Tamil Nadu: ‘শিখলে শূদ্র হয়ে যাব’, হিন্দি বিতর্কে নয়া মাত্রা যোগ করলেন ডিএমকে নেতা

TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য লাহিড়ী

Jun 06, 2022 | 10:58 PM

Tamils Nadu Hindi Controversy: হিন্দি ভাষা শিখলে মর্যাদা হ্রাস হয়ে তামিলরা 'শুদ্র' হয়ে যাবেন বলে দাবি করলেন ডিএমকে নেতা টিকেএস এলাঙ্গোভান।

Tamil Nadu: শিখলে শূদ্র হয়ে যাব, হিন্দি বিতর্কে নয়া মাত্রা যোগ করলেন ডিএমকে নেতা
ভাষা বিতর্ককে নতুন মাত্রা দিলেন ডিএমকে নেতা

Follow Us

চেন্নাই: তামিলনাড়ুতে ভাষা বিতর্ককে নতুন মাত্রা দিলেন ক্ষমতাসীন ডিএমকে দলের রাজ্যসভার সদস্য টিকেএস এলাঙ্গোভান। তাঁর মতে হিন্দি ভাষা কোনও উন্নত রাজ্যের ভাষা নয়। বরং, এই ভাষাটি উন্নয়নশল রাজ্যগুলির মাতৃভাষা। তবে এখানেই থামেননি তিনি। টিকেএস এলাঙ্গোভান আরও বলেছেন, তামিলদের উপর হিন্দি ভাষা চাপিয়ে দিলে তাদের মর্যাদা হ্রাস হবে, তারা সবাই ‘শুদ্র’ হয়ে যাবে। দক্ষিণী রাজ্যগুলিতে হিন্দি ভাষা বলবৎ করা ‘মনু ধর্ম’ আরোপ করার সমান!

গত বেশ কয়েকমাস ধরেই দক্ষিণের রাজ্যগুলিতে, বিশেষ করে তামিলনাড়ুতে হিন্দি ভাষা চাপিয়ে দেওয়া নিয়ে বিতর্ক চলছে। এরই মধ্যে হিন্দি ভাষা চাপিয়ে দেওয়ার প্রতিবাদে আয়োজিত এক সভায় এলাঙ্গোভান বলেছেন, ‘হিন্দি আমাদের কোন উপকার করবে না। পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু এবং কেরল-সহ উন্নত রাজ্যগুলিতে হিন্দি মাতৃভাষা নয়। উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার, রাজস্থানের মতো উন্নয়নশীল রাজ্যগুলিতে এবং নতুন তৈরি হওয়া রাজ্যগুলিতে হিন্দি মাতৃভাষা। তাহলে আমরা কেন হিন্দি শিখব?’

হিন্দি ভাষা চাপিয়ে দেওয়ার প্রতিবাদ করতে গিয়ে ডিএমকে নেতা কটাক্ষ করেতে তিনি অমিত শাহকেও। সম্প্রতি ভারতে সরকারি কাজে ইংরেজি ভাষার বিকল্প হিসেবে হিন্দি ভাষাকে গ্রহণ করার পক্ষে মত দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। অমিত শাহ বলেছিলেন, ‘হিন্দিতে জাতীয় ভাষা হিসাবে গ্রহণ করলে, বিশ্বব্যাপী ভারত আলাদা পরিচিতি পাবে’। এর তীব্র প্রতিবাদ করে এলাঙ্গোভান বলেছেন, ‘বৈচিত্র্যের মধ্যে ঐক্যই ভারতের আসল পরিচয়। অমিত শাহ কি একজন ভারতীয়? আমার সন্দেহ আছে’। তামিলরা তাদের ২,০০০ বছরের পুরনো ভাষা নিয়ে গর্বিত। তামিল সংস্কৃতিতে সবসময় লিঙ্গসমতার উপর জোর দেওয়া হয়েছে। কিন্তু, বিজেপি সেই সংস্কৃতি ধ্বংস করার চেষ্টা করছে। হিন্দির মাধ্যমে মনু ধর্ম চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। একে যদি অনুমোদন দেওয়া হয়, তাহলে আমরা দাস হয়ে যাব, শূদ্র হয়ে যাব’।

এলাঙ্গোভানের এই মন্তব্যকে ঘিরে বিশেষ করে ‘শূদ্র’-এর মতো বর্ণবিদ্বেষী শব্দে ব্যবহার নিয়ে জোর বিতর্ক তৈরি হয়েছে। তামিলনাড়ুতে কেন্দ্রের পক্ষ থেকে হিন্দি ভাষা চাপিয়ে দেওয়ার বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর। বস্তুত, গত শতাব্দীর ছয়ের দশকে এই কেন্দ্রের হিন্দি আরোপ করার অভিযোগকে সামনে রেখেই প্রথমবার ক্ষমতায় এসেছিল ডিএমকে। ভাষা বিতর্কই তাদের প্রতি বিপুল জনসমর্থন এনে দিয়েছিল। বর্তমানে সেই পুরোনো বিতর্ক ফের মাথাচাড়া দিয়েছে। কেন্দ্র জাতীয় শিক্ষা নীতি ২০২০-র মাধ্যমে ফের হিন্দি চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেছে রাজ্য সরকার। এমকে স্টালিন সরকার সাফ জানিয়েছে, তামিলনাড়ুতে শুধুমাত্র তামিল এবং ইংরেজির ভাষাই ব্যবহার করা হবে।

সম্প্রতি বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের উদ্বোধন করতে তামিলনাড়ুতে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁকে মঞ্চে রেখেই তামিলকে হিন্দি ও ইংরাজির পাশাপাশি সরকারি ভাষা হিসাবে মর্যাদা দেওয়ার আবেদন করেছিলেন মুখ্যমন্ত্রী এমকে স্টালিন। তার আগে রাজ্যের উচ্চশিক্ষা মন্ত্রী কে পোনমুডিও হিন্দিভাষীরা তাঁদের রাজ্যে ফুচকা বিক্রি করে বলে, হিন্দি ভাষাকে কটাক্ষ করেছিলেন। প্রধানমন্ত্রী মোদী অবশ্য তামিল ভাষা-সংস্কৃতির ভুয়সী প্রশংসা করেছিলেন।

Next Article