কলকাতা: আগামী চার পাঁচ দিন দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে খারাপ খবর হল, গরমের সঙ্গে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। এদিকে, উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে বৃহস্পতিবার থেকে। সপ্তাহান্তে ভারী বৃষ্টির পূর্বাভাস দার্জিলিং-সহ উপরের পাঁচ জেলায়।
অন্ধ্র প্রদেশ ও ওড়িশা উপকূলে নিম্নচাপ শক্তি হারিয়ে ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে। গুজরাট থেকে নিম্নচাপ অক্ষরেখা ওড়িশা ও ছত্তীসগঢ়ের ওপর দিয়ে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। গুজরাটের সৌরাষ্ট্র উপকূলে তৈরি হয়েছে নিম্নচাপ। এর ফলে দক্ষিণবঙ্গে এখনই না হলেও উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ঘর্মাক্ত হতে হবে দক্ষিণবঙ্গের বাসিন্দাদের।
বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বেশি হবে। আলিপুরদুয়ারে প্রবল বৃষ্টির সম্ভাবনা শুক্রবার। ভারী থেকে অতি ভারী বৃষ্টি জলপাইগুড়ি এবং কোচবিহারে। শুক্র ও শনিবারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আরও পড়ুন: খাটের ওপর বৃদ্ধের পচাগলা দেহ, আগলে বসে স্ত্রী-মেয়ে! বাগবাজারে ফিরল রবিনসন স্ট্রিটের স্মৃতি
আজ, বুধবার কলকাতায় মেঘলা আকাশ থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৭. ৩ ডিগ্রি সেলসিয়াস। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯১ শতাংশ। বৃষ্টি হয়েছে সামান্য ১০ মিলিমিটার।