WB Primary TET 2022 Result: ২ মাসের মাথায় প্রাথমিক টেটের ফল প্রকাশ, প্রথম বর্ধমানের ইনা সিংহ

সুমন মহাপাত্র | Edited By: সায়নী জোয়ারদার

Feb 10, 2023 | 4:25 PM

Primary TET 2022: কড়া নজরদারির ঘেরাটোপে এবার প্রায় ৭ লক্ষ পরীক্ষার্থী প্রাথমিকের টেট দেন।

WB Primary TET 2022 Result: ২ মাসের মাথায় প্রাথমিক টেটের ফল প্রকাশ, প্রথম বর্ধমানের ইনা সিংহ
সাংবাদিক সম্মেলনে পর্ষদ সভাপতি গৌতম পাল।

Follow Us

কলকাতা: প্রকাশিত হল টেটের (WB Primary TET 2022 Result) ফল। গত ১১ ডিসেম্বর প্রাথমিকের টেট হয়। ঠিক দু’মাসের মাথায় শুক্রবার টেটের ফল ঘোষণা করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। পর্ষদ সভাপতি গৌতম পাল এদিন সাংবাদিক সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন। তিনি জানান, “১১ ডিসেম্বর টেট হয়েছিল। ২ মাসের মধ্যে টেটের ফল ঘোষণা করা হল। রেজিস্ট্রেশন করেছিলেন ৬ লক্ষ ৯০ হাজার ৯৩২ জন। ডিসেম্বরের ১১ তারিখে পরীক্ষা দিয়েছিলেন প্রায় ৬ লক্ষ ২০ হাজার জন। পাশ করেছেন ১ লক্ষ ৫০ হাজার ৪৯১ জন। শতাংশের নিরিখে ২৪.৩১। মহিলা পাশ করেছেন ৬৯ হাজার ৪০৮ জন। ৪৬.১২১ শতাংশ। পুরুষ পাশ করেছেন ৮১ হাজার ৭৭ জন। ৫৩.৮৭ শতাংশ। অন্যান্য পাশ করেছেন ৬ জন। ১ থেকে ১০ এর মধ্যে ১৭৭ জন রয়েছেন।”

প্রথম হয়েছেন পূর্ব বর্ধমানের ইনা সিংহ। তাঁর প্রাপ্ত নম্বর ১৫০-এর মধ্যে ১৩৩। দ্বিতীয় হয়েছেন ৪ জন। প্রাপ্ত নম্বর ১৩২। চারজনই মহিলা। হুগলির মৌনিসা কুণ্ডু, পশ্চিম মেদিনীপুরের মেঘনা চক্রবর্তী, পশ্চিম মেদিনীপুরের দীপিকা রায়, পূর্ব বর্ধমানের অদিতি মজুমদার। তৃতীয় হয়েছেন চারজন। এরমধ্যে রয়েছেন পূর্ব মেদিনীপুরের বিকাশ ভক্ত, পশ্চিম মেদিনীপুরের মনামী অধিকারী, বাঁকুড়ার প্রহ্লাদ মণ্ডল, উত্তর ২৪ পরগনার মেহেদি হাসান,। সকলেরই প্রাপ্ত নম্বর ১৩১।

শুক্রবারই ওয়েবসাইটে রেজাল্ট দেখতে পাবেন পরীক্ষার্থীরা। বেলা ৩টে থেকে ওয়েবসাইটে রেজাল্ট দেখা যাবে। ওএমআর বারকোড নম্বর-সহ ফল থাকবে সেখানে। পর্ষদ সভাপতি গৌতম পাল বলেন, “নিজের কপির সঙ্গে তুলনা করে দেখুন কোনও অসঙ্গতি আছে কি না।” সুযোগ থাকছে পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি ও ভেরিফিকেশনেরও। দু’টি ওয়েবসাইটে রেজাল্ট জানা যাবে। ওয়েবসাইটে ওএমআর শিটও দেখতে পাবেন পরীক্ষার্থীরা। প্রশ্নে ‘টেকনিক্যাল গ্লিচ’ বা প্রযুক্তিগত কোনও ত্রুটি থাকলে সকলে ৪ নম্বর করে পাবেন। রেজিস্ট্রেশন নম্বর ও জন্মের তারিখ দিয়ে ওয়েবসাইটেই রেজাল্ট দেখতে হবে। একইসঙ্গে এদিন পর্ষদ সভাপতি ঘোষণা করেন, এ বছর আবারও টেট হবে। যদিও আগেই তিনি বলেছিলেন, এবার বছর বছর টেটের কথা। একইসঙ্গে তিনি জানান, নিয়ম মেনেই নিয়োগ করা হবে।