অ্যাপে প্রযুক্তিগত ত্রুটি, পিছল ৪৫ ঊর্ধ্বদের ভ্যাকসিনেশনের দিন! কবে থেকে শুরু জেনে নিন

অ্যাপে প্রযুক্তিগত ত্রুটি, আর তার জেরে পিছল ৪৫ ঊর্ধ্ব ব্যক্তিদের ভ্যাকসিনেশনের দিন (COVID Vaccination)। প্রযুক্তিগত কারণে আজ, বৃহস্পতিবার ভ্যাকসিন না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুরসভা (KMC)।

অ্যাপে প্রযুক্তিগত ত্রুটি, পিছল  ৪৫ ঊর্ধ্বদের ভ্যাকসিনেশনের দিন! কবে থেকে শুরু জেনে নিন
ছবি - পিটিআই
Follow Us:
| Updated on: May 27, 2021 | 12:34 PM

কলকাতা: অ্যাপে প্রযুক্তিগত ত্রুটি, আর তার জেরে পিছল ৪৫ ঊর্ধ্ব ব্যক্তিদের ভ্যাকসিনেশনের দিন (COVID Vaccination)। প্রযুক্তিগত কারণে আজ, বৃহস্পতিবার ভ্যাকসিন না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুরসভা (KMC)। শুক্রবার দুপুর ২টোর পর অ্যাপে স্লট বুক করা যাবে। শনিবার কলকাতার ১০২ কেন্দ্রে দেওয়া হবে ভ্যাকসিন।

বৃহস্পতিবার ৪৫ ঊর্ধ্ব ব্যক্তিদের প্রথম ডোজ় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল কলকাতা পুরসভা। কিন্তু প্রযুক্তিগত কারণে তা স্থগিত করা হয়েছে। আগামী শনিবার থেকে এই ভ্যাকসিন দেওয়া হবে বলে জানিয়েছে পুরসভা। মোট ১০২ টি টিকা প্রদান কেন্দ্রের কথা বলা হয়েছে। কিন্তু ৯৬ টি সেন্টারের নাম অ্যাপে তালিকাভুক্ত করা হয়নি। সেটি আজই তালিকাভুক্ত করা হবে। বৃহস্পতি ও শুক্রবার সকাল থেকে ট্রায়াল চলবে। পুর প্রশাসকমণ্ডলীর সদস্য অতীন ঘোষ জানিয়েছেন, কাল সকাল ১১টা থেকে স্লট বুকিং শুরু হবে। শনিবার থেকে মিলবে কোভিশিল্ডের প্রথম ডোজ।

কো-উইন অ্যাপের তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২২ লক্ষ ২৭ হাজার ৮৪২ জন ভ্যাকসিনের দু’টি ডোজ পেয়েছেন। করোনা দ্বিতীয় ঢেউ প্রতিহত করতে ভ্যাকসিনেশন অত্যন্ত জরুরি বলে সতর্ক করেছেন স্বাস্থ্যকর্তারা। কিন্তু ভারতে যে গতিতে ভ্যাকসিনেশন হচ্ছে তা আদৌ সন্তোষজনক নয় বলেই মনে করছেন তাঁরা। টিকাকরণের ক্ষেত্রে কেন্দ্রীয় নীতিতে গলদ রয়েছে বলে অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন: গঙ্গার জল বাড়বে ১৮ ফুট উচ্চতায়, ভাসবে কলকাতা! বিকাল ৪টে পর্যন্ত তিলোত্তমার জন্য বিপর্যয়ের সতর্কতা

তবে একটা আশার আলো দেখাচ্ছে বাংলায় কোভিড গ্রাফ। গত ২৪ ঘণ্টায় রাজ্যে আরও কম দৈনিক সংক্রমণ। স্বাস্থ্য দফতরের শেষ বুলেটিন অনুযায়ী, রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত ১৬ হাজার ২২৫। রাজ্যের পজিটিভিটি রেটও কমে ২৫ শতাংশ। সংক্রমণ কমলেও চিন্তা বাড়াচ্ছে মৃত্যুর সংখ্যা। রাজ্যে ফের দেড়শো পার দৈনিক মৃত্যুর সংখ্যা। শেষ বুলেটিন অনুযায়ী, রাজ্যে নতুন করে মৃত্যু হয়েছে ১৫৩ জন করোনা আক্রান্তের।