Tapas Roy-ED Raid: হঠাৎ কী এমন হল, ‘স্বচ্ছ ভাবমূর্তির’ তাপস রায়ের বাড়িতে ছুটল ED

সুজয় পাল | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jan 12, 2024 | 12:22 PM

Tapas Roy: ইডি সূত্রের খবর, এদিন মূলত পুর নিয়োগ দুর্নীতির তদন্তেই এই তল্লাশি চালানো হচ্ছে। সেই সূত্রেই উত্তর দমদমের প্রাক্তন পুরপ্রধান সুবোধ চক্রবর্তী ও দক্ষিণ দমদমের প্রাক্তন উপ পুরপ্রধান সুজিত বসুর বাড়িতে গিয়েছে ইডি। কিন্তু প্রশ্ন হল, তাপস রায়ের বাড়িতে কেন?

Tapas Roy-ED Raid: হঠাৎ কী এমন হল, স্বচ্ছ ভাবমূর্তির তাপস রায়ের বাড়িতে ছুটল ED
তাপস রায়
Image Credit source: GFX- TV9 Bangla

Follow Us

কলকাতা: দীর্ঘদিনের পোড়খাওয়া রাজনীতিক তাপস রায়। রাজনৈতিক বিভিন্ন বিষয়ে প্রতিক্রিয়া দিতে দেখা যায় তাঁকে। দলের অন্দরে তরজায় জড়াতেও দেখা গিয়েছে বরানগরের বিধায়কর তাপস রায়কে। তবে দুর্নীতি? না, তেমন কোনও যোগ থাকার কথা শোনা যায়নি। গত ২ বছরে নিয়োগ থেকে রেশন- একাধিক দুর্নীতিতে নাম জড়িয়েছে শাসক দলের একাধিক নেতার। গ্রেফতার হয়েছেন পার্থ চট্টোপাধ্যায়, জীবনকৃষ্ণ সাহা। এছাড়াও কেন্দ্রীয় সংস্থার নজরে এসেছেন মলয় ঘটক থেকে ফিরহাদ হাকিম। তবে তাপস রায়ের সঙ্গে কোনও দুর্নীতির যোগ থাকার কথা শোনা যায়নি আগে। শুক্রবার সকালে তাই তাঁর বাড়ির সামনে সিআরপিএফ দেখে কিছুটা অবাক হন এলাকার বাসিন্দারা।

ইডি সূত্রের খবর, এদিন মূলত পুর নিয়োগ দুর্নীতির তদন্তেই এই তল্লাশি চালানো হচ্ছে। সেই সূত্রেই উত্তর দমদমের প্রাক্তন পুরপ্রধান সুবোধ চক্রবর্তী ও দক্ষিণ দমদমের প্রাক্তন উপ পুরপ্রধান সুজিত বসুর বাড়িতে গিয়েছে ইডি। কিন্তু প্রশ্ন হল, তাপস রায়ের বাড়িতে কেন? পুরসভার সঙ্গে তাঁর কোনও যোগ ছিল না।

সূত্রের খবর, বরানগর পুরসভার নিয়োগ নিয়ে যে বেনিয়মের অভিযোগ উঠেছে,তাতেই নাম জড়িয়েছে এলাকার বিধায়ক তাপস রায়ের। তাঁর অধীনে থাকা পুরসভা নিয়েই প্রশ্ন করতে চায় ইডি? জানা যাচ্ছে, কিছুদিন আগে ওই পুরসভার কাউন্সিলর অপর্ণা মৌলিককে জিজ্ঞাসাবাদ করেছিল ইডি। তাঁর কাছ থেকে যে তথ্য পাওয়া গিয়েছিল, সেই সূত্রেই তাপসকে নজরে রেখেছে কেন্দ্রীয় সংস্থা।

এদিন বউবাজারে বি বি গাঙ্গুলি স্ট্রিটে বিধায়কের বাড়িতে যায় ইডি। বাড়ির সঙ্গেই রয়েছে তাঁর অফিস। সেই অফিসে গিয়ে নথিপত্র দেখা হয়েছে বলে সূত্রের খবর। ইডি হানার খবর পেয়ে এদিন ছুটে যান এলাকার লোকজন। শ্যামল কর্মকার নামে এক প্রতিবেশী জানান, তিনি দীর্ঘদিন ধরে চেনেন তাপস রায়কে। তিনি বিশ্বাস করেন, তাপসের সঙ্গে দুর্নীতির কোনও যোগ থাকতে পারে না। ওই ব্যক্তি বলেন, “এটা আমার ব্যক্তিগত ধারনা শুধু নয়, আমি এ ব্যাপারে আত্মবিশ্বাসী। ওকে বদনাম করার জন্য এরকম করা হতে পারে। ও পুরসভায় যায় কি না আমার সন্দেহ আছে। আমি ওকে ছোটবেলা থেকে চিনি। তাপস অত্যন্ত সজ্জন ব্যক্তি।”

Next Article