কলকাতা: বাজেট অধিবেশনের (Bengal Budget) আগে মূলত নতুন বিধায়কদের জন্য ওরিয়েন্টেশন ক্লাসের আয়োজন করা হয়েছিল বিধানসভার তরফে। বিধানসভায় আচরণ কেমন হবে, কীভাবে প্রশ্ন করতে হয়, কেমনভাবে মোশন প্রস্তাব আনতে হয় যাবতীয় শেখানোর ব্যবস্থা করা হয়। ছিলেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, রাজ্যের মন্ত্রী মানস ভুঁইয়া, সাংসদ সৌগত রায়রা। সোমবার ছিল সেই ক্লাস। তবে সেখানে বিধায়কদের উপস্থিতি মোটেই সন্তোষজনক নয়। সরকারপক্ষ হোক বা বিরোধী শিবির, খুবই কম সংখ্যক বিধায়ককে দেখা যায় সেখানে। অথচ দু’পক্ষেই নতুন বিধায়কের সংখ্যা নেহাত কম নয়। বিজেপির তরফে জনা পাঁচেক বিধায়ক উপস্থিত ছিলেন এদিন। বিরোধী দলের মুখ্যসচেতক মনোজ টিগ্গা ঘণ্টা দু’য়েকের জন্য সেই ক্লাসে গেলেও, দিনভর ফাঁকা থেকেছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আসন। অন্যদিকে শাসকদলেরও মুখ অনেকটাই কম। ২৯৪ আসনের মধ্যে দুই বিধায়ক সাধন পাণ্ডে ও সুব্রত সাহা প্রয়াত। এই দুই আসন বাদ দিলে ২৯২ জন বিধায়ক এখন। অথচ সোমবার দিনের শেষে রেজিস্ট্রেশনের খাতায় ১০২ জনের সই ছিল। বিধানসভার নয়া প্ল্যাটিনাম জুবিলি মেমোরিয়াল বিল্ডিংয়ে এই ক্লাস চলে। তবে এক ঘরে একসঙ্গে ৪০ জনের বেশি কাউকে দেখা যায়নি। অর্থাৎ একজন এসেছেন, কিছুক্ষণ থেকে চলে গিয়েছেন। চাকদহের বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষ এদিন আবার এক কাণ্ড করেন। তিনি এসেছিলেন। রেজিস্ট্রারে সইও করেন। এরপর ওরিয়েন্টেশনের হলঘরে ঢুকে দেখেন একজনও বিজেপি বিধায়ক সেখানে নেই। এরপরই বেরিয়ে যান তিনি।
বাইরে বেরিয়ে রেজিস্ট্রেশন খাতায় সইখানা কেটেও দেন। এদিকে ততক্ষণে বিজেপি বিধায়ককে দেখে ছুটে এসেছেন সাংবাদিকরা। জানতে চান নাম কাটার কারণ। বিজেপি বিধায়ক বলেন, তিনি ত্রিপুরা থেকে এসেছেন। তিনি কিছু জানেন না। এসে দেখলেন দলের কেউ নেই। তাই নাম সই করলেও তা কেটে দিলেন। এদিকে বঙ্কিম ঘোষ যখন এই কথা বলছেন, সেই সময়ই মনোজ টিগ্গার নেতৃত্বে আরও তিন বিধায়ক অশোক লাহিড়ী, বিশ্বনাথ কারক এবং পার্থসারথি চট্টোপাধ্যায় আসছেন হলঘরের দিকে। তাঁরা সই করে ভিতরে ঢুকলে সঙ্গে যান বঙ্কিম ঘোষও। তবে সই আর তিনি করেননি।
বিধায়ক পার্থসারথি চট্টোপাধ্যায় বলেন, আরও লোক আসত কয়েকদিন আগে জানালে। যদিও তাঁর দলেরই আরেক বিধায়ক অগ্নিমিত্রা পল জানিয়েছিলেন, ত্রিপুরায় দলের অনেক বিধায়কই প্রচারে থাকবেন। তবে নতুন যাঁরা, দল তাঁদের এই ওরিয়েন্টশন ক্লাসে যাওয়ার কথা বলেছে। বঙ্কিম ঘোষ জানলেনই না কখন তাঁর দলের বিধায়করা বিধানসভায় আসছেন। রাজনীতির কারবারিরা প্রশ্ন তুলছেন, এটা কি বঙ্গ বিজেপির সমন্বয়ের অভাবের ফল?
বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, “বিরোধী-সরকার পক্ষ সকলকে নিয়ে বিধানসভা। সবাইকেই বলা হয়েছে। আজ খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। সকলের উপস্থিতিই বাঞ্ছনীয় ছিল।” এই ক্লাসে ছিলেন তৃণমূলের লাভলি মৈত্র। তিনি বলেন, “আমরা একেবারে নতুন। অনেক কিছু শিখতে পেরেছি। এখানে অনেক কিছু শেখার। বাজেট অধিবেশন খুবই গুরুত্বপূর্ণ। তার আগে এরকম একটা ক্লাস খুব দরকারি। আমার মনে হয় সকলেরই আসা উচিত ছিল। বিশেষ করে যারা নতুন।” যদিও বিজেপির মনোজ টিগ্গার বক্তব্য, “আমরা গিয়েছিলাম। দীর্ঘদিনের সাংসদ সৌগত রায়ের মূল্যবান বক্তব্য শুনলাম। পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়েরও বক্তব্য শুনলাম। আমাদের অনেক বিধায়ক ত্রিপুরার ভোটে ব্যস্ত। অনেকে আসতে পারেননি।”