কলকাতা: টিকা (Covid Vaccine) বণ্টনের শেষ পর্যায়ের প্রস্তুতি নিয়ে বিজ্ঞপ্তি জারি করল রাজ্য স্বাস্থ্য দফতর (West Bengal Health Department)। গতকালই কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক একটি বিবৃতিতে জানিয়েছে, টিকা বণ্টনের জন্য রাজ্য, জেলা এবং ব্লক স্তরে ত্রিস্তরীয় কমিটি গঠন করার জন্য বলা হয়েছে সকল রাজ্যগুলিকে। এদিনের বিজ্ঞপ্তিতে রাজ্য এবং জেলার পরে টিকা সরবরাহের সুবিধার্থে ব্লক টাস্ক ফোর্স (Task Force) গঠন করার কথা জানানো হয়েছে। এই টাস্ক ফোর্সের নেতৃত্বে চেয়ারম্যান হিসাবে থাকছেন বিডিও। কনভেনার করা হয়েছে ব্লক মেডিক্যাল অফিসারকে।
ওই কমিটিতে শিক্ষা, কৃষি, সেচ, বন, পূর্ত, খাদ্য প্রক্রিয়াকরণ, জনস্বাস্থ্য কারিগর, স্বনির্ভর গোষ্ঠীর দফতরের আধিকারিকদের প্রতিনিধি হিসেবে রাখা হয়েছে। এছাড়াও ইউনিসেফ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের রাখা হয়েছে টাস্ক ফোর্সে।
এই টাস্ক ফোর্সের করণীয় কী সেটাও এদিনের বিজ্ঞপ্তিতে বলে দেওয়া হয়েছে। স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, যে সকল চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের প্রথমে টিকা দেওয়া হবে বলে ঠিক করা হয়েছে, তাঁদের নামের তালিকা চূড়ান্ত করে ফেলতে হবে এই কমিটিকে। সেই তথ্যপঞ্জি তৈরির কাজ কেমন চলছে তা মেডিক্যাল অফিসারকে নজর রাখতে হবে।
এ বাদে ভ্যাকসিন সরবরাহের জন্য ‘কো-উইন’ নামের যে অ্যাপ তৈরি করা হয়েছে, সেই অ্যাপ ব্যবহারে যাতে প্রত্যেকে সড়গড় হতে পারেন, তার জন্য পৃথকভাবে প্রশিক্ষণের ব্যবস্থাও করা হচ্ছে।
এই কমিটিকে রাজ্য স্বাস্থ্য মন্ত্রক আরও জানিয়েছে, টিকাকরণ একবার শুরু হলে তা কোথায় হবে, এবং কীভাবে হবে, সেটার পরিকল্পনাও চূড়ান্ত করে ফেলতে হবে। রাজ্য জানিয়েছে, ভ্যাকসিন একবার বাজারে চলে এলে, অন্যান্য টিকাকরণ যেখানে হয়, সেখানেই করোনার ভ্যাকসিনও দেওয়া হবে। সরকারি এবং বেসরকারি উভয় ক্ষেত্রেই যাঁদের আগে ভ্যাকসিন দেওয়া হবে তাঁদেরও তালিকা তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে ওই কমিটিকে।
আরও পড়ুন: করোনা রোগীর বাড়িতে লাগানো যাবে না পোস্টার, নির্দেশ সুপ্রিম কোর্টের
গোটা প্রক্রিয়া চলাকালীন অন্যান্য স্বাস্থ্যজনিত পরিষেবা যেন ব্যাহত না হয়, সেই দিকেও নজর রাখতে বলেছে সরকার। একই সঙ্গে ভ্যাকসিনের সতর্কতা নিয়ে প্রচার চালাতে হবে ব্লকে ব্লকে। এই কাজের সঙ্গে যুক্ত আশা কর্মী এবং অন্যান্যরা তাঁদের ভাতা যাতে সময়মতো পান, লক্ষ্য দিতে হবে সেদিকেও। সমগ্র পরিকল্পনা ও ভ্যাকসিন বণ্টনের রোডম্যাপ আগামী ১৭ ডিসেম্বরের মধ্যে সেরে ফেলার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দফতর।
আরও পড়ুন: ‘অপর্যাপ্ত তথ্যে’র কারণে ছাড়পত্র পেল না ভারত বায়োটেক-সিরাম ইন্সটিটিউটের করোনা টিকা