কলকাতা: ছয়ের ফুলঝুরি যাকে বলে, তারও বেশি যদি কিছু হয়, তা দিয়ে নাকি মাপা যেতে পারে ২৩ বছরের ক্রিকেটারকে। বাঁ হাতে ব্যাটিংয়ের পাশাপাশি বাঁ হাতি স্পিনারও। আর সেই বলে সব সময় রহস্যের গন্ধ থাকে। ভিতর ও বাইরে বল নিয়ে যেতে পারদর্শী। তাঁকে সামলাতে রীতিমতো বেগ পেতে হয় ব্যাটারদের। যাঁকে নিয়ে এত কথা, তিনি এখনও পেশাদার ক্রিকেটে পা দেননি। তার আগেই তুমুল আগ্রহ তৈরি হয়েছে রমেশ কুমারকে (Ramesh Kumar) নিয়ে। তার কারণ, এই রমেশের উঠে আসা লাল বা সাদা বলে দুরন্ত খেলে নয়, টেনিস বলে ভরপুর পারফরম্যান্স করে। ইউটিউব জুড়ে তাঁর অসংখ্য মারকাটারি ইনিংস। আর তাতেই আইপিএল নিলাম (IPL Auction 2022) থেকে ২০ লক্ষ টাকায় কেনা কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) প্লেয়ারকে নিয়ে তীব্র আগ্রহ তৈরি হয়েছে।
বাবা মুচি। মা গ্রামের বাড়ি বাড়ি প্রসাধনী দ্রব্য বিক্রি করেন। তাতেও ক্রিকেটার হওয়ার বাসনায় ভাঁটা পড়েনি। ভারতের যে কোনও শহরের, যে কোনও গ্রামের অধিকাংশ ছেলেরই ক্রিকেটে হাতখড়ি টেনিস বলে। রমেশও সে ভাবেই উঠে আসেন। কিন্তু দ্রুত হইচই ফেলে দেন। বাঁ স্পিনার অলরাউন্ডার রীতিমতো মাতিয়ে দিয়েছিলেন টেনিস বলের ভক্তদের। পাঞ্জাবের মানাসার ছেলেকে ভালোবেসে নাম দিয়েছিল ‘নারিন জালালাবাদি’। এতটাই জনপ্রিয় হয়ে গিয়েছিলেন রমেশ যে, পঞ্জাবের টেনিস বল ক্রিকেটের বাদশা হয়ে যান।
কী ভাবে রমেশকে খুঁজে পেল কেকেআর (KKR)? জেলাস্তরে ভালো পারফর্ম করার পর পঞ্জাবের সিনিয়র টিমের ক্যাম্পে ডাক পেয়েছিলেন। সেখানেই তাঁর সঙ্গে দেখা হয় গুরকিরাত সিং মানের। ভারতের তিনটে ওয়ান ডে ম্যাচ খেলা গুরকিরাতকে নিজের আর্থিক অবস্থার কথা খুলে বলেছিলেন রমেশ। গুরকিরাত কথা দিয়েছিলেন, তাঁকে সুযোগ পেলে সাহায্য করবেন। কথা রেখেছিলেন গুরকিরাত। তাঁকে জেপি আত্রে টুর্নামেন্টে মিনার্ভা ক্রিকেট অ্যাকাডেমির হয়ে খেলার সুযোগ করে দেন। রমেশ প্রথম ম্য়াচে ৫ উইকেট নেন। দ্বিতীয় ম্যাচে নেন ৪ উইকেট। তাঁর ওই দুটো ম্য়াচের ভিডিও কেকেআরের সহকারী কোচ অভিষেক নায়ারকে পাঠিয়ে দেন গুরকিরাত। ওই ভিডিও দেখেই রমেশকে ট্রায়ালে ডাকে কেকেআর টিম ম্যানেজমেন্ট। নেটে তাঁর পারফরম্যান্স দেখে নিলাম থেকে কেনার সিদ্ধান্ত নেওয়া হয়।
নাইটদের শিবিরে সুযোগ পেয়ে আপ্লুত রমেশ। বলেছেন, ‘কেকেআরে সুযোগ পাওয়া আমার পুরো জীবনটাই পাল্টে দিয়েছে। একটা মঞ্চ পেয়েছি। আমি কখনও প্রথম শ্রেণির ক্রিকেট খেলিনি। আমি নিশ্চিত, খুব দ্রুত রঞ্জি ট্রফির দরজাও খুলে যাবে আমার জন্য। আসল লক্ষ্য হল, ভারতের হয়ে খেলা। এই এত দূর আসা সম্ভব হত না, যদি না গুরকিরাত পাজি আমাকে সাহায্য করত।’
আইপিএল (IPL) এক আশ্চর্য দুনিয়া। কে যে কখন তারকা হয়ে যান, কে জানে। রমেশ কুমার ভবিষ্য়তের রবীন্দ্র জাডেজা কিনা, কে বলতে পারে!
আরও পড়ুন : IPL 2022: ফর্মে না থাকার কারণেই রায়না বাদ, বলছে সিএসকে টিম ম্যানেজমেন্ট