Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Narendra Modi: বাংলায় ১ লাখ কণ্ঠে গীতাপাঠ! নমোকে আমন্ত্রণ জানাতে ছুটলেন সুকান্ত

Sukanta Majumdar: শুক্রবার সকালে কলকাতা বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশে রওনা দেন বিজেপির রাজ্য সভাপতি। সঙ্গে রয়েছেন সাধু-সন্তদের এক প্রতিনিধি দলও। প্রধানমন্ত্রীর সঙ্গে আজ দিল্লিতে দেখা করার কথা রয়েছে সুকান্তর। সেখানেই প্রধানমন্ত্রীকে এই অনুষ্ঠানের জন্য আমন্ত্রণ জানাবেন বঙ্গ বিজেপির সভাপতি।

Narendra Modi: বাংলায় ১ লাখ কণ্ঠে গীতাপাঠ! নমোকে আমন্ত্রণ জানাতে ছুটলেন সুকান্ত
প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানাতে দিল্লি যাচ্ছেন সুকান্তImage Credit source: Facebook
Follow Us:
| Edited By: | Updated on: Nov 17, 2023 | 11:05 AM

কলকাতা: লক্ষ কণ্ঠে গীতাপাঠের আয়োজন করা হচ্ছে বাংলায়। সেই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানাতে দিল্লিতে যাচ্ছেন বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। শুক্রবার সকালে কলকাতা বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশে রওনা দেন বিজেপির রাজ্য সভাপতি। সঙ্গে রয়েছেন সাধু-সন্তদের এক প্রতিনিধি দলও। প্রধানমন্ত্রীর সঙ্গে আজ দিল্লিতে দেখা করার কথা রয়েছে সুকান্তর। সেখানেই প্রধানমন্ত্রীকে এই অনুষ্ঠানের জন্য আমন্ত্রণ জানাবেন বঙ্গ বিজেপির সভাপতি। বিমানবন্দর চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজেই সেকথা জানালেন বালুরঘাটের বিজেপি সাংসদ।

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার প্রসঙ্গে সুকান্ত মজুমদার বললেন, “বিভিন্ন মঠ ও মন্দিরে তরফ থেকে একটি সংস্থা গঠন করা হয়েছে। তাঁরা এক লাখ কণ্ঠে গীতাপাঠের উদ্যোগ নিয়েছেন। তাঁদের প্রতিনিধিদের নিয়ে আজ আমি দিল্লিতে যাচ্ছি প্রধানমন্ত্রীর কাছে।” বিজেপির রাজ্য সভাপতি আরও জানালেন, গীতা জয়ন্তী উপলক্ষে আগামী ২৪ ডিসেম্বর এই এক লক্ষ কণ্ঠে গীতাপাঠের আয়োজন করা হচ্ছে কলকাতায়। বললেন, “সেদিন প্রধানমন্ত্রী যাতে কলকাতায় আসেন এবং গীতাপাঠের অনুষ্ঠানে এক লাখ মানুষের মাঝে যাতে প্রধানমন্ত্রী উপস্থিত থাকেন, সেই আমন্ত্রণ জানানো হবে। সেই কারণেই আজকের দিল্লিযাত্রা।”

প্রসঙ্গত, আগামী বছরেই লোকসভা নির্বাচন রয়েছে। তার আগে জনসংযোগে কোনও খামতি রাখছে না বঙ্গ বিজেপি শিবির। সম্প্রতি বিজয়া সম্মিলনীকে হাতিয়ার করেও মানুষের কাছাকাছি পৌঁছে যাওয়ার চেষ্টা দেখা গিয়েছে বঙ্গ বিজেপির। আর এবার এক লক্ষ কণ্ঠে গীতাপাঠ। খাতায় কলমে সম্পূর্ণ অরাজনৈতিক ও ধর্মীয় একটি কর্মসূচি। আয়োজনেও সরাসরি বিজেপি নেই। আয়োজন করছে বিভিন্ন মঠ ও মন্দিরের মিলিত একটি মঞ্চ। কিন্তু লোকসভা ভোটের মুখে এই ধর্মীয় কর্মসূচি ঘিরেও বিজেপি মানুষের আরও কাছাকাছি পৌঁছে যাওয়ার চেষ্টা করছে বলে মনে করছে রাজনৈতিক মহল।