কলকাতা: শহর কলকাতার ওয়াটার বডির সমীক্ষা চলছে। সেই কাজে ঢিলেমিতে ক্ষুব্ধ মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)। মেয়র নির্দেশ দেওয়া সত্ত্বেও এখনও পর্যন্ত ‘অ্যাসেসমেন্ট’-এর কাজ সম্পন্ন হয়নি বলেই অভিযোগ। তাতেই অত্যন্ত ক্ষুব্ধ ফিরহাদ। কঠোর পদক্ষেপ করার কথাও জানান তিনি। আগামী কিছুদিনের মধ্যে যদি এই ওয়াটার বডি অ্যাসেসমেন্টের কাজ শেষ না করা হয় তাহলে, এই কাজের সঙ্গে যুক্ত আধিকারিকদের শোকজ করা হবে বলেও শুক্রবার জানান মেয়র ফিরহাদ হাকিম। তাঁর কথায়, মানুষের স্বার্থে তিনি সব করতে পারেন। কাজ না হলে হয় তিনি পদে থাকবেন, না হলে আধিকারিকরা পদে থাকবেন।
শহর কলকাতার ওয়াটার বডিগুলিকে বাঁচানোর লক্ষ্যে ইতিমধ্যেই মেয়র ফিরহাদ হাকিম নির্দেশ দিয়েছিলেন, প্রত্যেকটির পূর্ণাঙ্গ সমীক্ষা করে তা কলকাতা পুরনিগমের ওয়েব পোর্টালে তুলে দিতে হবে। এর ফলে শহর কলকাতার প্রতিটি মানুষের কাছে সমস্ত ওয়াটার বডির হদিশ এবং তার পরিমাণ ও পরিমাপ সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকবে।
কলকাতার পরিবেশের কথা ভেবেই এই পদক্ষেপ মেয়র। কিন্তু এরপরও শহরের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষের ফোন আস্তে শুরু করেছে মেয়র ফিরহাদ হাকিমের কাছে। ‘টক টু মেয়র’ অনুষ্ঠানেও প্রায় প্রতিদিনই সাধারণ মানুষ জলাজমি বুজিয়ে দেওয়া, আবর্জনায় ভরে থাকা অবস্থার কথা জানান। এতেই যথেষ্ট ক্ষুব্ধ হয়ে কঠোর সিদ্ধান্তের কথা জানান মেয়র ফিরহাদ হাকিম। এই কাজ যদি নতুন বছরের শুরুতেই শেষ না করা হয় তাহলে প্রয়োজনে তিনি আরও কঠোর সিদ্ধান্ত নেবেন বলেও জানান। সাধারণ মানুষের কথা মাথায় রেখে তিনি যে কোনও পদক্ষেপ করতে পারেন বলে এদিন জানান ফিরহাদ। প্রয়োজনে হয় মেয়র হিসাবে তিনি থাকবেন, না হলে আধিকারিকরা থাকবেন বলেও এদিন মন্তব্য করেন ফিরহাদ হাকিম।