কলকাতা: কয়েকদিনে ভালই দাপট ছিল ঠান্ডার। কলকাতা তো বটেই জাঁকিয়ে ঠান্ডা পড়েছে পুরুলিয়া, বাঁকুড়ার মতো পশ্চিমের জেলাগুলিতে। টক্কর চলেছে দার্জিলিং, কালিম্পংয়ের মতো জেলাগুলির সঙ্গে। কিন্তু, বছর শেষে ফের দুঃসংবাদ শীতপ্রেমীদের। হাওয়া অফিস বলছে, বড়দিনে জাঁকিয়ে শীতের কোনও সম্ভাবনাই আপাতত নেই। শীতের পথে কাঁটা নিম্নচাপ। এমনকী এরইমধ্যে এসে গিয়েছে বৃষ্টির পূর্বাভাসও।
আবহাওয়া দফতর বলছে শুক্রবারের পাশাপাশি শনিবারও ভিজতে পারে পশ্চিমের জেলাগুলিতে। ভিজতে পারে দুই মেদিনীপুর, দুই চব্বিশ পরগনা। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে চার জেলাতে। এছাড়াও পার্শ্ববর্তী কলকাতা, হাওড়া, হুগলি, এবং ঝাড়গ্রাম অল্প বিস্তর বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে কলকাতায় পারাপতন জারি রয়েছে। এদিন রাতে কলকাতার তাপমাত্রা থাকতে পারে ১৬ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। আগামী ৪ থেকে ৫ দিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রির আশপাশেই ঘোরাফেরা করবে।
শনিবার থেকে দেখা মিলতে পারে মেঘলা আকাশের। ২২ তারিখ কলকাতা সহ উপকূলের জেলাগুলিতে সকালে ঘন কুয়াশা হওয়ার সম্ভাবনা থাকছে। আবহাওয়া দফতর জানাচ্ছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের উপর বর্তমানে একটি নিম্নচাপ রয়েছে। সেটিই আগামী ২৪ ঘন্টায় শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপের রূপ নিতে পারে। সে কারণেই বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। নিম্নচাপের দোসর আবার পশ্চিমী ঝঞ্ঝা। দুই কারণে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। আবহাওয়াবিদরা বলছেন তাই বাধা দিচ্ছে শীতের পথে। ফলে বড়দিনে জাঁকিয়ে শীত এবার আর পড়ছে না।