Arjun Singh Exclusive: চটেই চটলেন অর্জুন সিং, ‘সাংসদ আমি থাকবই, তবে…’, শাহি সফরের মধ্যেই বোমা ফাটালেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ

TV9 Bangla Digital | Edited By: সায়নী জোয়ারদার

May 06, 2022 | 3:10 PM

প্রসঙ্গত, দু'দিনের বঙ্গ সফরে রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অথচ কোথাও নেই বঙ্গ বিজেপির এই 'হেভিওয়েট' নেতা অর্জুন সিং।

Follow Us

কলকাতা: চটকল ইস্যুকে সামনে রেখে ইতিমধ্যেই কেন্দ্রীয় নেতৃত্বের বিরুদ্ধে তোপ দেগেছেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। যা নিয়ে জোর চর্চা রাজ্য রাজনীতিতে। তবে কি এবার অর্জুনের ঘরে ফেরার পালা? অর্জুন সিং অবশ্য এ বিষয়ে বেশ সন্তর্পণেই পা রাখছেন। ধরি মাছ না ছুঁই পানি গোছের একটা মনোভাব। একদিকে নিজের দাবিতে দলের বিরুদ্ধে প্রকাশ্যে যেমন সুর চড়াচ্ছেন, অন্যদিকে আবার লড়াই-আন্দোলনে ভরসা রাখছেন পুরনো নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ে। সম্প্রতি টিভি নাইন বাংলা এক সাক্ষাৎকারে অর্জুন সিংকে প্রশ্ন করেছিল তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে? অর্জুনের সদর্প উত্তর “আমি আজ সাংসদ রয়েছি। রাজনীতি করলে কালও সাংসদই থাকব।” কিন্তু দলটা কি একই থাকবে? কৌশলী অর্জুন বলেন, “এটা অন্য ব্যাপার হয়ে গেল। আমি সাংসদ থাকব, শ্রমিক আমাকে ভোট দেবে, চাষিরাও আমাকে ভোট দেবে। সাংসদ আমি থাকবই। এর মধ্যে কোনও সন্দেহ নেই।”

প্রসঙ্গত, দু’দিনের বঙ্গ সফরে রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অথচ কোথাও নেই বঙ্গ বিজেপির এই ‘হেভিওয়েট’ নেতা অর্জুন সিং। যা ঘিরে রাজনৈতিক মহল দু’য়ে দু’য়ে চার করা শুরু করে দিয়েছে। তবে কি এবার অর্জুনের ‘ঘর ওয়াপসি’র পালা? তৃণমূল ছেড়ে বিজেপিতে বহু নেতা ইতিমধ্যেই যোগ দিয়েছেন এবং একটা বড় অংশ ফিরেও গিয়েছে পুরনো ঘরে। এর কারণ কি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া নেতাদের প্রতি বিশ্বাসের জায়গাটা কোথাও টলমল?, প্রশ্ন করা হয়েছিল অর্জুন সিংকে।

অর্জুন সিংয়ের জবাব, “হতে পারে। আবার এমনও হতে পারে আমাদের (এক সময় যারা তৃণমূল করতেন) সিস্টেমটা ওদের (বিজেপি) মানিয়ে নিতে পারছে না। আমরা কিন্তু ভোট রাজনীতি, বাংলার রাজনীতি ছোটবেলা থেকে দেখেছি। বাংলার রাজনীতি কখনও ওই শুধু একটা নির্দিষ্ট আদর্শ নির্ভর নয়। একেবারে নিচের স্তরে গিয়ে রাজনীতি করতে হয়।”

চটকলের সমস্যা নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েলের বিরুদ্ধে সম্প্রতি তোপ দেগেছেন অর্জুন সিং। প্রাথমিকভাবে মনে হয়েছিল চট নিয়েই চটে রয়েছেন ব্যারাকপুরের এই দাপুটে সাংসদ। তবে সময় যত এগোচ্ছে, অর্জুনের বক্তব্যে বাড়ছে জল্পনা। রাজনৈতিক মহলের মতে, বিজেপিতে সাংগঠনিক স্তরে কোথাও একটা ক্ষোভ বা জটিলতা তৈরি হয়েছে অর্জুনের, যার সঙ্গে তিনি আর মানিয়ে নিতে পারছেন না। সে কারণেই কি টিভি নাইন বাংলার সাক্ষাৎকারে ‘আমাদের’-‘ওদের’ প্রসঙ্গ তুলে ধরলেন অর্জুন। জবাব সময়ই দেবে।

