কলকাতা: উচ্চ শিক্ষা দফতরের যৌথ উদ্যোগে রাজ্যে চালু হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ইন্টার্নশিপ স্কিম ২০২২ (West Bengal Student Internship Scheme 2022)। গ্র্যাজুয়েট পড়ুয়াদের জন্য এই স্কিমের ঘোষণা করেছে নবান্ন। সোমবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানান, এদিন মন্ত্রিসভায় (Cabinet) এই স্কিম পাশ করেছে। অর্থাৎ স্নাতক স্তরে পড়াশোনার পাশাপাশি সরকারি ইনটার্ন হওয়ার সুযোগ পাবেন পড়ুয়ারা। প্রত্যেক বছর ৬ হাজার ইনটার্ন নেওয়া হবে। তাঁদের প্রশিক্ষণ দিয়ে যোগ্য করে তোলা হবে। প্রশিক্ষণ চলাকালীন ৫ হাজার টাকা করে ভাতা পাবেন ইন্টার্নরা। সরকারি বিভিন্ন প্রকল্প সম্পর্কে তাঁদের এই প্রশিক্ষণ দেওয়া হবে। পরবর্তীকালে যোগ্য প্রার্থীরা বিভিন্ন দফতরে কাজ পাবেন।
ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ইন্টার্নশিপ স্কিমের আওতাভুক্ত হতে গেলে প্রার্থীকে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে। ৬০ শতাংশ নম্বর থাকা অত্যাবশ্যক। কেউ যদি আইটিআই বা পলিটেকনিক নিয়ে পড়াশোনা করেন, তাঁরাও এই স্টুডেন্ট ইন্টার্নশিপ স্কিমের আওতায় আসতে পারেন। স্নাতক পাশ করা ছেলে মেয়েরাও যেমন প্রশিক্ষণ নেবেন, প্রশিক্ষণ নিতে পারবেন স্নাতক পড়ুয়ারাও। তবে সূত্রের খবর, পড়তে পড়তে যাঁরা প্রশিক্ষণ নিতে চান, তাঁদের সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে ‘নো-অবজেকশন সার্টিফিকেট’ আনতে হবে।
সরকারের পরিকল্পনা প্রতি বছর ৬ হাজার জন ইন্টার্ন নেওয়া হবে। প্রতি মাসে তাঁদের ৫ হাজার টাকা করে স্টাইপেন্ড দেবে রাজ্য। এক বছরের জন্য এই ইন্টার্নশিপ হবে। বছর শেষে রিভিউ হবে। প্রত্যেককে প্রশিক্ষণ শেষে শংসাপত্রও দেওয়া হবে। আবেদন পদ্ধতিকে সহজ করে তুলতে ওয়েবসাইট চালু করা হবে। সেখানেই আবেদন করা যাবে। সিলেকশন কমিটি থাকবে। তারাই বেছে নেবে ইন্টার্নদের।
এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ইন্টার্নশিপ স্কিম ২০২২ চালু হচ্ছে। যারা বাংলায় থাকেন এবং পড়াশোনা করছে আইটিআই, পলিটেকনিক পড়ুয়ারাও বা সমগোত্রীয় কোর্স পড়ে অন্তত ৬০ শতাংশ নম্বর যারা পাবে, ৪০ বছর বয়সের মধ্যে তারা এটা আবেদন করতে পারবে। বছরে ৬ হাজার করে ইন্টার্ন নেব। সরকারি স্কিমগুলোর সঙ্গে তাদের পরিচিত করাব। সামাজিক সেবা শিখবে। ৫ হাজার করে রেমুনারেশন দেওয়া হবে। তাদের প্রথমে ১ বছর ইন্টার্নশিপ। ভাল কাজ করলে তাদের আবার রিভিউ করা হবে। অনলাইন আবেদন আসবে। সিলেকশন বোর্ড দেখবে। মুখ্যসচিবের নেতৃত্বে একটি বোর্ড তৈরি হবে। এডুকেশন ডিপার্টমেন্টের সঙ্গে যোগাযোগ রেখে এটা হবে। যারা নির্বাচিত হবে তারা রাজ্য সরকারের বিভিন্ন অফিসে, রাজ্য সরকারের আওতাধীন অফিসে, ব্লক অফিস, মহকুমা অফিস, জেলা অফিসে। যে যেখানে বসবাস করে কাছাকাছি দেওয়া হবে।”
আরও পড়ুন: Job News: জুনিয়র, সিনিয়র কনস্টেবল পদে প্রচুর নিয়োগ, মন্ত্রিসভায় অনুমোদন! নবান্ন থেকে ঘোষণা মমতার