কলকাতা: মোখার দাপট বাংলায় পড়েনি ঠিকই। কিন্তু মোখার বিপদ কাটতেই তুমুল ঝড়বৃষ্টি (Weather) কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। সোমবার বিকেল থেকে তুমুল ঝড়বৃষ্টি শুরু হয়েছে। দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকায় এদিন বিকেলে ঝড় শুরু হয়। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনাতেও বৃষ্টি হয়। কলকাতায় ঘণ্টায় ৮৪ কিমি বেগে ঝড় হয় এদিন। তিন মিনিট ধরে এই গতিবেগ ছিল ঝড়ের। অন্যদিকে দমদমে ৬২ কিমি প্রতি ঘণ্টা বেগে কালবৈশাখী হয় এদিন।
একটানা ভ্যাপসা গরমের পর এদিন দুপুর সাড়ে তিনটের পর ঘন কালো মেঘে ঢাকা পড়ে যায় বাঁকুড়ার আকাশ। পরে হালকা ঝড়, সঙ্গে দোসর হয় মুষলধারে বৃষ্টি। ঝড় বৃষ্টিতে অনেকটাই নামে তাপমাত্রার পারদ। বৃষ্টি নামে বিস্তীর্ণ জঙ্গলমহলে। কয়েকদিন ধরে ঝাড়গ্রাম জেলা জুড়ে তীব্র তাপপ্রবাহ চলছিল। এদিন বিকেল সাড়ে চারটে নাগাদ ঝাড়গ্রাম জেলা জুড়ে প্রবল ঝড়-বৃষ্টি শুরু হয়। স্বস্তির বৃষ্টি এলেও ঝড়ে বেশ কিছু ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। প্রবল ঝড় বৃষ্টি লালগড়ে বেশ কিছু মাটির ঘরের চাল উড়িয়ে নিয়ে গিয়েছে।
পূর্ব বর্ধমানেও ঝড় বৃষ্টি শুরু হয় বিকেল থেকে। ব্যাপক ঝড়ের পাশাপাশি তুমুল বৃষ্টি। ঝড়ে রাস্তার ধারে একাধিক গাছের ডাল ভেঙে পড়ে। নতুনহাট রোডের মঙ্গলকোট ঢোকার আগে তৃণমূলের একটি গেট ভেঙে পড়ে। তৃণমূলে নবজোয়ার কর্মসূচির জন্য তৈরি হওয়া তোরণ ঝড়ে ভেঙে পড়ে রাস্তার উপরে। বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টি শুরু হয় হুগলির আরামবাগে। কালবৈশাখীর ঝড়ে ভেঙে পড়ে বড় বড় গাছ। মুষলধারায় বৃষ্টি জেলার একাধিক জায়গায়।
প্রবল বর্ষণ না হলেও কালবৈশাখীর মেঘে কিছুটা স্বস্তি পেলেন পুরুলিয়ার মানুষ। সোমবার দুপুরের পর থেকেই জেলার রঘুনাথপুর-সহ বেশ কিছু জায়গায় কালো মেঘ জমতে শুরু করে। শুরু হয় ঝড়। বৃষ্টিও হয়। তবে বর্ষণ খুব বেশি হয়নি। ঝড় বৃষ্টিতে তাপমাত্রা বেশ কিছুটা নেমে যাওয়ায় স্বস্তি পান মানুষ। গত কয়েক দিন ধরেই পুরুলিয়া জেলায় গরমে নাজেহাল অবস্থা হয়েছে মানুষের। এই বৃষ্টিরই অপেক্ষায় ছিলেন সকলে।