কলকাতা: এক পিস পাতিলেবু (Lemon)। তার জন্য খরচ করতে হবে ১০ টাকা! চৈত্রের শেষবেলায় পাতিলেবু কিনতে গিয়ে হাতে ছ্যাঁকা খাচ্ছেন আম জনতা। রমজান মাস। এ সময় লেবুর চাহিদা একটু বেশিই থাকে। অন্যদিকে আবার এমন সূর্যের তেজ। নুন-লেবুর সরবত হলে তবু কিছুটা চাঙ্গা রাখা যায় শরীর। কিন্তু এক পিস লেবু ১০ টাকা দিয়ে কেনাটাও মধ্যবিত্তের পকেটের জন্য একটু চাপেরই বটে। মাঝেমধ্যেই বাজার গরম থাকে পাতিলেবুর। ১০ টাকায় তিনটে, কখনও আবার ২টো করেও বিক্রি হয় বাজারে। কিন্তু কড়কড়ে ১০ টাকার নোটের বদলে হাতে যদি এক পিস লেবু ধরিয়ে দেয় কেউ, সেটা বাড়াবাড়ি।
একদিকে গরম বাড়ছে। অন্যদিকে খুচরো বাজারে একটা পাতিলেবু বিকোচ্ছে ১০ টাকায়। মূলত দক্ষিণ ভারত থেকে কলকাতা এবং পশ্চিমবঙ্গে পাতিলেবু আমদানি করা হয়ে থাকে। কিন্তু এ বছর তামিলনাড়ু এবং কর্নাটক থেকে পর্যাপ্ত পাতিলেবু আমদানি করা হয়নি। প্রাকৃতিক দুর্যোগ সংক্রান্ত কারণে এই আমদানি না হওয়ার কারণে এ রাজ্যে অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে পাতিলেবুর দাম।
খোলাবাজারে লেবুর এমন দাম। পাইকারি বাজারের সঙ্গে যাঁরা যুক্ত রয়েছেন, তাঁদের বক্তব্য এখনই দাম কমার কোনও সম্ভাবনাও নেই। কারণ, দাম কমাতে গেলে, এক মাসের মধ্যে নতুন করে বাইরে থেকে প্রচুর পরিমাণে লেবুর আমদানি হওয়া দরকার। কিন্তু সেটার কোনও ইঙ্গিত বাজারে নেই। সেই জায়গায় আপাতত ভরসা রাখতেই হবে গুড়া লেবুর উপর।
যদিও সেই লেবুও পেতে অন্তত আরও এক মাস সময় লাগবে। অন্যান্য বছর এই লেবু ভিন দেশে রফতানি করা হয়। কিন্তু এ বছর ছবিটা অন্য হতে পারে। কারণ, পাতিলেবুর দিক থেকে মানুষ মুখ ফেরাতে বাধ্য হচ্ছেন। সেখানে গুড়া লেবুই বঙ্গে এবার ভাল বাজার পাবে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন: Anubrata Mondal at Woodburn Block: উডবার্নে ভর্তি হওয়ার কিছু নিয়ম আছে, আদৌ মানলেন অনুব্রত?