কলকাতা: চটকল ইস্যুকে সামনে রেখে ইতিমধ্যেই কেন্দ্রীয় নেতৃত্বের বিরুদ্ধে তোপ দেগেছেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। যা নিয়ে জোর চর্চা রাজ্য রাজনীতিতে। তবে কি এবার অর্জুনের ঘরে ফেরার পালা? অর্জুন সিং অবশ্য এ বিষয়ে বেশ সন্তর্পণেই পা রাখছেন। ধরি মাছ না ছুঁই পানি গোছের একটা মনোভাব। একদিকে নিজের দাবিতে দলের বিরুদ্ধে প্রকাশ্যে যেমন সুর চড়াচ্ছেন, অন্যদিকে আবার লড়াই-আন্দোলনে ভরসা রাখছেন পুরনো নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ে। সম্প্রতি টিভি নাইন বাংলা এক সাক্ষাৎকারে অর্জুন সিংকে প্রশ্ন করেছিল তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে? অর্জুনের সদর্প উত্তর “আমি আজ সাংসদ রয়েছি। রাজনীতি করলে কালও সাংসদই থাকব।” কিন্তু দলটা কি একই থাকবে? কৌশলী অর্জুন বলেন, “এটা অন্য ব্যাপার হয়ে গেল। আমি সাংসদ থাকব, শ্রমিক আমাকে ভোট দেবে, চাষিরাও আমাকে ভোট দেবে। সাংসদ আমি থাকবই। এর মধ্যে কোনও সন্দেহ নেই।”

প্রসঙ্গত, দু’দিনের বঙ্গ সফরে রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অথচ কোথাও নেই বঙ্গ বিজেপির এই ‘হেভিওয়েট’ নেতা অর্জুন সিং। যা ঘিরে রাজনৈতিক মহল দু’য়ে দু’য়ে চার করা শুরু করে দিয়েছে। তবে কি এবার অর্জুনের ‘ঘর ওয়াপসি’র পালা? তৃণমূল ছেড়ে বিজেপিতে বহু নেতা ইতিমধ্যেই যোগ দিয়েছেন এবং একটা বড় অংশ ফিরেও গিয়েছে পুরনো ঘরে। এর কারণ কি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া নেতাদের প্রতি বিশ্বাসের জায়গাটা কোথাও টলমল?, প্রশ্ন করা হয়েছিল অর্জুন সিংকে।

অর্জুন সিংয়ের জবাব, “হতে পারে। আবার এমনও হতে পারে আমাদের (এক সময় যারা তৃণমূল করতেন) সিস্টেমটা ওদের (বিজেপি) মানিয়ে নিতে পারছে না। আমরা কিন্তু ভোট রাজনীতি, বাংলার রাজনীতি ছোটবেলা থেকে দেখেছি। বাংলার রাজনীতি কখনও ওই শুধু একটা নির্দিষ্ট আদর্শ নির্ভর নয়। একেবারে নিচের স্তরে গিয়ে রাজনীতি করতে হয়।”

চটকলের সমস্যা নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েলের বিরুদ্ধে সম্প্রতি তোপ দেগেছেন অর্জুন সিং। প্রাথমিকভাবে মনে হয়েছিল চট নিয়েই চটে রয়েছেন ব্যারাকপুরের এই দাপুটে সাংসদ। তবে সময় যত এগোচ্ছে, অর্জুনের বক্তব্যে বাড়ছে জল্পনা। রাজনৈতিক মহলের মতে, বিজেপিতে সাংগঠনিক স্তরে কোথাও একটা ক্ষোভ বা জটিলতা তৈরি হয়েছে অর্জুনের, যার সঙ্গে তিনি আর মানিয়ে নিতে পারছেন না। সে কারণেই কি টিভি নাইন বাংলার সাক্ষাৎকারে ‘আমাদের’-‘ওদের’ প্রসঙ্গ তুলে ধরলেন অর্জুন। জবাব সময়ই দেবে।

Next Article