বিধানসভার অলিন্দে কীভাবে দৃঢ় কন্ঠে রুখতে হবে শুভেন্দু-টিমকে? নতুন বিধায়কদের ‘স্পেশ্যাল ক্লাস’ তৃণমূলের

TMC Meeting In Assembly: বেলা ১২টায় রাজ্য বিধানসভার নৌসের আলি কক্ষে বসবে এই বৈঠক। দলের 'সিনিয়র' বিধায়কদের পাশাপাশি থাকবেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি।

বিধানসভার অলিন্দে কীভাবে দৃঢ় কন্ঠে রুখতে হবে শুভেন্দু-টিমকে? নতুন বিধায়কদের 'স্পেশ্যাল ক্লাস' তৃণমূলের
নিজস্ব চিত্র।
Follow Us:
| Updated on: Jul 05, 2021 | 9:01 AM

কলকাতা: নতুন বিধায়কদের বিধানসভা নিয়ে প্রশিক্ষণ দিতে চলেছে তৃণমূল পরিষদীয় দল (TMC Meeting)। সোমবার সপ্তদশ বিধানসভায় তৃণমূল পরিষদীয় দলের বৈঠক। বেলা ১২টায় রাজ্য বিধানসভার নৌসের আলি কক্ষে বসবে এই বৈঠক। দলের ‘সিনিয়র’ বিধায়কদের পাশাপাশি থাকবেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি।

বিধানসভার রীতিনীতি, বিশেষত নতুন বিধায়কদের সে সম্পর্কে অবগত করা, এই বৈঠকের অন্যতম উদ্দেশ্য। বিধায়কদের নিয়মিত উপস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই বিধানসভায় তাঁর ভাষণে রেখেছেন। কেন্দ্রের শাসকদল বিজেপি এখন রাজ্যের একমাত্র বিরোধী। প্রথম দিন থেকেই জোরালো ভূমিকা নিয়েছে শুভেন্দু অধিকারী নেতৃত্বে গেরুয়া শিবির ।

রাস্তার লড়াইয়ের পাশাপাশি তাই বিধানসভার ভেতরেও রাজনৈতিক লড়াইয়ের পরিস্থিতি এখন জোরদার। তাই নিজের দলের প্রত্যেক বিধায়ককে তাই একেবারে কড়া পাঠ দিতে চাইছেন তৃণমূল নেতৃত্ব। বিধানসভার প্রাথমিক পাঠ দিয়ে প্রথমে ভিত তৈরি, তারপর কীভাবে বিধানসভার ভিতরে বিরোধীদের সওয়ালের মুখোমুখি দৃঢ় ভাবে দাঁড়িয়ে থাকতে হয়, তা শিখিয়ে পড়িয়ে নিতে চাইছেন তাঁরা।

এবারে তৃণমূলের অনেক নতুন বিধায়ক রয়েছেন। রাজনৈতিক দক্ষতার দিক থেকে স্বাভাবিকভাবেই তাঁদের নিয়ে কোনও প্রশ্ন উঠে না, তা না হলে বিপুল ভোটে জয়ী হয়ে তাঁরা বিধানসভায় আসতে পারতেন না। তবে বিশ্লেষকরা বলছেন, এবার এমন অনেক তৃণমূল বিধায়ক রয়েছেন যাঁরা বিধানসভার ভিতরের নিয়ম কানন নিয়ে ততটাও অবগত নন। তাঁদেরই বিধানসভার রীতি সম্পর্কে ওয়াকিবহল করতে এই বৈঠক।

আরও পড়ুন: ‘বিদ্রোহ’ প্রশমনের প্রচেষ্টা! অবশেষে কান্তির মুখোমুখি বিমান-সূর্য

শুক্রবারই ডেপুটি স্পিকার নির্বাচনের পর মুখ্যমন্ত্রী তাঁর সংক্ষিপ্ত বক্তৃতায় নতুন বিধায়কদের নিয়মিত বিধানসভার অধিবেশনে যোগ দিতে বলেছেন। দলের সিনিয়র বিধায়কদের কাছ থেকে পরিষদীয় রীতিনীতি বিষয়ে শিক্ষা নেওয়ার উপরে জোর দিয়েছেন তিনি।