Kalighat Kaku: ‘হাজতে যাওয়ার পর বলব’, তাহলে কি গ্রেফতারির আশঙ্কা দেখছেন ‘কালীঘাটের কাকু’

সুমন মহাপাত্র | Edited By: সায়নী জোয়ারদার

Feb 23, 2023 | 5:50 PM

Behala: ইতিমধ্যেই কুন্তল ঘোষের সঙ্গে 'কালীঘাটের কাকু'র সম্পর্ক নিয়ে নানা প্রশ্ন উঠেছে। যদিও সে সব আমলই দিতে চাননি সুজয়।

Kalighat Kaku: হাজতে যাওয়ার পর বলব, তাহলে কি গ্রেফতারির আশঙ্কা দেখছেন কালীঘাটের কাকু
'কালীঘাটের কাকু' সুজয় ভদ্র।

Follow Us

কলকাতা: রাজ্য রাজনীতির অলিন্দে তাপস মণ্ডল, কুন্তল ঘোষ বা গোপাল দলপতিদের এখন ছাপিয়ে গিয়েছেন ‘কালীঘাটের কাকু’ (Kalighater Kaku) সুজয় ভদ্র। তাঁকে নিয়ে বিভিন্ন মহলে চর্চা। এই নিয়োগকাণ্ডে তাঁর যোগ কতটা বা আদৌ যোগ আছে কি না তা নিয়েও আলোচনা নেহাত কম হচ্ছে না। এরই মধ্যে তাঁকে এই ঘটনায় যোগ নিয়ে জিজ্ঞাসা করা হলে, বলেন, “আমায় এসে থেমে যেতে হবে।” ‘কালীঘাটের কাকু’র কথা প্রথম বলেছিলেন গোপাল দলপতি। এরপর তাপস মণ্ডল নামটা সামনে আনেন। এরপরই তাঁর নাম বিকৃত করে কেউ বলছেন ‘কুজয়’, কারও কটাক্ষ, ‘অভদ্র’। এ নিয়ে সুজয় ভদ্রকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, “যারা হাজতে আছে তাদের বদনাম হয়নি? শুধু সুজয় ভদ্রর হল? এখনও তো হাজতে যাইনি। যাওয়ার পর বলব। এখনও অভিযোগ। যদি যাই তখন বলবেন, বদনাম কেন শুধু সুজয় ভদ্রের হল?”

সকলের মুখে মুখে ‘কালীঘাটের কাকু’র নাম ফেরার বিষয় নিয়ে প্রশ্ন করা হলে, সুজয় ভদ্র বলেন, “আমাকে তো আপনারা হিরো করে দিলেন। কেউ চিনত না, একটা পাতি ছেলে, লেখাপড়া করিনি, আপনারা হিরো বানিয়ে দিচ্ছেন। নাম না হোক বদনাম হল, তবু কিছু তো একটা হল।”

ইতিমধ্যেই কুন্তল ঘোষের সঙ্গে ‘কালীঘাটের কাকু’র সম্পর্ক নিয়ে নানা প্রশ্ন উঠেছে। যদিও সে সব আমলই দিতে চাননি সুজয়। অন্যদিকে কুন্তলও বৃহস্পতিবার আদালতে যাওয়ার আগে বলেন, তাঁর কাকু একজনই, বাবার ভাই। এর বাইরে কিছু নেই। উল্টে তিনি এদিনও গোপাল দলপতি, তাপস মণ্ডলদের দিকেই বল ঠেলে দিয়েছেন।

Next Article