Mamata Banerjee Cabinet Reshuffle: শুধু সবং-কেন্দ্রিক কাজ কেন? প্রশ্ন তুলেছিলেন মমতা, এবার একটি দফতর হাতছাড়া হল মানসের

Deeksha Bhuiyan | Edited By: Soumya Saha

Jun 16, 2023 | 2:58 AM

Mamata Banerjee Cabinet: হঠাৎ করে কেন মানসবাবুকে পরিবেশ দফতর থেকে সরিয়ে সেটি নিজের হাতে নিলেন মমতা, তা এখনও স্পষ্ট নয়। সরকারিভাবে বা প্রশাসনিক সূত্র মারফত এখনও পর্যন্ত এই নিয়ে কিছু জানা যায়নি।

Mamata Banerjee Cabinet Reshuffle: শুধু সবং-কেন্দ্রিক কাজ কেন? প্রশ্ন তুলেছিলেন মমতা, এবার একটি দফতর হাতছাড়া হল মানসের
মমতা বন্দ্যোপাধ্যায় ও মানস ভূঁইয়া

Follow Us

কলকাতা: পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) মুখেই রদবদল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ক্যাবিনেটে (Cabinet Reshuffle) রাজ্যের পরিবেশ দফতরের দায়িত্ব থেকে সরানো হল মন্ত্রী মানস ভূঁইয়াকে (Manas Bhuniya)। ওই দফতরটি এখন থেকে নিজেই দেখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এতদিন সবংয়ের বিধায়ক মানসবাবুর হাতে রাজ্যের দুটি দফতরের দায়িত্ব ছিল। এই রদবদলের ফলে আপাতত শুধু জলসম্পদ দফতরই থাকছে মানস ভূঁইয়ার হাতে। উল্লেখ্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাবিনেটে আরও অনেকে আছেন, যাঁরা একাধিক দফতরের দায়িত্ব সামলাচ্ছেন। কিন্তু হঠাৎ করে কেন মানসবাবুকে পরিবেশ দফতর থেকে সরিয়ে সেটি নিজের হাতে নিলেন মমতা, তা এখনও স্পষ্ট নয়। সরকারিভাবে বা প্রশাসনিক সূত্র মারফত এখনও পর্যন্ত এই নিয়ে কিছু জানা যায়নি।

তবে কিছুদিন আগে পশ্চিম মেদিনীপুরে গিয়ে সবংয়ের বিধায়ক মানস ভূঁইয়ার কাজের প্রশংসা করেও ধমক দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর মূল যে অভিযোগ ছিল, তা হল সবংয়ের বিধায়ক মানস ভুঁইয়া অনেক কাজ করছেন বটে, কিন্তু তা শুধুই সবং কেন্দ্রিক। সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর ক্যাবিনেটের বর্ষীয়ান মন্ত্রীকে উদ্দেশ্য করে বলেছিলেন, ‘মানসদা শুধু সবং করলে চলবে? শুধু সবংয়েই মাদুরকাঠি, স্ট্যাচু, সুইমিং পুল, সবংয়েই সব… আরে জেলাটা তো আপনার। আপনি বাংলার মন্ত্রী।’

এরপরই সেদিন মমতা একটি মাদুর ক্লাস্টার তৈরির ভাবনার কথা শুনিয়েছিলেন। বলেছিলেন, সেটি হবে সবং এবং পিংলার মাঝামাঝি কোনও জায়গায়। যাতে সবং, পিংলা ও ডেবরা… এই তিনটি জায়গার মানুষই এই মাদুর ক্লাস্টারের সুবিধা পান। সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন এও বুঝিয়ে দিয়েছিলেন, যে জেলায় কোথায় কী হচ্ছে, সেই সব খবর তাঁর কাছে থাকে। বলেছিলেন, ‘আপনারা যদি ভাবেন আমি খবর রাখি না, তা ভুল। আমি সব খবর রাখি।’

গতমাসের শেষে পশ্চিম মেদিনীপুর জেলা সফরে গিয়ে মমতার এই মন্তব্যের পর এবার পরিবেশ দফতরের দায়িত্ব থেকে সরতে হল মানস ভূঁইয়াকে। যদিও কী কারণে এই রদবদল সেই বিষয়টি এখনও জানা যায়নি।

Next Article