AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Liquor Sale in West Bengal: মদ বিক্রিতে রাজ্যের রেকর্ড আয়! ৯ দিনে ৬৫০ কোটি এল কোষাগারে

Liquor Sale in West Bengal: প্রতিদিন গড়ে বিক্রি হয়েছে ৭০ থেকে ৭৫ কোটি টাকার মদ ও খাবার। সবথেকে বেশি বিক্রি হয়েছে ২৫ ও ২৬ ডিসেম্বর।

Liquor Sale in West Bengal: মদ বিক্রিতে রাজ্যের রেকর্ড আয়! ৯ দিনে ৬৫০ কোটি এল কোষাগারে
| Edited By: | Updated on: Jan 03, 2022 | 9:30 PM
Share

কলকাতা : মদ বিক্রিতে রাজ্যের কোষাগারে বিপুল আয়। গত বছর করোনা পরিস্থিতির কারণে সে ভাবে আয় না হলেও এ বছর মদ বিক্রিতে রেকর্ড হল রাজ্যে। বড়দিন থেকে নতুন বছরের শুরু পর্যন্ত কয়েক কোটি টাকার মদ বিক্রি হল রাজ্যে। এর থেকে রাজ্য সরকারের বিপুল আয় হয়েছে বলে জানা গিয়েছে। এ বছর ওই কয়েকটা দিন বিশেষ কড়াকড়ি ছিল না। করোনা সংক্রমণ বাড়তে শুরু করলেও বিধি- নিষেধ যে জানুয়ারি থেকে কার্যকর হবে, তা আগেই জানিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

জানা গিয়েছে ২৪ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত মদ বিক্রিতে রাজ্যে তৈরি হয়েছে নয়া রেকর্ড। এই ৯ দিনে বিভিন্ন বার ও রেস্তোরাঁয় মদ ও খাবার মোট বিক্রি হয়েছে ৬৫০ কোটি টাকার বেশি। আবগারি দফতরের পরিসংখ্যান বলছে ২৪ ডিসেম্বর থেকে প্রতিদিন গড়ে বিক্রি হয়েছে ৭০ থেকে ৭৫ কোটি টাকার মদ ও খাবার। সবথেকে বেশি বিক্রি হয়েছে ২৫ ও ২৬ ডিসেম্বর।

এ দিকে, পুজোর সময় এত বেশি মদ বিক্রি হয় যে, সাড়ে তিন মাস বাকি থাকতেই ১২ হাজার কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্য পূরণ করে ফেলে রাজ্যের আবগারি দফতর। ২০২০-২ ১ আর্থিক বছরের জন্য ১২ হাজার কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল। কিন্তু ডিসেম্বরে রাজ্য আবগারি দফতর সূত্রে জানা যায়, নির্ধারিত সময়সীমার আগেই সেই লক্ষ্যমাত্রা স্পর্শ করে ফেলে রাজ্য। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহেই সেই লক্ষ্যমাত্রা পূরণ হয়ে যায়।

করোনার প্রাদুর্ভাব যখন বাড়তে শুরু করেছিল, তখন সুরাপ্রেমীদের জন্য অনলাইনে মদ বিক্রির সুবিধাও করে দিয়েছিল রাজ্য সরকার। তাতেও ভালো প্রভাব পড়েছে বলে মনে করা হচ্ছে। সরকারি হিসেব অনুযায়ী, অনলাইনে মদ কিনেছেন এমন ব্যক্তির সংখ্যা এখন প্রায় লক্ষাধিক।

২০১৫-১৬ আর্থিক বছরে শেষ বার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা স্পর্শ করতে ব্যর্থ হয়েছিল রাজ্যের আবগারি দফতর। কিন্তু তারপর থেকে আর ঘুরে তাকাতে হয়নি। ২০১৬-১৭ আর্থিক বছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৪৬৯৮.২৯ কোটি টাকা, সেখানে আয় হয়েছিল ৫২২৬.১৬ কোটি টাকা।

২০১৭-১৮ সালে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৫৭৮১.৩৮ কোটি টাকা। অভূতপূর্ব আয়ের মুখ দেখেছিল সেই বার রাজস্ব দফতর। বছর শেষে আয় হয়েছিল ৯৩৪০.০৫ কোটি টাকা। ২০১৮-১৯ আর্থিক বছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ১০৫০৩.৪১ কোটি টাকা, আয় হয়েছিল ১০৫৯০.৭২ কোটি টাকা। ২০১৯-২০ আর্থিক বছরে লক্ষ্যমাত্রা রাখা হয়েছিল ১১০০০ কোটি টাকা, বছর শেষে আয় হয়েছিল ১১২৩৬ কোটি টাকা।

আরও পড়ুন : Local train passengers: ৫ টায় কেন বন্ধ করা হল লোকাল ট্রেন? চরম বিক্ষোভ হাওড়া স্টেশন