Sukanta Majumder: ‘স্বৈরাচারী সরকারের বর্ষপূর্তি’, ২ মে থেকে প্রতিবাদের ঝাঁঝ আরও বাড়াচ্ছে বিজেপি

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Apr 19, 2022 | 10:21 PM

BJP in West Bengal: সুকান্ত মজুমদার জানিয়েছেন, "স্বৈরাচারী সরকারের ২মে বর্ষপূর্তি। এই দিন আমরা মনে করি কালো অধ্যায়। আমরা তাই গণতন্ত্র বাঁচাও পক্ষকাল পালন করব। রাজপথে ওইদিন বড় কর্মসূচি পালন করব। গণতন্ত্র প্রতিষ্ঠা পালন করব।"

Sukanta Majumder: স্বৈরাচারী সরকারের বর্ষপূর্তি, ২ মে থেকে প্রতিবাদের ঝাঁঝ আরও বাড়াচ্ছে বিজেপি
সুকান্ত মজুমদার

Follow Us

কলকাতা : ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর থেকেই রাজ্যের একের পর এক হিংসার অভিযোগ তুলেছে বিজেপি (BJP in West Bengal)। এখনও অনেক জায়গাতেই তাদের দলীয় কর্মীরা ঘরছাড়া বলে দাবি করে পদ্ম শিবির। বিধানসভা নির্বাচনের ফল বেরিয়েছে গতবছর ২ মে। সামনে আরও একটি ২ মে আসছে। এক বছর পূর্তি হচ্ছে মমতার তৃতীয় সরকারের। ওই দিনে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে আরও জোরালো প্রতিবাদের প্রস্তুতি নিচ্ছে বঙ্গ বিজেপি। মঙ্গলবার বিকেলে সাংবাদিক বৈঠকে বঙ্গ বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumder) জানিয়েছেন, “স্বৈরাচারী সরকারের ২মে বর্ষপূর্তি। এই দিন আমরা মনে করি কালো অধ্যায়। আমরা তাই গণতন্ত্র বাঁচাও পক্ষকাল পালন করব। রাজপথে ওইদিন বড় কর্মসূচি পালন করব। গণতন্ত্র প্রতিষ্ঠা পালন করব।”

রাজ্যকে চাপে রাখতে একগুচ্ছ কর্মসূচি নিয়েছেন পদ্ম নেতারা। ৩ মে শহীদদের স্মরণে বিভিন্ন স্তরে একবেলা করে অনশন পালন করবে বিজেপি নেতৃত্ব। সুকান্ত মজুমদার জানিয়েছেন, “কলকাতায় সম্ভবত এই অনশন হবে গান্ধীমূর্তির পাদদেশে।” ওই অনশন কর্মসূচির মাধ্যমে মানুষের কাছে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে বার্তা দেবেন বিজেপি নেতারা। এরপর, ৪ মে থেকে ৬ মে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আসছেন রাজ্যে। ওই সময়ের বিস্তারিত কর্মসূচি আপাতত ঘোষণা করেননি বঙ্গ বিজেপির নেতারা। তবে ওই সময়ে উত্তরবঙ্গে একটি বড় মিছিল হবে বলে জানিয়েছেন সুকান্ত মজুমদার।

এরপর ৭ মে জেলা ও রাজ্য নেতৃত্ব ভোট পরবর্তী হিংসায় মৃতদের পরিবারের বাড়িতে যাবেন। তাঁদের পাশে দাঁড়াবেন। ৮ মে এবং ৯ মে রাজ্যজুড়ে ব্লকস্তরে মিছিল করবে বিজেপি। ১০ মে মৃত বিজেপি কর্মীদের পরিবারের কিছু সদস্যকে নিয়ে সত্যাগ্রহ করবেন পদ্ম নেতারা। তারপর যাবেন রাজ্যপাল জগদীপ ধনখড়ের কাছে। এরপর ১১মে আরও একটি মিছিল হবে। উল্লেখ্য, চলতি মাসের শেষেই রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছেও যাবেন বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল।

উল্লেখ্য, মঙ্গলবার বঙ্গ বিজেপির বৈঠকে ছিলেন না লকেট চট্টোপাধ্যায়। সেই নিয়ে জোর জল্পনা ছড়িয়েছিল রাজনৈতিক মহলে। অনেকেই মনে করছিলেন, লকেটকে কি তাহলে বয়কট করল বঙ্গ বিজেপি? সেই সব জল্পনায় এবার ইতি টানেন সুকান্ত মজুমদার। বললেন, “সবাইকে সব বৈঠকে ডাকা হয় না। লকেট চট্টোপাধ্যায় নিয়ে এখনই কিছু বলার নেই। লকেট চট্টোপাধ্যায় নিয়ে কোনও বয়কট করা হয়নি। যে দায়িত্বে নেই, তাঁকে ডাকা মানে তাঁর সম্মানহানি করা।”

আরও পড়ুন : Syndicate Clash: সিন্ডিকেটের দৌরাত্ম্যে অতীতে বার বার শিরোনামে উঠে আসত রাজারহাট-নিউটাউন, এখনও কি পরিস্থিতি একই?

Next Article