রবিবাসরীয় ইডেনে কি দর্শক ফিরছে, জল্পনা উস্কে দিলেন সৌরভ

TV9 Bangla Digital | Edited By: Prantik Deb

Feb 15, 2022 | 8:56 PM

Sourav Ganguly: পিচ কেমন দেখলেন দাদা? বেরনোর এল অবধারিত প্রশ্ন। সৌরভ বলে গেলেন, 'ক্রিকেট নিয়ে আর প্রশ্ন করো না আমাকে। আমি আর প্লেয়ার নই। পিচ কেমন, কোচকে জিজ্ঞেস করো।'

রবিবাসরীয় ইডেনে কি দর্শক ফিরছে, জল্পনা উস্কে দিলেন সৌরভ
ইডেনে দুই বন্ধুর আড্ডা।

Follow Us

কৌস্তভ গঙ্গোপাধ্যায়

কলকাতা: করোনা থাবায় দর্শক সরেছে ইডেন (Eden Gardens) থেকে। ওয়েস্ট ইন্ডিজের (India vs West Indies) বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ফাঁকা গ্যালারিতেই হবে। কিন্তু মঙ্গলবার সন্ধেয় বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) যা বললেন, তাতে কলকাতার ক্রিকেট প্রেমীরা নতুন করে স্বপ্ন দেখতে পারেন। যদি সব ঠিক থাকে, তা হলে রবিবার সিরিজের শেষ ম্যাচে ইডেনে দর্শক ঢোকার অনুমতি দিতে পারে বোর্ড। রাজ্য সরকারের তরফে আগেই ছাড়পত্র দেওয়া হয়েছিল। কিন্তু ওয়ান ডে সিরিজের সময় আমেদাবাদে করোনার কবলে পড়েছিলেন ভারতীয় ক্রিকেটাররা। বাড়তি সতর্কতার কারণেই ইডেন দর্শক শূন্য রাখা হয়। এ বার রবিবারের ইডেনে দর্শক ফেরানোর উদ্যোগ নিতে চলেছেন সৌরভ।

মঙ্গলবার বিকেলে হঠাৎই ইডেনে চলে আসেন বোর্ড প্রেসিডেন্ট। মাঠ ছাড়ার মুখে বলে যান, ‘সামনের দুটো ম্যাচে কোনও ভাবেই দর্শক থাকছে না।’ রবিবারের ম্যাচে তা হলে কি থাকবে? সৌরভ বলেন, ‘দেখা যাক। তবে শ্রীলঙ্কা (Sri lanka) সিরিজ থেকে দর্শক ফিরছে মাঠে।’

ঘরের মাঠে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সৌরভ আসবেন না, তাই হয় নাকি। বিকেলে তিনি হাজির হন ইডেনে। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে পিচের কাছে গিয়ে দাঁড়ালেন। তারপর দীর্ঘ সময় ধরে ভারতীয় টিমের কোচ রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) সঙ্গে কথা বলতে দেখা গেল তাঁকে। করোনার কারণে দূরত্ব ছিল। কিন্তু শ্রোতা সৌরভ মন দিয়ে শুনছিলেন বন্ধু রাহুলের কথা। এরপর আবার ঋষভ পন্থের সঙ্গে আলাদা করে কথা বলতে দেখা যায় তাঁকে। তরুণ কিপারকে যে সৌরভ পছন্দ করেন, তা আগেও বহুবার বলেছেন। পন্থও ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি ক্যাপ্টেনকে দেখে এগিয়ে এলেন। লোকেশ রাহুল না থাকার কারণে তিনটে টি-টোয়েন্টি ম্য়াচে পন্থই ডেপুটি রোহিত শর্মার।

পিচ কেমন দেখলেন দাদা? বেরনোর এল অবধারিত প্রশ্ন। সৌরভ বলে গেলেন, ‘ক্রিকেট নিয়ে আর প্রশ্ন করো না আমাকে। আমি আর প্লেয়ার নই। পিচ কেমন, কোচকে জিজ্ঞেস করো।’

 

আরও পড়ুন : India vs Sri Lanka: শ্রীলঙ্কার বিরুদ্ধে বেঙ্গালুরুতেই হচ্ছে দিন-রাতের টেস্ট

Next Article