AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bangladesh: বাংলাদেশ যাচ্ছেন ভারতের বিদেশমন্ত্রী, আসছেন পাকিস্তানের বিদেশমন্ত্রীও, কেন?

Khaleda Zia's Demise: বিএনপি নেত্রীকে শেষ শ্রদ্ধা জানাতে ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া অ্যাভিনিউয়ে জানাজার ব্যবস্থা করা হয়েছে। খালেদা জিয়ার স্বামী তথা বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশেই তাঁকে কবর দেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Bangladesh: বাংলাদেশ যাচ্ছেন ভারতের বিদেশমন্ত্রী, আসছেন পাকিস্তানের বিদেশমন্ত্রীও, কেন?
ফাইল চিত্র।Image Credit: X
| Updated on: Dec 30, 2025 | 7:04 PM
Share

ঢাকা: খালেদা জিয়ার প্রয়াণে মিলে গেল তিন পড়শি দেশ। প্রয়াত বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিএনপি নেত্রী খালেদা জিয়া। আগামিকাল, ৩১ ডিসেম্বর রাষ্ট্রীয় সম্মানে তাঁর শেষকৃত্য হবে। খালেদা জিয়ার শেষকৃত্যে যাবেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। অন্যদিকে, পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও বিদেশমন্ত্রী ইশাক দরও উপস্থিত থাকবেন।

ভারত-বাংলাদেশের টানাপোড়েন সম্পর্কের মাঝেই বড় পদক্ষেপ মোদী সরকারের। খালেদা জিয়ার শেষকৃত্যে যাচ্ছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। কেন্দ্রের এই পদক্ষেপ ঢাকার সঙ্গে সম্পর্ক শোধরানোর প্রচেষ্টা বলেই মনে করা হচ্ছে।

তবে শুধু ভারতের বিদেশমন্ত্রীই নন, পাকিস্তানের বিদেশমন্ত্রী তথা উপপ্রধানমন্ত্রী ইশাক দরও বাংলাদেশে যাবেন বুধলবার। ঢাকায় পাকিস্তান হাইকমিশন সূত্রেই এই খবর জানা গিয়েছে। 

খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশে তিনদিনের রাষ্ট্রীয় শোকের ঘোষণা করা হয়েছে। আগামিকাল, বুধবার দেশজুড়ে ছুটিও ঘোষণা করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস।

বিএনপি নেত্রীকে শেষ শ্রদ্ধা জানাতে ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া অ্যাভিনিউয়ে জানাজার ব্যবস্থা করা হয়েছে। খালেদা জিয়ার স্বামী তথা বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশেই তাঁকে কবর দেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের নেত্রীর প্রয়াণে বিএনপির পক্ষ থেকে সাতদিন ধরে শোকপালন করা হবে। সাতদিন সকলে কালো ব্যাজ পরবেন। দলীয় কার্যালয়গুলিতে কালো পতাকা ওড়ানো হবে।