কলকাতা: রাজভবনে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান। আর সেই অনুষ্ঠানে কলকাতা পুলিশের ব্যান্ডকে রাজভবনে ঢুকতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। হস্তক্ষেপ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘটনা নিয়ে চাপানউতোর তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে বিষয়টি খোলসা করলেন রাজ্যপালের ওএসডি সন্দীপ কুমার সিং।
রবিবার ৭৬তম প্রজাতন্ত্র দিবসে রাজভবনেও অনুষ্ঠান হয়। সেই অনুষ্ঠানে অন্য বছরের মতো এ বারও ‘পারফর্ম’ করতে পৌঁছয় কলকাতা পুলিশের একটি ব্যান্ড। রাজভবনে ঢোকার একাধিক গেট। কে কোন গেট দিয়ে ঢুকবে, তা নির্দিষ্ট করে বলা থাকে। কলকাতা পুলিশের ব্যান্ডকে ঢুকতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। এরপর মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে রাজভবনে ঢোকে কলকাতা পুলিশের ব্যান্ড। পারফর্মও করে তারা।
এই নিয়ে চাপানউতোর তৈরি হতেই রাতে রাজভবনের তরফে বিবৃতি দেন রাজ্যপালের ওএসডি সন্দীপ কুমার সিং। তিনি বলেন, “অ্যাট হোম অনুষ্ঠানে কলকাতা পুলিশের ব্যান্ডকে আলাদা একটা জায়গা বরাদ্দ করা হয়েছিল। যেখানে নিয়মিত পারফর্ম করা হয়, সেখানে দেওয়া হয়নি। বিষয়টি আমার নজরে আসতেই হস্তক্ষেপ করি। কলকাতা পুলিশের ব্যান্ডকে উপযুক্ত জায়গা দেওয়া হয়। সেখানে তারা পারফর্ম করে। মুখ্যমন্ত্রীকে বিষয়টি আমি ব্যাখ্যা করেছি। তিনি কলকাতা পুলিশের ব্যান্ডের অনুষ্ঠানও কিছুক্ষণ দেখেন। রাজ্যপালকে বিষয়টি জানাতে তিনি নির্দেশ দেন, আগে থেকে যেসব অনুষ্ঠানের সূচি রয়েছে, সেগুলো চিফ অব স্টাফের অগ্রিম অনুমতি সাপেক্ষেই হওয়া উচিত।”
এর আগে সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ লিখেছিলেন, “কলকাতা পুলিশের ব্যান্ড নেই কেন? সাধারণতন্ত্র দিবসে রাজভবনের অনুষ্ঠানে ঢুকেই প্রশ্ন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গেল, সীমা সুরক্ষা বলের ব্যান্ডকে দিয়ে বাজাচ্ছে রাজভবন। চিরাচরিতপ্রথায় কলকাতা পুলিশের ব্যান্ডকে ঢুকতে দেওয়া হয়নি। মুখ্যমন্ত্রী নিজে এগিয়ে গেলেন। তাদের ডেকে আনলেন। নিজে দাঁড়িয়ে শুনলেন।”