Abhishek Banerjee: শহিদ মিনারে ডিএ আন্দোলন, কীভাবে অভিষেকের সভা হবে জানতে চায় সেনা

Abhishek Banerjee: শহিদ মিনার-সহ এই চত্বরই ভারতীয় সেনার অধীনে। ফলে সেখানে কোনও সভা করতে গেলে সেনাবাহিনীর অনুমতি লাগে।

Abhishek Banerjee: শহিদ মিনারে ডিএ আন্দোলন, কীভাবে অভিষেকের সভা হবে জানতে চায় সেনা
অভিষেক বন্দ্যোপাধ্যায়
Follow Us:
| Edited By: | Updated on: Mar 23, 2023 | 4:04 PM

কলকাতা: আগামী ২৯ মার্চ তৃণমূলের ছাত্র যুব সমাবেশ। সেই সমাবেশের প্রধান বক্তা অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। শহিদ মিনারে সেই সভা হবে। এদিকে এই শহিদ মিনারের নীচেই ধরনায় বসেছেন ডিএ আন্দোলনকারীরা। ডিএ আন্দোলন চললে কীভাবে অভিষেকের সভা হবে, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে। সূত্রের খবর, প্রশ্ন তুলেছে সেনাবাহিনী। সূত্রের দাবি, এ নিয়ে সেনাবাহিনীর সঙ্গে আলোচনা করছে তৃণমূল। সেনার তরফে প্রশ্ন, ডিএ আন্দোলনকারীরা যেহেতু অবস্থান করছেন, সেখানে কীভাবে তৃণমূলের সভা হবে? সূত্র মারফত জানা গিয়েছে, এ নিয়ে কী পরিকল্পনা জানতে চায় সেনা। আপাতত দলের পক্ষ থেকে সেনার সঙ্গে কথা বলা হচ্ছে বলেই তৃণমূল সূত্রে খবর। সূত্রের দাবি, যদি এ ক্ষেত্রে সেনার অনুমতি না মেলে, তাহলে আদালতের দ্বারস্থ হবে তৃণমূল।

শহিদ মিনার-সহ এই চত্বরই ভারতীয় সেনার অধীনে। ফলে সেখানে কোনও সভা করতে গেলে সেনাবাহিনীর অনুমতি লাগে। সূত্রের খবর, সেই অনুমতির জন্য যখন তৃণমূল কংগ্রেসের তরফে আবেদন করা হয়, সেই সময় সেনার তরফে ব্যাখ্যা চাওয়া হয়, যেখানে ডিএ আন্দোলনকারীরা ধরনায় বসে আছেন, সেখানে সভা করা নিয়ে কী পরিকল্পনা রয়েছে। স্বভাবতই, অভিষেকের সভা নিয়ে একটা জটিলতার পরিস্থিতি তৈরি হয়েছে।

সূত্রের খবর, তৃণমূল কংগ্রেসের শীর্ষনেতৃত্বের সিদ্ধান্ত, যদি অনুমতি না পাওয়া যায়। তাহলে তারা আদালতের দ্বারস্থ হবে। অর্থাৎ ২৯ মার্চের সমাবেশ করতে বদ্ধপরিকর তৃণমূল কংগ্রেস। অনুমতি নিয়ে কোনও জটিলতা তৈরি হলে সেক্ষেত্রে আইনের দ্বারস্থ হতেও প্রস্তুত তারা।