West Bengal Assembly: মন্ত্রী-বিধায়কদের বেতন বিলে সই রাজ্যপালের, ভাতা বাড়তে নেই বাধা

West Bengal Assembly: মন্ত্রী বিধায়কদের বেতন ভাতা সংক্রান্ত দুটি বিলে স্বাক্ষর করে দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। বিল দুটিতে অনুমোদন দিয়ে ছেড়ে দিল রাজভবন। সূত্রের খবর, রাজ্যপালের তরফে ইতিমধ্য়েই এবিষয়ে মুখ্যমন্ত্রীকে জানানো হয়েছে

West Bengal Assembly: মন্ত্রী-বিধায়কদের বেতন বিলে সই রাজ্যপালের, ভাতা বাড়তে নেই বাধা
রাজ্যপাল সিভি আনন্দ বোসImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Oct 17, 2023 | 2:51 PM

কলকাতা: পুজোর মুখে সোমবার বিশেষ অধিবেশন ডাকা হয়েছিল বিধানসভায়। মন্ত্রী-বিধায়কদের বেতন বৃদ্ধি সংক্রান্ত বিল নিয়ে আলোচনার জল্পনা ছিল। কিন্তু রাজ্যপাল সিভি আনন্দ বোস সম্মতি দেননি। বিধানসভায় পেশ হলেও মন্ত্রী-বিধায়কদের বেতন বিল নিয়ে আলোচনা হয়নি।  ঠিক ২৪ ঘণ্টার ব্যবধানেই  মন্ত্রী বিধায়কদের বেতন ভাতা সংক্রান্ত দুটি বিলে স্বাক্ষর করে দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। বিল দুটিতে অনুমোদন দিয়ে ছেড়ে দিল রাজভবন। সূত্রের খবর, রাজ্যপালের তরফে ইতিমধ্য়েই এবিষয়ে মুখ্যমন্ত্রীকে জানানো হয়েছে।

বিধানসভার গত অধিবেশনেই পূর্ণমন্ত্রী, প্রতিমন্ত্রী এবং বিধায়কদের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেতন ও ভাতা সংক্রান্ত আইনে সংশোধনী আনতে চাইছে রাজ্য সরকার। রাজ্যের তরফে সোমবার বিধানসভায় বিল পেশ করা হয়েছিল। কিন্তু রাজ্যপাল তাতে সম্মতি দেননি। ফলে তা নিয়ে আলোচনা সম্ভব হয়নি।

রাজ্যের তরফ থেকে আগেও অভিযোগ করা হয়েছিল, নবান্ন থেকে পাঠানো একাধিক ফাইল সই না করে আটকে রেখেছেন রাজ্যপাল। সেক্ষেত্রে এই বিলে রাজ্যপালের সই না  করার আশঙ্কা আগে থেকেই করেছিল রাজ্যের শাসকদল।

মঙ্গলবারই ওই দুটি বিলে সই করে দেন রাজ্যপাল।  বিধানসভার পরবর্তী অধিবেশন ডাকা হয়েছে আগামী ৪ ডিসেম্বর। সেদিন ওই দুটি বিল নিয়ে আলোচনা হতে পারে বলে সূত্রের খবর। রাজ্যপাল সই করে দেওয়ার ফলে এই বিলটি নিয়ে আলোচনার ক্ষেত্রে আর কোনও বাধা রইল না। তবে এই বিলটি আইনে পরিণত করতে গেলে, বিধানসভায় পাশ হয়ে ফের যেতে হবে রাজ্যপালের কাছেই।

মন্ত্রী বিধায়কদের বেতন বৃদ্ধি সংক্রান্ত রাজ্যের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রথম থেকেই বিরোধিতা করেছে বিজেপি। বিধানসভাতেও তারা সোচ্চার হবেন। রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিধানসভার বাইরে দাঁড়িয়েই স্পষ্ট করেছিলেন, বেতনের বর্ধিত অংশ দিয়ে ডিএ বৃদ্ধির দাবিতে আন্দোলনরত সরকারি কর্মীদের মঞ্চকে আইনি লড়াইয়ের জন্য সাহায্য করবেন।