়েছিলেন। আমি অনুরোধ করেছিলাম এখানে কোনও সাংবাদিক বৈঠক করবেন না। তা সত্ত্বেও উনি অনেক কথা বলেছেন। উনি রাজ্যপাল, বলতেই পারেন। তবে তাঁর বোঝা উচিৎ সীমারেখা কতটা। বিধানসভার গরিমাটা তাঁর বোঝা উচিৎ ছিল।”
প্রসঙ্গত, গত ১৪ এপ্রিল বিধানসভায় গিয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। সেখানে রাজ্যপালের সামনে একের পর এক প্রশ্ন তুলে ধরেন সাংবাদিকরা। এরপরই রাজ্যপাল উত্তর দিতে গেলে তাঁকে বিরত করেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। প্রকাশ্যেই বলেন, “আমি মাননীয় রাজ্যপালকে অনুরোধ করছি বিষয়টিকে সাংবাদিক বৈঠক করে দেবেন না।” সাংবাদিকদের উদ্দেশেও তিনি বলেন, “এটা প্রেস কনফারেন্স নয় যে সমস্ত প্রশ্নের উত্তর দিতে হবে।” যদিও রাজ্যপাল সে সময় হাসি মুখেই অধ্যক্ষকে স্মরণ করান সংবিধানে বাক স্বাধীনতার বিষয়টি।
রাজ্যপালকে নিয়ে অধ্যক্ষের বিস্ফোরক মন্তব্য প্রসঙ্গে বিজেপি নেতা শমীক ভট্টাচার্যের বক্তব্য, রাজ্যপাল সাংবিধানিক প্রধান। রাজ্যের পরিষদীয় ব্যবস্থা সাংবিধানিক রীতিনীতি মেনে পরিচালিত হচ্ছে কি না সেটা তো উনি দেখবেনই। ধারাবাহিকভাবে অধ্যক্ষের যা অবস্থান, তা যে নিরপেক্ষ নয় তা তো সকলেই দেখছেন। তাঁর এই ভূমিকা, এই ধরনের কথা তাই অনভিপ্রেত। এটা ভারতীয় সংবিধানের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। এটা পরিষদীয় ব্যবস্থার পরিপন্থী।