AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kunal Ghosh: ‘শকুনদের কর্মসূচি ছিল, মৃত্যুর মার্কেটিংয়ে নেমেছে বিরোধীদের টুকরে টুকরে গ্যাং’, তুলোধনা কুণালের

Kunal Ghosh: বিজেপি নেতা কৌস্তভ বাগচি বলছেন, তিলোত্তমার মা-বাবার ডাকা শান্তিপূর্ণ অভিযানের উপরে কীভাবে পুলিশ বর্বরোচিত আক্রমণ চালিয়েছে তা সকলেই দেখেছেন। তীব্র ক্ষোভ প্রকাশ করেন পুলিশের বিরুদ্ধে।

Kunal Ghosh: ‘শকুনদের কর্মসূচি ছিল, মৃত্যুর মার্কেটিংয়ে নেমেছে বিরোধীদের টুকরে টুকরে গ্যাং’, তুলোধনা কুণালের
তীব্র কটাক্ষ কুণালের Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Aug 09, 2025 | 7:45 PM
Share

কলকাতা: ‘এটা শকুনদের কর্মসূচি ছিল’, নবান্ন অভিযানের প্রসঙ্গ উঠতেই রেগে লাল তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। কার্যত তোপের বন্য বইয়ে দিলেন বিজেপির বিরুদ্ধে। কুণালের সাফ দাবি, তিলোত্তমার মা-বাবার আবেগকে বিপথে চালিত করার চেষ্টা করছে বিজেপি। রীতিমতো ক্ষোভের সুরে বললেন, “একটা মৃত্যুর মার্কেটিংয়ে নেমেছে বিরোধীদের টুকরে টুকরে গ্যাং।”

এদিন গোটা সাংবাদিক বৈঠকেই একেবারে নজরবিহীনভাবে বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন। বললনে, “এটা শকুনদের কর্মসূচি ছিল। কিছু শকুনের কর্মসূচি ছিল। তাঁরা মা-বাবার আবেগকে বিপথে চালিত করছে। তিলোত্তমার ঘটনা খুব করার। পুলিশ অ্যাকশন নিয়েছে। মুখ্যমন্ত্রী যা করার করেছেন। তদন্ত চলছিল। সেই সময় সিবিআই নিয়ে চলে এসেছে। বাকি সিবিআই তদন্ত করেছে। ট্রায়াল কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্টে বিচার হয়েছে।” 

যদিও বিজেপি নেতা কৌস্তভ বাগচি বলছেন, তিলোত্তমার মা-বাবার ডাকা শান্তিপূর্ণ অভিযানের উপরে কীভাবে পুলিশ বর্বরোচিত আক্রমণ চালিয়েছে তা সকলেই দেখেছেন। তিলোত্তমার মায়ের মাথায় এমন আঘাত করেছে যে তিনি এই মুহূর্তে হাসপাতালে চিকিসাধীন। 

কুণাল ঘোষের যদিও জোরাল দাবি, বিজেপি নেতারা আসলে এই মৃত্যুকে সাননে রেখে ফুটেজ খেতে ব্যস্ত। সাংবাদিক বৈঠকেই বললেন, “একপক্ষ মা-বাবাকে সামনে ফেলে দিয়ে তাঁদের ধস্তাধস্তির শিকার করে প্রচার চাইছে। আর টুকরো বলছে চলো আমরা হাজরা থেকে হাঁটি তাহলে আমাদেরও ছবি উঠবে। ফলে কিছু টুকরে টুকরে গ্যাং তাঁদের নিজেদের ধান্দায়, নিজেদের লাভের জন্য একটা মৃত্যুর মার্কেটিং করছে।”