কলকাতা: বিরাট কোহলির (Virat Kohli) ১০০তম টেস্ট দিন-রাতের হচ্ছে না। আর একটা টেস্ট খেললেই কেরিয়ারে দুরন্ত মাইলস্টোন স্পর্শ করবেন ভিকে। ভাবা হয়েছিল, সদ্য তিন ধরনের ক্রিকেট থেকে ক্যাপ্টেন্সি ছাড়া বিরাটের এই অনন্য কীর্তি স্মরণীয় রাখতে তাঁর ১০০তম টেস্ট দিন-রাতের করা হবে। গোলাপি বলে টেস্ট (Pink ball test) হচ্ছে ঠিকই, তবে ১০০ নয়, তা ১০১তম টেস্ট হবে বিরাটের। শ্রীলঙ্কার (India vs Sri Lanka) বিরুদ্ধে দু’টেস্টর সিরিজের প্রথম ম্যাচটা হবে মোহালিতে, ৪-৮ মার্চ। ১২-১৬ মার্চ, দ্বিতীয় টেস্ট বেঙ্গালুরুতে। কোভিডের কারণে শ্রীলঙ্কা (Sri Lanka) ক্রিকেট বোর্ড (BCCI) টি-টোয়েন্টি সিরিজ দিয়ে ভারত সফর শুরু করতে চেয়েছিল। তাদের আবেদন মেনে তাই হচ্ছে। ২৪ ফেব্রুয়ারি শুরু হচ্ছে সিরিজ। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটা লখনউয়ে। ২৬ ও ২৭ ফেব্রুয়ারি পরের দুটো টি-টোয়েন্টি ম্যাচ ধরমশালায়।
আগামী রবিবার, ২০ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টি ম্যাচ কলকাতায়। তার তিন দিন পরেই শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নামবে রোহিত শর্মার টিম। ওই তিনটে ম্যাচের পর টেস্ট সিরিজ। ঘরের মাঠে টেস্ট সিরিজের আগে সবচেয়ে বড় প্রশ্ন, ভারতের টেস্ট টিমের ক্যাপ্টেন কে হবেন? অবশ্য এ নিয়ে খুব বেশি জটিলতা নেই। রোহিতই পূর্ণাঙ্গ ক্যাপ্টেন হতে চলেছেন ভারতের। তবে টেস্ট টিম ঘোষণার আগে আনুষ্ঠানিক ভাবে নতুন ক্যাপ্টেনের কথাও ঘোষণা করতে হবে নির্বাচক মণ্ডলীকে।
শ্রীলঙ্কার বিরুদ্ধে হোম সিরিজ
প্রথম টি-টোয়েন্টি: ২৪ ফেব্রুয়ারি, লখনউ
দ্বিতীয় টি-টোয়েন্টি: ২৬ ফেব্রুয়ারি, ধরমশালা
তৃতীয় টি-টোয়েন্টি: ২৭ ফেব্রুয়ারি, ধরমশালা
প্রথম টেস্ট: ৪-৮ মার্চ, মোহালি
দ্বিতীয় টেস্ট: ১২-১৬ মার্চ (দিন-রাত), বেঙ্গালুরু
দেশের মাঠে এই নিয়ে তৃতীয় বার দিন-রাতের টেস্ট হতে চলেছে। ইডেনে বাংলাদেশের বিরুদ্ধে ২০১৯ সালে প্রথম গোলাপি বলের টেস্ট হয়েছিল। বিরাট কোহলি ওই ম্যাচে শেষ সেঞ্চুরি করেছিলেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে ঘরের মাঠে দু’টেস্টের সিরিজ সব দিক থেকে গুরুত্বপূর্ণ। ভারত দক্ষিণ আফ্রিকার সফরে গিয়ে তিন টেস্টের সিরিজ ১-২ হেরেছে। ঘরের মাঠে শ্রীলঙ্কাকে হারাতে পারলে পয়েন্ট টেবলে কিছুটা স্বস্তিদায়ক জায়গায় গিয়ে পৌঁছতে পারবেন বিরাট-রোহিতরা। বেঙ্গালুরুতে গোলাপি বলের টেস্টের দিকে এখন থেকে তাকিয়ে রয়েছেন ক্রিকেট ভক্তরা। যত দূর শোনা যাচ্ছে, টি-টোয়েন্টি এবং টেস্ট সিরিজে মাঠে দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হবে।
আরও পড়ুন : India vs West Indies t20 Series: বিরাটকে নিয়ে এ বার একটু থামুন, আর্জি রোহিতের