Attack on ED: গণতন্ত্র আক্রান্ত, এই পচন আমরা থামাবই: রাজ্যপাল
C V Ananda Bose: হাসপাতাল থেকে বেরিয়ে এদিনের ঘটনায় কড়া ভাষায় প্রতিক্রিয়া জানালেন রাজ্যপাল বোস। জানালেন, 'এটা আমাদের প্রত্যেকের জন্য লজ্জার। যা হয়েছে, তাতে গণতন্ত্রকে চ্যালেঞ্জ করা হয়েছে। বাংলা আক্রান্ত হয়েছে। গণতন্ত্র আক্রান্ত হয়েছে। কোনও মূল্যেই এটিকে বরদাস্ত করা যায় না।'
কলকাতা: সন্দেশখালিতে অভিযানে গিয়ে আক্রান্ত ইডি অফিসাররা ভর্তি রয়েছেন সল্টলেকের এক হাসপাতালে। সন্ধেয় আক্রান্ত ইডি অফিসারদের দেখতে হাসপাতালে আসেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। হাসপাতাল থেকে বেরিয়ে এদিনের ঘটনায় কড়া ভাষায় প্রতিক্রিয়া জানালেন রাজ্যপাল বোস। জানালেন, ‘এটা আমাদের প্রত্যেকের জন্য লজ্জার। যা হয়েছে, তাতে গণতন্ত্রকে চ্যালেঞ্জ করা হয়েছে। বাংলা আক্রান্ত হয়েছে। গণতন্ত্র আক্রান্ত হয়েছে। কোনও মূল্যেই এটিকে বরদাস্ত করা যায় না। এই পচন আমরা থামাবই। দেশের সংবিধান আছে। আইন ব্যবস্থা আছে। এই ধরনের ঘটনা যাতে বাংলায় না চলে, তা নিশ্চিত করতে আমরা সবরকম পদক্ষেপ করব।’
সন্দেশখালিতে অভিযানে গিয়ে ইডির অফিসারদের আক্রান্ত হওয়ার বিষয়ে কি প্রশাসনের সঙ্গে কোনও কথা হয়েছে রাজ্যপালের? গুঞ্জন ছড়িয়েছে তিনি মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব ও ডিজির ব্যাখ্যা জানতে চাইছেন। সেই বিষয়েও এদিন প্রশ্ন করা হয়েছিল রাজ্যপাল বোসকে। তবে তিনি এই নিয়ে কোনও মন্তব্য করতে চাননি। রাজ্যপাল জানিয়েছেন, ‘রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর মধ্যে যা কথা হয়, সেটা যতক্ষণ পর্যন্ত না অফিশিয়ালি প্রকাশিত হচ্ছে, ততক্ষণ তা গোপনীয় বিষয়। আমি আমার কাজ করেছে।’
আক্রান্ত অফিসারদের জন্য চিকিৎসার সবরকম ব্যবস্থা করা হচ্ছে বলেও জানিয়েছেন বাংলার সাংবিধানিক প্রধান। আক্রান্ত তদন্তকারী অফিসাদের ‘ব্রেভ হার্ট’ বলেও সম্বোধন করেন তিনি। বোস বললেন, “তাঁরা আইন-শৃঙ্খলার জন্য সবকিছু ত্যাগ করতে প্রস্তুত। আমরা তাঁদের কাছে ঋণী। বাংলার মানুষকে বাঁচানোর জন্য, গণতন্ত্রকে বাঁচানোর জন্য, তাঁরা যে ত্যাগ করছেন, তা মনে থাকবে।”
এদিন সন্দেশখালিতে শুধু ইডির অফিসার ও কেন্দ্রীয় বাহিনীর উপরেই হামলা হয়নি, আক্রান্ত হয়েছে সংবাদমাধ্যমও। সেই নিয়েও বেজায় অসন্তুষ্ট রাজ্যপাল সিভি আনন্দ বোস। কড়া ভাষায় বললেন, “গণতন্ত্রের উপর হামলার সবথেকে নিকৃষ্ট পথ হল সংবাদমাধ্যমের উপর হামলা। সংবাদমাধ্যমের উপর হামলা কোনওভাবেই বরদাস্ত করা যায় না। সমাজ এর উত্তর দেবে। রাজ্যপাল হিসেবে আমিও চোখ-কান খোলা রাখছি। প্রয়োজন হলে আমি কড়া পদক্ষেপ করব।”