Winter Weather: ১ জানুয়ারি থেকেই ঘুরে যাবে শীতের খেলা? কী বলছে আবহাওয়া দফতর?
Weather Update: দক্ষিণবঙ্গে আগামী দু’দিন সকালের দিকে হালকা কুয়াশা থাকবে, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার প্রভাব কমে যাবে। আগামী ১ তারিখ থেকে অর্থাৎ নতুন বছর থেকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই আবার কুয়াশার দাপট বাড়বে।

কলকাতা: কাঁপুনি ধরাচ্ছে শীত। একটানা রেকর্ড করেই চলেছে কলকাতার ঠান্ডা। আবহাওয়া দফতর বলছে আগামী সাতদিন গোটা দক্ষিণবঙ্গে মূলত শুষ্ক আবহাওয়া থাকছে। তবে আগামী তিনদিনে দার্জিলিংয়ে বিক্ষিপ্ত বৃষ্টির সঙ্গে তুষারপাতের সম্ভাবনাও থাকছে।হালকা বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে। আগামী চারদিন গোটা উত্তরবঙ্গেই কুয়াশার দাপট চলবে। কোথাও হালকা, আবার কোথাও ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উত্তর দিনাজপুর, দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহারে ঘন কুয়াশার দাপট থাকতে পারে। উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলিতে তুলনামূলকভাবে হালকা কুয়াশা দেখা যাবে। তবে আগামী চারদিন উত্তরবঙ্গে তাপমাত্রায় তেমন কোনও বড় পরিবর্তনের সম্ভাবনা নেই।
অন্যদিকে দক্ষিণবঙ্গে আগামী দুদিন সকালের দিকে হালকা কুয়াশা থাকবে, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার প্রভাব কমে যাবে। আগামী ১ তারিখ থেকে অর্থাৎ নতুন বছর থেকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই আবার কুয়াশার দাপট বাড়বে। একইসঙ্গে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। বেশিরভাগ ক্ষেত্রে দিনের তাপমাত্রাই ঊর্ধ্বমুখী হবে।
বছরের শেষ দিন ৩১ ডিসেম্বর বুধবার কলকাতাতে সর্বনিম্ন তাপমাত্রা ১২ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। ১ থেকে ৩ তারিখের মধ্যে কলকাতার তাপমাত্রা ১৪ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করতে পারে। কলকাতাতেও আগামী তিনদিন সকালের দিকে কুয়াশার প্রভাব বজায় থাকবে থাকবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। তবে কুয়াশার দাপট চললেও আপাতত দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টির কোনও সম্ভাবনা থাকছে না। উপকূলবর্তী জেলাগুলিতে কুয়াশা বেশি থাকবে।
