AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Messi in Kolkata: মেসি-দর্শন অধরা, এখনও থমথমে যুবভারতী! কবে রিপোর্ট দিচ্ছে তদন্ত কমিটি?

Lionel Messi: দায়িত্ব পেতে না পেতেই তৎপর হতে দেখা গেল মুখ্যসচিব মনোজ কুমার পন্থ এবং স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তীকে। দু’জনেই গেলেন অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়ের কালীঘাটের বাড়ি। কী বললেন?

Messi in Kolkata: মেসি-দর্শন অধরা, এখনও থমথমে যুবভারতী! কবে রিপোর্ট দিচ্ছে তদন্ত কমিটি?
কী বলছেন মুখ্যসচিব? Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Dec 13, 2025 | 8:56 PM
Share

কলকাতা: অধরা মেসি-দর্শন। চরম বিশৃঙ্খলার ছবি দেখা গেল যুবভারতীতে। দর্শকদের ক্ষোভের আগুন তাণ্ডব গোটা স্টেডিয়ামেই। স্টেডিয়ামে আসতে গিয়েও মাঝপথ থেকেই ফিরে যেতে হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়কে। কলকাতার এই অবস্থা নিয়ে গোটা দেশ তো বটেই গোটা বিশ্বের আঙিনাতেও জোরদার চর্চা শুরু হয়ে গিয়েছে। এরইমধ্যে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে মেসি-সহ সমস্ত দর্শকদের কাছে ক্ষমা চেয়েছেন মমতা। তখনই ঘোষণা করেন তদন্ত কমিটি তৈরির কথা।  

দায়িত্ব পেতে না পেতেই তৎপর হতে দেখা গেল মুখ্যসচিব মনোজ কুমার পন্থ এবং স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তীকে। দু’জনেই গেলেন অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়ের কালীঘাটের বাড়ি। তিনিই এই তদন্ত কমিটির সভাপতিত্ব করছেন। তবে বৈঠক নিয়ে খুব বেশি কথা বলতে চাননি মুখ্যসচিব। শুধু বলেন, প্রাথমিকভাবে আলোচনায় বসেছিলাম। আলোচনা হয়েছে। পরবর্তীকালে এই কাজ আরও এগোনো হবে।  

কিন্তু কবে জমা পড়বে রিপোর্ট? কমিটির সভাপতির দায়িত্বে থাকা অবসরপ্রাপ্ত বিচারপতি বললেন, “আগামী দুই সপ্তাহের মধ্যে চেষ্টা করা হচ্ছে রিপোর্ট জমা দেওয়ার। ঘটনাস্থলে যাওয়া হবে। প্রয়োজনে দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিক এবং কর্তাদের সঙ্গে কথা বলা হবে। যেহেতু প্রাথমিকভাবে আলোচনা হয়েছে আজ, তাই বেশি কিছু বলার জায়গা নেই।” তবে তদন্ত যে দ্রুত শেষ করতে বলা হয়েছে তাও এদিন জানান তিনি। তবে তিনি এও বলেন, “এখনই কে দোষী কে দোষী নয় তা মূল্যায়ন করা সম্ভব নয়। তদন্ত শুরু হোক তারপরেই গোটা বিষয়টি পরিস্কার হবে।” এদিকে এদিনই অনুষ্ঠানের মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকে প্রথমে আটক করে পুলিশ। তারপর গ্রেফতার করা হয়েছে।