West Bengal HS Result 2025 Live: উচ্চ মাধ্যমিকের প্রথম পর্বে পাশের হারে এগিয়ে দক্ষিণ ২৪ পরগনা, আপনার জেলা কোন স্থানে?
West Bengal HS Uccha Madhyamik 3rd Semester Exam Result 2025 Live Updates: দুপুর সাড়ে ১২টা নাগাদ সাংবাদিক বৈঠকে বসলেন সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। বেলা দু’টো নাগাদ ওয়েবসাইটেও প্রকাশিত হল ফলাফল। সংশ্লিষ্ট ওয়েবসাইট থেকে নিজেদের ফলাফল দেখতে পারবেন পরীক্ষার্থীরা। ফলাফল দেখা যাবে টিভি৯ বাংলার ওয়েবসাইটেও।

কলকাতা: প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের প্রথম পর্বের ফল। পরীক্ষা শেষের মাত্র ৩৯ দিনের মাথায় ফল প্রকাশ করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। দুপুর সাড়ে ১২টা নাগাদ সাংবাদিক বৈঠকে বসলেন সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। বেলা দু’টো নাগাদ ওয়েবসাইটেও প্রকাশিত হল ফলাফল। সংশ্লিষ্ট ওয়েবসাইট থেকে নিজেদের ফলাফল দেখতে পারবেন পরীক্ষার্থীরা। ফলাফল দেখা যাবে টিভি৯ বাংলার ওয়েবসাইটেও।
LIVE NEWS & UPDATES
-
মেধাতালিকায় ‘প্রথম আলো’ রামকৃষ্ণ মিশন
মেধাতালিকায় জ্বলজ্বল করছে রামকৃষ্ণ মিশনের নাম। প্রথম দশে থাকা ৬৯ জনের মধ্যে ৫৫ জনই রামকৃষ্ণ মিশনের পড়ুয়া। যাঁদের মধ্য়ে ২৪ জন পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের পড়ুয়া ও ৩১ জন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের পড়ুয়া।
-
সংরক্ষিত থাকবে ওএমআর কপি
বাংলায় এই প্রথমবার উচ্চ মাধ্যমিক হল ওএমআর শিটে। পাশাপাশি, সূচনা ঘটল সেমেস্টার সিস্টেমেরও। রাজ্যে বারংবার প্রশ্নের মুখে পড়া ওএমআর সিস্টেম কি উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও নি্জের স্বচ্ছতা বজায় রাখতে পারবে? নাকি ভরাডুবি হবে এসএসসি-র মতো। এই প্রশ্নই করা হয়েছিল উচ্চ মাধ্যমিক সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্যকে। তিনি বলেন, ‘পরীক্ষার পর সমস্ত OMR শিটগুলিকে ডিজিটাল ভাবে সংরক্ষণ করা হয়েছে। আর এগুলির হার্ডকপি ৬ মাস পর্যন্ত সংরক্ষণ করা হবে। এই গোটা পর্বে ৩৮ লক্ষের অধিক ওএমআর আমাদের জমা পড়েছে।’
-
-
দ্বিতীয় হয়েছেন ১০ জন, তৃতীয় মাত্র একজন
উচ্চ মাধ্যমিকের প্রথম পর্বে মেধাতালিকায় দ্বিতীয় স্থানে জায়গা করে নিলেন মোট দশ জন। তবে তৃতীয় হয়েছেন এক জন।
-
প্রথম হয়েছেন দু’জন
প্রকাশিত হল উচ্চ মাধ্য়মিকের প্রথম পর্বের ফলাফল। মেধাতালিকায় জায়গা করে নিল মোট ৬৯ জন। যাঁদের মধ্যে প্রথম হওয়া দু’জন পরীক্ষার্থী পেয়েছেন মোট ৯৮.৯৭ শতাংশ। এই দু’জন হলেন, প্রীতম বল্লভ ও আদিত্য নারায়ণ জানা। দু’জনেই পুরুলিয়ার বাসিন্দা।
-
প্রথম দশে রয়েছেন ৬৯ জন
প্রথম দশে রয়েছেন ৬৯ জন। যাঁদের মধ্য়ে ৬৬ জন ছাত্র ও ৩ জন ছাত্রী। এছাড়াও ৬৮ জন সায়েন্স বা বিজ্ঞান বিভাগের পড়ুয়া এবং ১ জন রয়েছেন বাণিজ্য বিভাগের পড়ুয়া।
-
-
পাশের হার সবচেয়ে বেশি
চলতি বছরে মোট পাশের হার ৯৩.৭২ শতাংশ। গত বছর এই পাশের হার ছিল ৯০.৭৯ শতাংশ। ২০১১ থেকে এখনও পর্যন্ত এই পাশের হার সবচেয়ে বেশি। পাশের হারে জেলা ভিত্তিতে প্রথম হয়েছে দক্ষিণ ২৪ পরগনা। দ্বিতীয় স্থানে নদিয়া। এছাড়াও সায়েন্সে পাশের হারের ৯৮.৮ শতাংশ। কমার্সে ৯৮.১৯ শতাংশ। কলা বিভাগে ৯২.৫৪ শতাংশ।
-
দেওয়া হবে না মার্কশিটের হার্ডকপি
উচ্চ মাধ্য়মিকের প্রথম পর্বে ফলাফল দেখা যাবে দুপুর দু’টো থেকে। সংসদের সংশ্লিষ্ট ওয়েবসাইট থেকেই নিজের নিজের প্রাপ্ত নম্বর দেখে নিতে পারবেন পরীক্ষার্থীরা। তবে এই মার্কশিটের কোনও হার্ডকপি দেওয়া হবে না বলেই জানিয়েছেন সংসদ সভাপতি।
-
ভারতে প্রথম বাংলা
সংসদ সভাপতি জানিয়েছেন, ‘উচ্চ মাধ্য়মিকের সেমেস্টার পদ্ধতি ভারতবর্ষে প্রথম আয়োজন করল বাংলা। গোটা ব্যাপারটাই অনেকটা চ্যালেঞ্জিং ছিল। বিশেষ করে সেপ্টেম্বর মাসে উচ্চ মাধ্য়মিকের আয়োজন সত্যিই কঠিন ছিল। কিন্তু গোটা প্রক্রিয়া সফল ভাবে মিটেছে।’
-
শুরু হল সংসদের বৈঠক
সময়ের একটু হেরফের। সাড়ে ১২টার সামান্য পরে শুরু হল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সাংবাদিক বৈঠক। সাংবাদিকদের মুখোমুখি হলে সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য।
-
কীভাবে দেখবেন ফলাফল?
উচ্চ মাধ্যমিকের প্রথম পর্বের পরীক্ষা শুরু হয়েছিল ৮ই সেপ্টেম্বর। শেষ হয়েছিল ২২ সেপ্টেম্বর। এবার ৩৯ দিনের মাথায় প্রকাশিত হতে চলেছে ফলাফল। কিন্তু কীভাবে দেখবেন সেই রেজাল্ট? https://result.wb.gov.in এই ওয়েবসাইটে ঢুকলেই জানা যাবে পরীক্ষার ফল। নিজের নম্বর জানতে নজর রাখতে পারেন টিভি৯ বাংলার ওয়েবসাইটেও।
Published On - Oct 31,2025 12:28 PM
