AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

WB HS Result 2025: কবে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট, জানিয়ে দিল সংসদ

West Bengal HS Higher Secondary 3rd Semester Result 2025: সংসদের তরফে জানানো হয়েছে, বায়োলজির যে দুটি প্রশ্ন নিয়ে বিতর্ক হয়েছিল, তা যদি কেউ উত্তর দেওয়ার চেষ্টা করেন, তাহলে নম্বর দেওয়া হবে। এই প্রথম নতুন দ্ধতিতে হল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। সেমিস্টার সিস্টেমে। সংসদের তরফে জানানো হয়েছে,  সেমিস্টার সিস্টেমে পরীক্ষার চাপ কম।

WB HS Result 2025: কবে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট, জানিয়ে দিল সংসদ
চিরঞ্জীব ভট্টাচার্য, শিক্ষা সংসদের সভাপতিImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Oct 30, 2025 | 9:52 AM
Share

কলকাতা: ৩১ অক্টোবরের আশপাশেই প্রকাশিত হবে এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল। সাংবাদিক বৈঠকে জানিয়ে দিলেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। তবে কয়েকদিন আগে পিছু হতে পারে তারিখটা। তবে আগে বেরনোর সম্ভবনা কম। ৩১ অক্টোবর কিংবা তার কয়েকদিন পরেই প্রকাশিত হবে রেজাল্ট। তিনি জানিয়ে দিয়েছেন,  খুব দ্রুত রেজাল্ট প্রকাশিত হবে। ৩৮ থেকে ৩৯ লক্ষ ওএমআর রয়েছে।  ইতিমধ্যে ওএমআর দেখার কাজ চলছে। কেন্দ্রীয়ভাবে কলকাতায় দেখা হচ্ছে।

সংসদের তরফে এও জানানো হয়েছে, ২৫ সেপ্টেম্বর নিজেরা বৈঠকে বসবেন সংসদের আধিকারিকরা। আরও কীভাবে নিজেদের কাজকর্মকে উন্নত করা যায়, তা নিয়ে আলোচনা করা হবে। সভাপতি বলেন, “কোথাও কোথাও আমাদের ছোট ছোট বিষয় পরিমার্জন করতে হবে। কোথায় কী কী রয়েছে, তারপরে সিদ্ধান্ত নেওয়া হবে।”

সংসদের তরফে জানানো হয়েছে, বায়োলজির যে দুটি প্রশ্ন নিয়ে বিতর্ক হয়েছিল, তা যদি কেউ উত্তর দেওয়ার চেষ্টা করেন, তাহলে নম্বর দেওয়া হবে। এই প্রথম নতুন পদ্ধতিতে হল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। সেমিস্টার সিস্টেমে। সংসদের তরফে জানানো হয়েছে,  সেমিস্টার সিস্টেমে পরীক্ষার চাপ কম। তাই অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যাও  অনেকটা কমেছে। এবছর ‘অনলাইন এটেনডেন্স সিস্টেম’ চালু করা হয়েছে। সবমিলিয়ে পরীক্ষার্থী ৬ লক্ষ ৬০ হাজার ৩৪৩। তাদের মধ্যে ছেলে পরীক্ষার্থী ২ লক্ষ ৯০ হাজার ৪০৭ জন। মেয়ে ৩ লক্ষ ৬৯ হাজার ৯৩৫ জন। ৯৮.৪২ শতাংশ পরীক্ষায় বসেছে। সব মিলিয়ে অনুপস্থিত ছিল ১০ হাজার ৪৩৭ জন পরীক্ষার্থী।

সংসদের তরফে জানানো হয়েছে, ১২ দিনের পরীক্ষায় মাত্র ২ জন মোবাইল নিয়ে ধরা পড়েছে পরীক্ষার হলে। ফিজিক্স পরীক্ষার দিন জগৎবল্লভপুর হাই স্কুলের ছাত্রী মোবাইল নিয়ে ধরা পরে তার পরীক্ষা বাতিল করা হয়েছে। পলিটিক্যাল সায়েন্সের পরীক্ষায় নদিয়ার এক ছাত্র মোবাইল ফোন নিয়ে ধরা পড়ায়, তার পরীক্ষা বাতিল হয়েছে। এছাড়া সন্তোষপুর হাইস্কুলের এক ছাত্রী দুর্ব্যবহার করার জন্য পরীক্ষা বাতিল করা হয়েছে।

বিগত দুই বছরের তুলনায় এটা অনেক কম । ২০২৪ সালের তুলনায় এই সংখ্যাটাও অনেকটাই কম। সংসদের তরফ থেকে জানানো হয়েছে, OMR শিট নিয়ে খুব ভাল ভাবে পরীক্ষা দিয়েছে পরীক্ষার্থীরা । কোনও সমস্যা হয়নি।