AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

West Bengal HS Result 2025: শুক্রবার ফলপ্রকাশ হবে HS-এর প্রথম পর্বের, ওয়েবসাইটে কখন দেখা যাবে?

West Bengal HS Uchha Madhyamik Semester Exam Result 2025:পর্ষদ সূত্রে খবর, এইবার পরীক্ষা হয়েছে OMR শিটে। ৬ লক্ষ ৬০ হাজার ৪৪৩ জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছেন। শুক্রবার দুপুর ১২ টায় আনুষ্ঠানিকভাবে ফল করবেন উচ্চ-মাধ্যমিক সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। result.wb.gov.in এই ওয়েবসাইটে ঢুকলেই নিজেদের ফল জানা যাবে।

West Bengal HS Result 2025: শুক্রবার ফলপ্রকাশ হবে HS-এর প্রথম পর্বের, ওয়েবসাইটে কখন দেখা যাবে?
শুক্রতে ফলপ্রকাশImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Oct 31, 2025 | 7:08 AM
Share

কলকাতা: আজ, শুক্রবার ফল প্রকাশ হবে উচ্চ-মাধ্যমিকের। এই প্রথম সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা হয়েছে। শুক্রবার তার প্রথম পর্বের ফলপ্রকাশ হবে। বেলা সাড়ে বারোটায় প্রথমে প্রেস কনফারেন্স করা হবে। তারপর বেলা দু’টো থেকে ওয়েবসাইটে দেখা যাবে ফল। ফল দেখা যাবে টিভি ৯ বাংলার ওয়েবসাইটেও। দেখতে পাবেন টিভি ৯ বাংলায় সরাসরি সম্প্রচার। ৩৯ দিনের মাথায় বেরাচ্ছে প্রথম পর্বের এই ফল।

কোথায়-কোথায় ফলাফল দেখা যাবে?

www.result.shiksha

www.tv9bangla.com www.tv9hindi.com www.news9live.com

কোন অ্যাপে দেখা যাবে? TV9 News App WBCHSE Results www.result.shiksha

কবে হয়েছিল পরীক্ষা?

গত ৮ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছিল উচ্চ-মাধ্যমিক। ২২ সেপ্টেম্বর পর্যন্ত ছিল পরীক্ষা। পুরো দেশের মধ্যে এ রাজ্যেই প্রথম ক্লাস টুয়েলভে এই সেমিস্টার সিস্টেম চালু হয়েছিল বলে জানিয়েছিলেন সংসদের সভাপতি।

কত পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছেন?

জানা গিয়েছে, এই বছর ৬ লক্ষ ৬০ হাজার ৪৪৩ জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে। সংসদ বলছে, পরীক্ষা দেয়নি ১.৫৮ শতাংশ। এইবার প্রথম পরীক্ষা হয়েছে OMR শিটে। শুক্রবার দুপুর ১২ টায় আনুষ্ঠানিকভাবে ফল করবেন উচ্চ-মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। https://result.wb.gov.in এই ওয়েবসাইটে ঢুকলেই নিজেদের ফল জানা যাবে। এছাড়া টিভি ৯ বাংলার পোর্টালেও দেখা যাবে ফলাফল।

কখন ফল দেখা যাবে?

দুপুর দু’টোর রেজাল্ট ডাউনলোড ও প্রিন্ট করানো যাবে। রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে লগইন করতে হবে। তারপর সংশ্লিষ্ট স্কুলের প্রধানশিক্ষক পরবর্তীতে স্ট্যাম্পসহ স্বাক্ষর করে পরীক্ষার্থীদের হাতে তুলে দেবেন।