INDIA Aliiance: লোকসভা ভোটের আসনরফা নিয়ে কংগ্রেস-তৃণমূল দ্বন্দ্ব প্রকট! বাংলায় জোট নিয়ে অনিশ্চয়তা

Cong-TMC seat sharing: তৃণমূল সূত্রে খবর, প্রদেশ কংগ্রেস নেতৃত্ব ১০টি আসনের দাবি তুললেও সেটা তৃণমূল শিবিরের কাছে কখনও গ্রহণযোগ্য হবে না। ২টি আসন ছাড়ার সিদ্ধান্তেই অনড় থাকবে তৃণমূল। যদিও বিষয়টি নিয়ে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব তৃণমূল প্রতিনিধির সঙ্গে শীঘ্রই আলোচনায় বসবে বলে হাত শিবির সূত্রে খবর।

INDIA Aliiance: লোকসভা ভোটের আসনরফা নিয়ে কংগ্রেস-তৃণমূল দ্বন্দ্ব প্রকট! বাংলায় জোট নিয়ে অনিশ্চয়তা
মমতা বন্দ্যোপাধ্যায় ও রাহুল গান্ধী। ফাইল চিত্রImage Credit source: PTI
Follow Us:
| Edited By: | Updated on: Jan 11, 2024 | 9:22 PM

নয়া দিল্লি: লোকসভা নির্বাচনের আর খুব বেশি দেরি নেই। জোর প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজনৈতিক দলগুলি। কিন্তু, বিজেপিকে ঠেকাতে গঠিত ইন্ডিয়া-জোটের আসন-জট কাটছে না। বিশেষত, বাংলায় জোট নিয়ে ঘোর অনিশ্চয়তা দেখা দিয়েছে। কেননা, প্রদেশ কংগ্রেস যেমন অতিরিক্ত আসনের জোর দাবি তুলছে, তেমনই তৃণমূল আসন সংখ্যা নিয়ে নিজেদের সিদ্ধান্তে অনড়। শুধু তাই নয়, তৃণমূলের তরফে আসন সমঝোতা নিয়ে কংগ্রেসকে কলকাতায় আলোচনায় বসার দাবি জানানো হচ্ছে বলে সূত্রের খবর। যা জোটের উপর প্রভাব ফেলতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল। আবার বাংলা ছাড়া প্রতিবেশী রাজ্যেও তৃণমূল আসন সমঝোতা করার দাবি জানাবে বলে সূত্র মারফৎ জানা যাচ্ছে।

তৃণমূল সূত্রে খবর, প্রদেশ কংগ্রেস নেতৃত্ব ১০টি আসনের দাবি তুললেও সেটা তৃণমূল শিবিরের কাছে কখনও গ্রহণযোগ্য হবে না। ২টি আসন ছাড়ার সিদ্ধান্তেই অনড় থাকবে তৃণমূল। যদিও বিষয়টি নিয়ে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব তৃণমূল প্রতিনিধির সঙ্গে শীঘ্রই আলোচনায় বসবে বলে হাত শিবির সূত্রে খবর। ইতিমধ্যে অন্যান্য শরিক দলের সঙ্গে দিল্লিতে আলোচনা শুরু করেছে কংগ্রেসের ন্যাশনাল অ্যালায়েন্স কমিটি। কিন্তু, তৃণমূল এই বৈঠকের জন্য দিল্লিতে যেতে নারাজ। তৃণমূল আসন সমঝোতা নিয়ে কংগ্রেসকে কলকাতায় এসে আলোচনায় বসার দাবি জানাতে চলেছে বলে সূত্রের খবর।

অতিরিক্ত আসন না ছাড়ার বিষয়ে তৃণমূলের যুক্তি, রাজ্যে বিজেপিকে মোকাবিলা করতে সংগঠনের নিরিখে কংগ্রেসের তুলনায় শক্তিশালী প্রমাণিত তৃণমূল। তাই লোকসভা নির্বাচনে বিজেপির মোকাবিলায় মূল শক্তি হিসেবে তৃণমূলকে নিয়ন্ত্রকের ভূমিকা ছাড়তে হবে বলে দাবি ঘাস শিবিরের। লোকসভা নির্বাচনে আসন সমঝোতার ক্ষেত্রে তৃণমূল মূলত, ৩টি মানদণ্ডের উপর জোর দেবে বলে সূত্র মারফৎ জানা যাচ্ছে। প্রথমত, রাজ্যে তৃণমূলের সংগঠন শক্তিশালী, দ্বিতীয়ত, গত লোকসভা নির্বাচনের ফলাফল এবং তৃতীয়ত, গত বিধানসভা নির্বাচনের ফলাফল।

বাংলার পাশাপাশি অসম ও মেঘালয়েও তৃণমূল আসন সমঝোতার দাবি জানাবে বলে সূত্রের খবর। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, তৃণমূল অসমে দুটি ও মেঘালয়ে একটি আসনের দাবি জানাতে পারে। কংগ্রেস সেই দাবি মানবে কিনা তা এখনও স্পষ্ট নয়।