কলকাতা: এক বছর হয়ে গেল, তিনি বাংলার রাজ্যপাল হিসেবে দায়িত্ব নিয়েছেন। বাংলার সাংবিধানিক প্রধান তিনি। বিগত দিনগুলিতে রাজ্যপাল সি ভি আনন্দ বোস বার বার বুঝিয়ে দিয়েছেন, তিনি ‘গ্রাউন্ড জিরোর’ রাজ্যপাল। ধনখড়-পরবর্তী জমানায় শুরুর দিকটা বেশ ভালভাবে কাটলেও, আবার রাজভবন-নবান্নের ঠোকাঠুকি শুরু হয়েছে বিভিন্ন ইস্যুতে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বর্তমান রাজ্যপাল সিভি আনন্দ বোসের সম্পর্ক ঠিক কীরকম? টিভি নাইন বাংলার ‘ঠোঁটকাটা’ অনুষ্ঠানে সম্প্রচারিত একান্ত সাক্ষাৎকারে এই বিষয়ে মুখ খুললেন রাজ্যপাল বোস।
বাংলার সাংবিধানিক প্রধান অবশ্য জানাচ্ছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর সম্পর্ক খুবই ভাল। রাজ্যপালের কথায়, “বাংলার সব নাগরিকের মতোই বাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গেও আমার সম্পর্ক এক্সিলেন্ট।” উল্লেখ্য, রাজ্যপাল বোস যখন বাংলার দায়িত্বে আসেন, তখন রাজভবনে তাঁর হাতেখড়ি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সরকার পক্ষের সঙ্গে তাঁর সম্পর্কও বেশ মধুর ছিল। মুখ্যমন্ত্রী তাঁকে জেন্টলম্যান বলেছিলেন। একটি বাংলা বইও উপহার দিয়েছিলেন রাজ্যপাল বোসকে। কিন্তু তারপর হঠাৎ কী হল যে সম্পর্কটা একেবারে অন্যদিকে ঘুরে গেল?
প্রশ্ন করায় রাজ্যপাল সিভি আনন্দ বোসের ব্যাখ্যা, সম্পর্কের তিনটি স্তর থাকে। ব্যক্তিগত সম্পর্ক, পেশাদারি সম্পর্ক ও রাজনৈতিক সম্পর্ক। মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর সম্পর্ক ব্যাখ্যা করার সময় রাজ্যপাল বললেন, “ব্যক্তিগত সম্পর্ক খুব ভাল। পেশাদার সম্পর্ক যেমন হওয়া উচিত, তেমনই আছে। রাজনৈতিক সম্পর্ক নিয়ে আমার কিছু বলার নেই।”
রাজ্যপাল বোস এও জানালেন, বাংলায় এসে তিনি বাংলার প্রেমে পড়ে গিয়েছেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা উদ্ধৃত করে বললেন, “বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পুণ্য হোক পুণ্য হোক পুণ্য হোক।”