কলকাতা: রাজ্যে ক্রমবর্ধমান অক্সিজেনের চাহিদার মধ্যেই এ বার বড় পদক্ষেপ করল রাজ্য সরকার। এদিন রাজ্যের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়, নতুন করে রাজ্য জুড়ে কয়েক হাজার অক্সিজেন কনসেন্ট্রেটর কেনা হবে। একই সঙ্গে অক্সিজেন সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে নতুন করে অক্সিজেন সিলিন্ডার কেনার কথাও ঘোষণা করা হয়েছে।
নবান্ন সূত্রে খবর, একাধিক বেসরকারি সংস্থার থেকে অনুদানে পাওয়া ২০০০ টি অক্সিজেন কনসেন্ট্রেটর জেলায় জেলায় বণ্টন করবে রাজ্য সরকার। অক্সিজেনের চাহিদার সঙ্গে পাল্লা দিতে নতুন করে ২০০০ টি অক্সিজেন কনসেন্ট্রেটরও কেনার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এগুলির মাধ্যমে প্রত্যন্ত গ্রামে অক্সিজেন পৌঁছে দেওয়া নিশ্চিত করা হবে। এ ছাড়াও কেনা হবে ১২,০০০ অক্সিজেন সিলিন্ডারও।
আরও পড়ুন: পুতিনের দেশ থেকে স্পুটনিকের প্রথম কিস্তি এসে পৌঁছল ভারতে
ইতিমধ্যেই শিল্পের কাজে ব্যবহার হওয়া ১১ হাজার ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন সিলিন্ডারকে মেডিক্যাল অক্সিজেন সিলিন্ডারে রূপান্তরিত করা হয়েছে। জরুরি ভিত্তিতে এ দিন আরও ২০ হাজার সিলিন্ডারকে মেডিক্যাল অক্সিজেন সিলিন্ডারে রূপান্তরিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে রাজ্যে অক্সিজেনের অভাবের সঙ্গে অনেকটাই মোকাবিলা করা সম্ভব হবে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন: জুলাইয়ের আগে টিকা দেওয়া সম্ভব নয়, বেসরকারি হাসপাতালগুলিকে জানিয়ে দিল সেরাম