WB HS Exam 2025 Results: উচ্চমাধ্যমিকের রেজাল্ট আউট, এক ক্লিকেই দেখুন থার্ড সেমিস্টারের ফলাফল
WB Higher Secondary Examination 3rd Semester Results 2025: ২০২৫ সালের উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের প্রকাশ হচ্ছে। শুক্রবার দুপুর ২টো থেকেই রেজাল্ট ডাউনলোড ও প্রিন্ট করা যাবে। তবে এবার কিন্তু কোনও মেধাতালিকা প্রকাশ করা হচ্ছে না। তৃতীয় সেমেস্টার ও চতুর্থ সেমেস্টার মিলিয়ে যে নম্বর হবে তার ভিত্তিতেই প্রকাশ করা হবে মেধাতালিকা।

সংসদ বলছে এবার পরীক্ষার্থী ছিল ৬ লক্ষ ৬০ হাজার ৩৪৩। ৯৮.৪২ শতাংশ পরীক্ষায় বসেছিল। তাদের মধ্যে ছাত্র ২ লক্ষ ৯০ হাজার ৪০৭ জন। ছাত্রী ৩ লক্ষ ৬৯ হাজার ৯৩৫ জন। পরীক্ষা দেয়নি ১.৫৮ শতাংশ মানুষ। সব মিলিয়ে অনুপস্থিত ১০ হাজার ৪৩৭ জন পরীক্ষার্থী।
আজ দুপুর ২টো থেকেই রেজাল্ট ডাউনলোড ও প্রিন্ট করা যাবে। তৃতীয় সেমিস্টারের পর চতুর্থ সেমিস্টার মিলিয়ে যে নম্বর হবে তার ভিত্তিতেই প্রকাশ করা হবে সম্পূর্ণ মেধাতালিকা। অন্যদিকে ফোর্থ সেমিস্টারের পরীক্ষা হওয়ার কথা ফেব্রুয়ারি মাসে। এই দুই সেমিস্টারের প্রাপ্ত নম্বরের যোগ ফলের ভিত্তিতেই পাশ ও ফেল নির্ধারিত হবে। তবে তৃতীয় সেমিস্টারে কারও ফল খারাপ হলে সেই পরীক্ষার্থীর জন্য চতুর্থ সেমিস্টারে ভাল করার সুযোগ থাকছে।
