কলকাতা: পুজোয় মেতেছে বাংলা। শুরু হয়ে গিয়েছে প্যান্ডেল হপিং, সঙ্গে দেদার খাওয়া-দাওয়া। এদিকে প্রতি বছরই পুজোতে শহরতলি, মফঃস্বল, গ্রাম থেকে বহু মানুষ ভিড় জমান কলকাতার ঠাকুর দেখতে। অন্য়দিকে শহর থেকেও ভ্রমণের উদ্দেশ্যে দূর-দূরান্তে পুজোর সময় পাড়ি দেন অনেক মানুষ। তাই বাড়িত ট্রেন প্রতি বছরই চালায় রেল। এবারও একই ছবি। শিয়ালদহ থেকে চলছে ২০ স্পেশ্যাল সাব আর্বান ট্রেন। ৮ থেকে ১৩ তারিখ পর্যন্ত চলবে এই স্পেশ্যাল ট্রেন। বেশিরভাগ ট্রেনই দর্শনার্থীদের কথা মাথায় রেখে মধ্যরাতে রাখা হয়েছে।
তালিকায় থাকছে শিয়ালদহ-রানাঘাট, শিয়ালদহ নৈহাটি, রানাঘাট-কৃষ্ণনগর, শিয়ালদহ-বনগাঁ, শিয়ালদহ-ডানকুনি, শিয়ালদহ-বারুইপুুর, শিয়ালদহ-বজবজ লোকাল। সবই চলবে রাত ১২টার পরে। চলবে ভোর রাত পর্যন্ত।
অন্যদিকে ১৫টি ট্রেন আবার বাতিল করা হয়েছে ৯, ১০, ১১, ১২, ১৬ তারিখে। তালিকায় আছে 33437, 33438, 33401, 33366, 33801, 31636, 31712, 31711, 31801, 31838, 31601, 31634, 34502, 34355 34602 লোকাল। তবে শুধু শিয়ালদহ নয়, পুজো উপলক্ষে হাওড়া থেকেও চলছে বেশ কিছু স্পেশ্যাল ট্রেন। একই ছবি মেট্রোর ক্ষেত্রেও। পুজো উপলক্ষে প্রতিবারের মতো এবারও স্পেশ্যাল মেট্রো চালছে। সেই সূচিও ইতিমধ্যেই সামনে এসেছে।