করোনায় মৃত্যু বাড়ল বর্ধমানে, আশঙ্কা বাড়াচ্ছে উত্তরবঙ্গের দু-একটি জেলাও
West Bengal Covid 19 Update: সংক্রমণের শীর্ষে থাকা কলকাতা ও উত্তর ২৪ পরগনার দৈনিক আক্রান্তের সংখ্যা একই। অন্যদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়িতে সংক্রমণের হার এখনও চিন্তায় রেখেছে রাজ্য প্রশাসনকে।
কলকাতা: রাজ্যে সংক্রমণ ফের কিছুটা বৃদ্ধি পেল বুধবার। নমুনা পরীক্ষার হার কার্যত গতকালকের মতো থাকলেও সংক্রমণের গ্রাফ কিছুটা উঠল এ দিন। সংক্রমণের শীর্ষে থাকা কলকাতা ও উত্তর ২৪ পরগনার দৈনিক আক্রান্তের সংখ্যা একই। অন্যদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়িতে সংক্রমণের হার এখনও চিন্তায় রেখেছে রাজ্য প্রশাসনকে। শেষ ২৪ ঘণ্টায় ৭০৮ জন নতুন করে আক্রান্ত হয়েছেন বলে দেখা গিয়েছে বুধবারের কোভিড বুলেটিনে। এই একই সময়ে সুস্থ হয়েছেন ৭৩০ জন। শেষ ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু হয়েছে। সক্রিয় রোগীর সংখ্যা কমে হয়েছে ৯ হাজার ১৮৫। সুস্থতার হার দাঁড়িয়ে ৯৮.২১ শতাংশে। শেষ একদিনে নতুনা পরীক্ষার সংখ্যা ৪২ হাজার ৭৬৪। পজিটিভিটি রেট কিছুটা বেড়ে হয়েছে ১.৬৬ শতাংশ।
দেখে নিন আপনার জেলায় করোনা সংক্রমণের ছবিটা ঠিক কেমন…
আলিপুরদুয়ার– গতকাল আক্রান্ত ৭ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৪ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার-০।
কোচবিহার– গতকাল আক্রান্ত ২৭ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩৭ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার-০।
দার্জিলিং– গতকাল আক্রান্ত ৪০ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬৭ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার-০।
কালিম্পং– গতকাল আক্রান্ত ১২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১২ জন। শেষ ২৪ ঘণ্টায় ১৫ সুস্থ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার-১।
জলপাইগুড়ি– গতকাল আক্রান্ত ৩১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩৮। মৃত্যু: মঙ্গলবার-১, বুধবার-০।
উত্তর দিনাজপুর– গতকাল আক্রান্ত ৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৭ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার-১।
দক্ষিণ দিনাজপুর- গতকাল আক্রান্ত ৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৭ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার-০।
মালদহ– গতকাল আক্রান্ত ৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার-০।
মুর্শিদাবাদ– গতকাল আক্রান্ত ৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার-০।
নদিয়া– গতকাল আক্রান্ত ৩১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪৪ জন। মৃত্যু: মঙ্গলবার-৩, বুধবার-২।
বীরভূম– গতকাল আক্রান্ত ৭ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৮ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার-০।
পুরুলিয়া– গতকাল আক্রান্ত ৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার-০।
বাঁকুড়া– গতকাল আক্রান্ত ২২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৫ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার-০।
ঝাড়গ্রাম– গতকাল আক্রান্ত ১৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৯ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার-০।
পশ্চিম মেদিনীপুর– গতকাল আক্রান্ত ৩৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪২ জন। মঙ্গলবার-১, বুধবার-১।
পূর্ব মেদিনীপুর– গতকাল আক্রান্ত ৩৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪৭ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার-০।
পূর্ব বর্ধমান– গতকাল আক্রান্ত ২৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২২ জন। মৃত্যু: মঙ্গলবার-২, বুধবার-১।
পশ্চিম বর্ধমান– গতকাল আক্রান্ত ১০ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৬ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার-১।
হাওড়া– গতকাল আক্রান্ত ৩৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩৮ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার-০।
হুগলি– গতকাল আক্রান্ত ৩৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪৩ জন। মৃত্যু: মঙ্গলবার-৩, বুধবার-০।
উত্তর ২৪ পরগনা- গতকাল আক্রান্ত ৮৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৯০ জন। মৃত্যু: মঙ্গলবার-১, বুধবার-২।
দক্ষিণ ২৪ পরগনা– গতকাল আক্রান্ত ৩৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬০ জন। মৃত্যু: মঙ্গলবার-১, বুধবার-১।
কলকাতা– গতকাল আক্রান্ত ৯৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৭৬ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার-০।