অবসর নিচ্ছেন ডিজি বীরেন্দ্র, রাজ্যের পরবর্তী পুলিশ প্রধান হতে পারেন এই মহিলা আইপিএস

TV9 Bangla Digital | Edited By: ঋদ্ধীশ দত্ত

Aug 26, 2021 | 4:13 PM

সম্ভাব্য তালিকায় যে নামগুলি রয়েছে, তার মধ্যে এক মহিলা আইপিএস অফিসারের নামও জ্বলজ্বল করছে।

1 / 5
কলকাতা: রাজ্যের পরবর্তী পুলিশ প্রধানের পদে তবে কি আসতে পারেন কোনও মহিলা আইপিএস অফিসার। সম্প্রতি এমনই গুঞ্জব তীব্রতর হয়েছে রাজ্য প্রশাসনের অন্দরে। কারণ, শীঘ্রই মেয়াদ ফুরোচ্ছে রাজ্যের বর্তমান ডিজিপি বীরেন্দ্রর। আর সম্ভাব্য তালিকায় যে নামগুলি রয়েছে, তার মধ্যে এক মহিলা আইপিএস অফিসারের নামও জ্বলজ্বল করছে।

কলকাতা: রাজ্যের পরবর্তী পুলিশ প্রধানের পদে তবে কি আসতে পারেন কোনও মহিলা আইপিএস অফিসার। সম্প্রতি এমনই গুঞ্জব তীব্রতর হয়েছে রাজ্য প্রশাসনের অন্দরে। কারণ, শীঘ্রই মেয়াদ ফুরোচ্ছে রাজ্যের বর্তমান ডিজিপি বীরেন্দ্রর। আর সম্ভাব্য তালিকায় যে নামগুলি রয়েছে, তার মধ্যে এক মহিলা আইপিএস অফিসারের নামও জ্বলজ্বল করছে।

2 / 5
রাজ্য সরকারের আস্থাভাজন এই অফিসার চলতি মাসেই অবসর নিতে চলেছেন। বিধানসভা নির্বাচনের আগে নির্বাচন কমিশন তাঁকে রাজ্যের পুলিশ প্রধানের পদ থেকে সরিয়ে দিয়েছিল। কিন্তু তৃতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার পর ফের একবার বীরেন্দ্রকে ডিজিপি পদে নিয়ে আসেন মমতা।

রাজ্য সরকারের আস্থাভাজন এই অফিসার চলতি মাসেই অবসর নিতে চলেছেন। বিধানসভা নির্বাচনের আগে নির্বাচন কমিশন তাঁকে রাজ্যের পুলিশ প্রধানের পদ থেকে সরিয়ে দিয়েছিল। কিন্তু তৃতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার পর ফের একবার বীরেন্দ্রকে ডিজিপি পদে নিয়ে আসেন মমতা।

3 / 5
মাসে প্রায় ৪ কোটি টাকা সাশ্রয় করবে খাদ্য দফতর (ফাইল ছবি)

মাসে প্রায় ৪ কোটি টাকা সাশ্রয় করবে খাদ্য দফতর (ফাইল ছবি)

4 / 5
প্রসঙ্গত, ভোট পরবর্তী হিংসার মামলায় খুন ও ধর্ষণ ছাড়া বাকি ঘটনাগুলির তদন্ত করতে হাইকোর্ট যে ৩ অফিসারের সিট গঠন করেছে, তাতে রয়েছেন সুমল বালা সাহু। এ বাদেও কলকাতার নগরপাল সৌমেন মিত্র ও আইপিএস রণবীর কুমার রয়েছেন সেই কমিটিতে।

প্রসঙ্গত, ভোট পরবর্তী হিংসার মামলায় খুন ও ধর্ষণ ছাড়া বাকি ঘটনাগুলির তদন্ত করতে হাইকোর্ট যে ৩ অফিসারের সিট গঠন করেছে, তাতে রয়েছেন সুমল বালা সাহু। এ বাদেও কলকাতার নগরপাল সৌমেন মিত্র ও আইপিএস রণবীর কুমার রয়েছেন সেই কমিটিতে।

5 / 5
যদি সুমন বালা সাহুর নাম বেছে নেওয়া হয়। তবে তিনিই হবেন পশ্চিমবঙ্গের প্রথম মহিলা আইপিএস। ১৯৮৬ সালের পশ্চিমবঙ্গ ব্যাচের আইপিএস ক্যাডার তিনি।

যদি সুমন বালা সাহুর নাম বেছে নেওয়া হয়। তবে তিনিই হবেন পশ্চিমবঙ্গের প্রথম মহিলা আইপিএস। ১৯৮৬ সালের পশ্চিমবঙ্গ ব্যাচের আইপিএস ক্যাডার তিনি।

Next Photo Gallery