Calcutta High Court: ‘বিচারপতিকে উপযুক্ত সুরক্ষা দিতে হবে’, পোস্টার-কাণ্ডে ক্ষুব্ধ রাজ্যপাল

Chief Justice of Calcutta High Court: কলকাতা হাইকোর্টের (Culcutta Highcourt) মতো জায়গায় কীভাবে বিক্ষোভ তা নিয়ে রীতিমত অসন্তুষ্ট রাজ্যপাল (Governor)। সব দিক থেকে বিচারব্যবস্থা রক্ষার বার্তা দিয়েছেন তিনি। সঠিক পদক্ষেপের নির্দেশ।

Calcutta High Court: 'বিচারপতিকে উপযুক্ত সুরক্ষা দিতে হবে', পোস্টার-কাণ্ডে ক্ষুব্ধ রাজ্যপাল
পোস্টার-কাণ্ডে ক্ষুব্ধ রাজ্যপাল
Follow Us:
| Edited By: | Updated on: Jan 11, 2023 | 6:47 AM

কলকাতা: বিচারপতি রাজা শেখর মান্থার এজলাসের বাইরে বিক্ষোভে মুখ্যসচিব ও পুলিশ কমিশনারকে তলব রাজ্যপাল সি ভি আনন্দ বোসের (Governor CV Ananda Bose)। রাজভবন ও প্রশাসন সূত্রে খবর, গোটা ঘটনায় ক্ষুব্ধ রাজ্যপাল। কলকাতা হাইকোর্টের (Culcutta Highcourt) মতো জায়গায় কীভাবে বিক্ষোভ তা নিয়ে রীতিমত অসন্তুষ্ট রাজ্যপাল (Governor)। সব দিক থেকে বিচারব্যবস্থা রক্ষার বার্তা দিয়েছেন তিনি। সঠিক পদক্ষেপের নির্দেশ।

সূত্রের খবর, রাজ্যপাল বলেন যে, বিচারপতিদের প্রতিটি রায় পছন্দ হবে তা নয়, কিন্তু এজলাস বয়কটের ঘটনা উচিৎ নয়। রায় পছন্দ না হলে উচ্চ-আদালতে যেতেই পারেন। বিচারপতি রাজা শেখর মান্থাকে উপযুক্ত সুরক্ষা দিতে হবে। সেই সুরক্ষা যেন বিচারপতির আস্থা অর্জন করতে পারে। বিচারপতির সুরক্ষার ব্যবস্থা করা হয়েছে কি না, এমনকী পোস্টারও খোলা হয়েছে কি না তা কলকাতা পুলিশের কমিশনারের কাছে জানতে চান রাজ্যপাল। একই সঙ্গে গোটা ঘটনা দিল্লিতে জানানোর কথাও বলেন।

অন্যদিকে, বিচারপতির বিরুদ্ধে কারা পোস্টার দিয়েছিল তা খুঁজে বের করতে তদন্ত শুরু করল লেক থানার পুলিশ। আপাতত, আদালতের অনুমতি নিয়ে অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের নামেই দায়ের মামলা। এর পাশাপাশি কলকাতা হাইকোর্টে বিক্ষোভের ঘটনায় ব্যাঙ্কসাল আদালতে এফআইআর করতে চেয়ে আবেদন পুলিশের। আবেদন মঞ্জুর হলে এফআইআর করবে হেয়ারস্ট্রিট থানা।

উল্লেখ্য, সোমবার সকালে হাইকোর্টের বিচারপতি রাজা শেখর মান্থার এজলাসের বাইরে তুমুল বিক্ষোভ শুরু হয় তৃণমূল আইনজীবীদের একাংশের। এজলাসের বাইরে গেট আটকে কোর্ট বয়কটের ডাক দেন তাঁরা। এর ফলে বিচারপতি মান্থার এজলাসে বিচার প্রক্রিয়া স্তব্ধ হয়ে যায়। উল্লেখ্য, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর একটি মামলায় বিচারপতি রাজাশেখর মান্থা রক্ষাকবচ দিয়েছিলেন। কেবল তাই নয়, তিনি এটাও নির্দেশ দিয়েছিলেন, শুভেন্দুর বিরুদ্ধে কোনও এফআইআর করতে হলে, যেন তাঁর এজলাসেই মামলা করা হয়। এই রায়ের প্রতিবাদে সোমবার  বিক্ষোভ করতে দেখা গেল তৃণমূলপন্থী আইনজীবীর একাংশকে।