Ex-CM Siddhartha Shankar Ray: ‘হেরিটেজ’ তকমা পেতে চলেছে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ি
১৯০০ সালে নির্মিত বাড়িটি বর্তমানে হাজরা এলাকার 'ল্যান্ডমার্ক' হয়ে উঠেছে। মহাত্মা গান্ধী, ইন্দিরা গান্ধী এবং পণ্ডিত রবি শঙ্করের মতো ব্যক্তিত্বও এসেছিলেন।
কলকাতা: রাজ্যের ‘হেরিটেজ’ তকমা পেতে চলেছে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শঙ্কর রায়ের বাড়ি (Ex CM Siddhartha Shankar Ray)। রাজ্যের ৭ম মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শঙ্কর রায়ের দক্ষিণ কলকাতার বাড়িটিকে হেরিটেজ তকমা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুর নিগম (KMC)। সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন স্থানীয় কাউন্সিলর সন্দীপ রঞ্জন বক্সি। আগামী সপ্তাহেই সরকারিভাবে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করা হবে বলেও তিনি জানিয়েছেন।
দক্ষিণ কলকাতার হাজরা এলাকায় প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শঙ্কর রায়ের দোতলা বাড়ি রয়েছে। ১৯০০ সালে নির্মিত বাড়িটি বর্তমানে এলাকার ‘ল্যান্ডমার্ক’ হয়ে উঠেছে। এই বাড়িটি কেবল রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ি নয়, এটির অনেক ইতিহাসও রয়েছে। মহাত্মা গান্ধী থেকে ইন্দিরা গান্ধী এই বাড়িতে এসেছিলেন। সেজন্যই এই বাড়িটিকে ‘হেরিটেজ’ তকমা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে KMC-র হেরিটেজ কনজার্ভেশন কমিটি।
হাজরার ওই এলাকার কাউন্সিলর তথা কলকাতা পুর নিগমের মেয়র-ইন কাউন্সিলর সন্দীপ রঞ্জন বক্সি বলেন, “যে বাড়িটিতে সিদ্ধার্থ শঙ্কর রায় থাকতেন, সেখানে মহাত্মা গান্ধী, ইন্দিরা গান্ধী এবং পণ্ডিত রবি শঙ্করের মতো ব্যক্তিত্বও এসেছিলেন। এটা ইতিহাসের একটা অংশ। তাই আমরা শহরের হেরিটেজ এলাকা হিসাবে বাড়িটি সংরক্ষণের সিদ্ধান্ত নিয়েছি। KMC-র হেরিটেজ কনজার্ভেশন কমিটি বাড়িটি সংরক্ষণের সিদ্ধান্ত নিয়েছে।”
বর্তমানে অবশ্য বাড়িটির মালিক রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শঙ্কর রায়ের নাতি অয়ন রায়। তিনি বোনের সঙ্গে বাড়িটিতে হোমস্টে করেছেন। বাড়িটির হেরিটেজ তকমা দেওয়ার সিদ্ধান্ত প্রসঙ্গে এখনই কিছু বলতে নারাজ অয়নবাবু। কলকাতা পুর নিগমের তরফে এই বিষয়ে নোটিশ পাওয়ার পরই এই বিষয়ে প্রতিক্রিয়া দেবেন বলে জানিয়েছেন। আগামী সপ্তাহেই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ি হেরিটেজ তকমা দেওয়ার বিষয়ে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন স্থানীয় কাউন্সিলর।