Panchayat Election: রবিবারের মধ্যেই রাজ্যে ঢুকে যাবে পুরো বাহিনী: সূত্র

Shrabanti Saha | Edited By: Soumya Saha

Jun 29, 2023 | 9:17 PM

State Election Commission: রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর, স্বরাষ্ট্রমন্ত্রক থেকে তাদের জানানো হয়েছে আগামী রবিবারের মধ্যেই পুরো বাহিনী ঢুকে যাবে বাংলায়।

Panchayat Election: রবিবারের মধ্যেই রাজ্যে ঢুকে যাবে পুরো বাহিনী: সূত্র
কেন্দ্রীয় বাহিনী (ফাইল ছবি)
Image Credit source: টিভি নাইন বাংলা

Follow Us

কলকাতা: পঞ্চায়েতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে। প্রথমে কমিশন যে ২২ কোম্পানি বাহিনী চেয়েছিল। পরে কমিশন থেকে আরও বাহিনী চাওয়া হয়। শেষ পর্যন্ত স্বরাষ্ট্রমন্ত্রক থেকে আরও ৩১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীতে সবুজ সংকেত দেওয়া হয়েছে। সব মিলিয়ে এখনও পর্যন্ত ৩৩৭ কোম্পানি বাহিনী। ইতিমধ্যেই রাজ্যের বেশ কিছু জায়গায় ভোটপর্বের জন্য কেন্দ্রীয় বাহিনী পৌঁছে গিয়েছে। তবে ৩১৫ কোম্পানি বাহিনী পুরো এখনও এসে পৌঁছয়নি রাজ্যে। রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর, স্বরাষ্ট্রমন্ত্রক থেকে তাদের জানানো হয়েছে আগামী রবিবারের মধ্যেই পুরো বাহিনী ঢুকে যাবে বাংলায়।

উল্লেখ্য, রাজ্য নির্বাচন কমিশন থেকে প্রথমে ২২ কোম্পানি চাওয়া হয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে। পরবর্তীতে হাইকোর্টের নির্দেশের পর কমিশনের থেকে আরও ৮০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চাওয়া হয়। সব মিলিয়ে ৮২২ কোম্পানি। কিন্তু এখনও পর্যন্ত ৩৩৭ কোম্পানি বাহিনীতেই সায় দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। বাকি ৪৮৫ কোম্পানি বাহিনী নিয়ে কী হবে, সেই ধোঁয়াশা এখনও কাটেনি। আদালতে বিচারাধীন রয়েছে বিষয়টি। সোমবার আদালতে ওই বাকি থাকা ৪৮৫ কোম্পানি বাহিনীর বিষয়ে কোনও সিদ্ধান্ত আসতে পারে বলে মনে করছে আইনজীবী মহল।

এদিকে বৃহস্পতিবার সকালেই ৩১৫ কোম্পানি বাহিনীর মধ্যে ১০ কোম্পানি বাহিনী পৌঁছে গিয়েছে বাংলায়। সিআরপিএফ-এর ১০ কোম্পানি ঢুকে গিয়েছে রাজ্যে। এই ১০ কোম্পানির মধ্যে একটি কোম্পানি বাহিনী রয়েছে মহিলা জওয়ানদের। জানা যাচ্ছে, এই দশ কোম্পানির মধ্যে ৬ কোম্পানি বাহিনী মোতায়েন হবে বীরভূমে। বাকি চার কোম্পানির মধ্যে তিনটি কোম্পানি মুর্শিদাবাদে এবং একটি কোম্পানি নদিয়ায় মোতায়েন হওয়ার কথা। মহিলা জওয়ানদের যে কোম্পানিটি এসেছে, সেটি নদিয়াতে পাঠানো হচ্ছে বলে খবর। আর কমিশন সূত্র মারফত জানা যাচ্ছে, বাকি কোম্পানি কেন্দ্রীয় বাহিনীও রবিবারের মধ্যেই রাজ্যে চলে আসবে।

Next Article