Firhad Hakim: ‘অপদার্থ লোকেদের সঙ্গে আমি কাজ করব না’, হঠাৎই রেগে উঠলেন মেয়র ফিরহাদ…

TV9 Bangla Digital | Edited By: সায়নী জোয়ারদার

Aug 29, 2022 | 9:24 PM

Firhad Hakim: দীর্ঘ বেশ কয়েক মাস কলকাতা পুরনিগম আর্থিক সঙ্কটে ভুগছে। রাজস্ব আদায়ে গতি আনতে সোমবার মেয়র নিজেই রাজস্ব বিভাগের আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেন।

Firhad Hakim: অপদার্থ লোকেদের সঙ্গে আমি কাজ করব না, হঠাৎই রেগে উঠলেন মেয়র ফিরহাদ...
ফিরহাদ হাকিম (ফাইল ছবি)

Follow Us

কলকাতা: কলকাতা পুরনিগমে রুদ্ধদ্বার বৈঠক। সূত্রের খবর, সেই বৈঠক থেকে কড়া ভাষায় রাজস্ব বিভাগের আধিকারিকদের সতর্ক করলেন মেয়র ফিরহাদ হাকিম। সোমবার পুরনিগমে রাজস্ব বিভাগের আধিকারিকদের নিয়ে বৈঠক ছিল। সূত্রের খবর, সেই বৈঠকে মেয়র বলেন, “অপদার্থ লোকদের সঙ্গে আমি কাজ করব না। রাজস্ব আদায় না করা অপদার্থতারই শামিল। এই ধরনের অপদার্থ লোকের সঙ্গে কাজ করে পুরসভা আমি চালাতে চাই না। রাজস্ব আদায় না করলে অপদার্থ লোকগুলিকে আমি অন্যত্র সরিয়ে দিতে বাধ্য হব।”

দীর্ঘ বেশ কয়েক মাস কলকাতা পুরনিগম আর্থিক সঙ্কটে ভুগছে। রাজস্ব আদায়ে গতি আনতে সোমবার মেয়র নিজেই রাজস্ব বিভাগের আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেন। সেখানেই কলকাতা পুরসভার রাজস্বের ভয়াবহ অবস্থা দেখে রেগে যান বলে সূত্রের খবর। এরপরই আধিকারিকদের বার্তা দেন তিনি। সূত্রের খবর, এদিন মেয়রের কাছে রাজস্ব বিভাগের আধিকারিকরা জানান, বেশ কিছু রাজনৈতিক বাধ্যবাধকতা রয়েছে তাঁদের কাজের ক্ষেত্রে। এরপরই স্পষ্ট করে মেয়র জানিয়ে দেন, কোনও রং দেখতে হবে না। যা দেখানোর আমি দেখাবো। কিন্তু অপদার্থতা সহ্য করা হবে না।

এদিন বৈঠকের প্রথম থেকেই কলকাতার মেয়র ফিরহাদ হাকিম রাজস্ব আদায়ের উপরে জোর দিতে থাকেন। বিশেষ করে, যে বহুতলগুলির এখনও কর মূল্যায়ন হয়নি, সেগুলি নিয়েই সরব ছিলেন মেয়র। সূত্রের খবর, কর মূল্যায়ন বিভাগের আধিকারিকরা মেয়রকে বলেন, গার্ডেনরিচে একাধিক সমস্যার কারণে তৈরি হওয়া বহুতলের কর মূল্যায়ন করা সম্ভব হচ্ছে না। বিশেষ করে রাজনৈতিক সমস্যা মূল কারণ হয়ে দাঁড়াচ্ছে।

মেয়র তখন তাঁদের জানান, যে কোনও সমস্যা তাঁকে যেন সরাসরি জানানো হয়। কোনও বাড়ি বা বহুতল কর মূল্যায়ন থেকে বাদ থাকবে, এমন যেন না হয়। রাজস্ব আদায় না হলে কলকাতা পুরনিগমের পরিষেবা মুখ থুবড়ে পড়বে। প্রকল্প বন্ধ হয়ে যাবে। তাই রাজস্ব আদায়ের ক্ষেত্রে আরও বেশি করে জোর দেওয়ার নির্দেশ দেন আধিকারিকদের।

কলকাতা পুরনিগমের বর্তমানে গচ্ছিত তহবিলের অবস্থা সবথেকে খারাপ। ইতিমধ্যেই এই বিষয়টি জানিয়ে কলকাতা পুরনিগমের মেয়রকে বিস্তারিত রিপোর্ট দিয়েছেন কলকাতা পুরনিগমের কমিশনার বিনোদ কুমার। কলকাতা পুরনিগমের যে ক’টি বিভাগ রয়েছে, তার মধ্যে লাইসেন্স, কর মূল্যায়ন, বিল্ডিং এবং বিজ্ঞাপন, এই চারটি বিভাগ কলকাতা পুরনিগমের রাজস্ব আদায়ের ক্ষেত্রে মূল স্তম্ভ হিসাবে কাজ করে। সূত্রের খবর, বিগত কয়েক মাসে এই চারটি বিভাগই অনেকাংশেই ব্যর্থ হয়েছে লক্ষ্যমাত্রা পূরণের ক্ষেত্রে। যে কারণেই কলকাতা পুরনিগমের রাজস্ব ভাণ্ডার মুখ থুবড়ে পড়েছে বলে মনে করছেন পুরকর্তারা।

Next Article