Ad-hoc Bonus: ঈদের আগেই সুখবর! রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য উৎসবের বোনাস ঘোষণা নবান্নের

State Government Employees: রাজ্যের সরকারী কর্মচারীদের জন্য মঙ্গলবারই অ্যাডহক বোনাস বা উৎসব ভাতার কথা ঘোষণা করেছে নবান্ন। এই মর্মে একটি বিজ্ঞপ্তিও জারি করেছে রাজ্য সরকার। উৎসবের বোনাস হিসেবে সর্বোচ্চ ৪ হাজার ৮০০ টাকা করে দেবে রাজ্য।

Ad-hoc Bonus: ঈদের আগেই সুখবর! রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য উৎসবের বোনাস ঘোষণা নবান্নের
বড় ঘোষণা রাজ্য সরকারের
Follow Us:
| Edited By: | Updated on: Apr 19, 2022 | 11:33 PM

কলকাতা : রমজান মাস চলছে। সামনেই ঈদ। আর তার আগেই রাজ্য সরকারের কর্মীদের জন্য সুখবর। উৎসবের বোনাস (Ad-hoc Bonus) ঘোষণা করল রাজ্য সরকার (West Bengal Government)। রাজ্যের সরকারী কর্মচারীদের জন্য মঙ্গলবারই অ্যাডহক বোনাস বা উৎসব ভাতার কথা ঘোষণা করেছে নবান্ন। এই মর্মে একটি বিজ্ঞপ্তিও জারি করেছে রাজ্য সরকার। উৎসবের বোনাস হিসেবে সর্বোচ্চ ৪ হাজার ৮০০ টাকা করে দেবে রাজ্য। তবে এই বোনাস কেবল সেই সব রাজ্য সরকারের কর্মীরা পাবেন, যাঁদের মাসিক বেতন ৩৭ হাজার টাকার কম। উপরোক্ত শর্তের আওতায় যে সব সরকারী কর্মচারীরা রয়েছেন, তাঁদের মধ্যে মুসলিম সম্প্রদায়ের কর্মচারীরা এই বোনাস পাবেন ঈদের আগেই। এ ছাড়া অন্যান্য রাজ্য সরকারের কর্মীরা দুর্গাপুজোর আগে এই উৎসবের বোনাস পাবেন।

নবান্নের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মুসলিম ছাড়া অন্যন্য সরকারি কর্মচারীরা ২০২২ সালের ১৯ সেপ্টেম্বর থেকে ২৩ সেপ্টেম্বরের মধ্যে এই অ্যাড হক বোনাস হাতে পাবেন। বিজ্ঞপ্তি অনুযায়ী, রাজ্যের পার্শ্বশিক্ষক ও অন্যান্য এসএসএম কর্মীদেরও দেওয়া হবে এই উৎসবের বোনাস। যাঁরা চুক্তিভিত্তিক কর্মী, তাঁদেরও এই বোনাস দেওয়া হবে। তবে এ ক্ষেত্রে কিছু শর্ত থাকছে। যে পার্শ্ব শিক্ষকরা বা অন্যান্য চুক্তিভিত্তিক কর্মীরা গত আর্থিক বছরে অন্তত ১২০ দিন কাজ করেছে কোনও একটি নির্দিষ্ট বেতনে, কেবল মাত্র সেই পার্শ্বশিক্ষক ও চুক্তিভিত্তিক কর্মীরাই এই উৎসব ভাতার আওতায় পড়বেন।

রাজ্য সরকার মঙ্গলবার যে বিজ্ঞপ্তি জারি করেছে, তাতে বলা হয়েছে চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত যে সরকারি কর্মচারীদের মাসিক বেতন ৩৭ হাজার টাকা কম, তাদেরকেই দেওয়া হবে এই উৎসবের বোনাস। তবে বোনাসের সর্বোচ্চ অঙ্ক ৪ হাজার ৮০০ টাকা। উল্লেখ্য, রাজ্য সরকারের কর্মচারীদের একাংশের মধ্যে মহার্ঘ ভাতাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই একটি ক্ষোভ জমে রয়েছে। এবার উৎসবের বোনাস ঘোষণায় কি সেই ক্ষোভের উপর কিছুটা প্রলেপ লাগাতে পারল রাজ্য সরকার?

আরও পড়ুন : Sukanta Majumder: ‘স্বৈরাচারী সরকারের বর্ষপূর্তি’, ২ মে থেকে প্রতিবাদের ঝাঁঝ আরও বাড়াচ্ছে বিজেপি

আরও পড়ুন : Bengal Global Business Summit : অন্য মেজাজে মুখোমুখি রাজ্যপাল-মুখ্যমন্ত্রী, বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনের নৈশভোজে গলল বরফ?